আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘তবুও এমপি হওয়ার স্বপ্ন তাদের’

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন কিন্তু মনোনয়ন পাওয়ার পর তারা নির্বাচনে পরাজিত হয়েছেন। তারপরও এমপি হওয়ার স্বপ্ন তাদের ধূসর হয়ে যায়নি। বরং এখনও তারা এমপি হওয়ার জন্য নানা রকম চেষ্টা তদবির করেছেন। আবার অনেকে আছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি, তারাও এখনও আশায় বুক বেঁধে আছেন। এরকম আওয়ামী লীগের নারীর নেতার সংখ্যা কম নয়।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। এই অধিবেশনেই সংরক্ষিত ৫০টি আসনের নির্বাচন হবে। যেখানে আওয়ামী লীগ ৪৮ জন নারী সংসদ সদস্য মনোনয়ন করবেন। আর জাতীয় পার্টি করবে ২টি। এই ৪৮ জন সংসদ সদস্য হওয়ার দৌড়ে নানা শ্রেণি পেশার ব্যক্তি আছেন, আছেন রাজনীতিবিদরাও। তবে এই দৌড়ে যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি বিস্ময় দেখা দিয়েছে তারা হলেন সরাসরি নির্বাচনে পরাজিতরা যখন প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছেন। এরকম কয়েকজন প্রার্থীর দৌড়ঝাঁপ এখন চোখে পড়ার মতো। এদের মধ্যে রয়েছেন মেহের আফরোজ চুমকি। মেহের আফরোজ চুমকি এক সময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার তিনি সরাসরি ভোটে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের কাছে। এবার তিনি সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য চেষ্টা করছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

সানজিদা খানম ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তাকে প্রার্থী রাখতে জাতীয় পার্টির এমপিকেও ছাড় দেননি। সেখানে জাতীয় পার্টির প্রভাবশালী নেতা বাবলার জন্য আসন ছেড়ে না দেওয়ার নীতিতে শেষপর্যন্ত আওয়ামী লীগ অটল থেকে ছিল। কিন্তু তাতে সানজিদা খানমের লাভ হয়নি। তিনি স্বতন্ত্র প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ড. আওলাল হোসেনের কাছে পরাজিত হয়েছেন। তার এই পরাজয়ের প্রেক্ষিতে এখন সানজিদা খানম সংরক্ষিত কোটায় এমপি হওয়ার জন্য চেষ্টা করছেন।

একই অবস্থা মানিকগঞ্জের মমতাজের বেলায়। মানিকগঞ্জের মমতাজ তিনবার এমপি হলেও এবার তিনি পরাজিত হয়েছেন। পরাজিত পরাজয়ের পর সংরক্ষিত কোটায় এমপি হওয়ার যায় কি না সে নিয়ে চেষ্টা করছেন।’

গতবার মনোনয়ন পেলেও এবার মনোনয়ন পাননি আওয়ামী লীগের মুন্নুজান সুফিয়ান। খুলনার আসন থেকে মনোনয়ন না পাওয়ার প্রেক্ষিতে তিনি এবার সংরক্ষিত কোটায় এমপি হওয়ার জন্য তার চেষ্টা অব্যাহত রেখেছেন।

মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধার একটি আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন বটে কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টির সাথে আসন সমঝোতার কারণে তার আসনটি ছেড়ে দিতে হয়। গিনিও এবার সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য চেষ্টা করছেন। এরকম বেশ কয়েকজন নারী রাজনীতিবিদ আছেন যারা নির্বাচনে হয় পরাজিত হয়েছেন, একাধিকবার এমপি হয়েছেন অথবা নির্বাচনে মনোনয়ন পাননি তারাও সংরক্ষিত এমপি হওয়ার দৌড়ে নিজেদের নাম লিখিয়েছেন। দেখার বিষয় শেষ পর্যন্ত তারা মনোনয়ন পান কিনা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গোয়েন্দা নজরদারিতে বাজারের সিন্ডিকেটের হোতারা’

নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব গ্রহণ করে আওয়ামী লীগ সরকার তার প্রধান অগ্রাধিকার হিসাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে চিহ্নিত করেছে। দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এনায়েতপুরে শিশু ধর্ষন, লম্পট সহ ৪ জন কারাগারে ফাঁসির দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার লম্পট সহকারী মহুরী হানজালা হোসেনের (২৩) ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে এলাকাবাসি। এসময়

গুঞ্জন: ঈদের আগেই বাড়তে পারে সয়াবিন তেলের দাম’

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১ তারিখে থেকে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছিল। এরপর দুই সপ্তাহ কেটে গেলেও নির্ধারিত দামের সয়াবিন তেল

‘মিয়ানমারে জান্তা সেনাদের হাতে গর্ভবতী নারীসহ নিহত’১০

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কারেন্নি রাজ্যে জান্তা সৈন্যরা তিন শিশুসহ অন্তত ১০ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে গর্ভবতী এক নারীসহ বাস্তুচ্যুত তিন নারীও আছেন। চলতি

আমি বিজ্ঞানী হইনি, এটা বিশ্বের ক্ষতি: অঙ্কুশ

টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। অভিনয়ের পাশাপাশি তার হিউমার সেন্স যে বেশ পোক্ত তা যেন আবারও প্রমাণ করলেন। আইসল্যান্ডে বরফ জলে নৌকায় করে ভাসছেন তিনি।

রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: চলমান দাবদাহ ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার