
নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের সিগন্যালের পিলার চুরির সময় আটক হয়েছেন তিন চোর। শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে ভৈরব-ময়মনসিংহ রেললাইনের কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে ইমন, মুসলিম মিয়ার ছেলে আলমগীর ও একই গ্রামের আমিন মিয়ার ছেলে সাগর মিয়া।
খোঁজ নিয়ে জানা যায়, সকালের দিকে ভৈরব-ময়মনমিংহ রেললাইনের কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের সিগন্যালের পিলার কেটে ছয় টুকরা করে নেওয়ার সময় চোরচক্রের তিন সদস্যকে দেখে আটক করেন দায়িত্বে থাকা সিগন্যাল পরিদর্শক সোলেমান। পরে খবর পেয়ে ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান এসএম তানভির ঘটনাস্থলে গিয়ে ছয় টুকরা করা পিলার উদ্ধারসহ তিন চোরকে আটক করে রেলওয়ে থানায় হস্তান্তর করেন।
এসএম তানভির জানান, সকালের দিকে খবর পাই তিন চোর রেললাইনের সিগন্যালের পিলার কেটে নিয়ে যাওয়ার সময় রেলের কর্মচারি সোলেমান মিয়া তাদের আটক করেন। পরে আমাদের জানালে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে একটি সিগন্যালের পিলারের ছয় টুকরাসহ তিনজনকে নিয়ে আসি ও রেলওয়ে থানায় হস্তান্তর করে। আটকদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়ের করার প্রস্ততি চলছে বলেও তিনি জানান।