আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘নতুন নির্বাচনের প্রস্তাব সুশীলদের, কূটনীতিকদের ‘না’

নিজস্ব প্রতিবেদক: ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে’। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে। এবার নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল স্বতন্ত্র প্রার্থীরা। এই স্বতন্ত্র প্রার্থীরা এবার রেকর্ড ৬২ টি আসনে বিজয়ী হয়েছে। তাদের কারণেই দেশের প্রায় অর্ধেক নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, উত্তেজনাপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। কিন্তু নির্বাচনের পরও থেমে নেই সুশীলরা।

তারা বিভিন্ন লেখালেখি, বক্তব্য বিবৃতি, টকশোর কথাবার্তা এবং সভা সেমিনারের মাধ্যমে ৭ জানুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এটি আসলে কোন নির্বাচনই নয়-এমন একটি বক্তব্য আসছে সুশীল সমাজের লেখালেখি, কথাবার্তায়, বক্তৃতা বিবৃতিতে। বিশেষ করে ডেইলি স্টার এবং প্রথম আলো এই দুটি পত্রিকা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের প্রচারণা অব্যাহত রেখেছে। আর এই প্রকাশ্য তৎপরতার বাইরে বিভিন্ন কূটনৈতিক মহলে সুশীল সমাজের প্রতিনিধিরা এই নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার জন্য দেন দরবার করেছিল। কিন্তু সে চেষ্টা সফল হয়নি।

যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতায় ৭ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কাজেই এখন আবার নতুন করে রাজনৈতিক সমঝোতার চেষ্টা করা, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ আয়োজন সহ পাঁচ দফা প্রস্তাব নিয়ে সুশীলরা বিভিন্ন দূতাবাসগুলোতে কথাবার্তা বলছেন। সুশীলদের প্রস্তাবের মধ্যে রয়েছে আওয়ামী লীগ, বিএনপিসহ প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিলম্বে আলাপ আলোচনা শুরু করে রাজনৈতিক সমঝোতার চেষ্টা করা। দ্বিতীয়ত, বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের যে সমস্ত নেতাকর্মীরা আটক হয়েছেন, তাদের মুক্তির বিষয়টি অগ্রাধিকার নিয়ে আসা, তৃতীয়ত, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার এবং দলীয় সরকার এই দুটির মাঝামাঝি একটি সমঝোতাপূর্ণ জায়গায় আসা। চতুর্থত, বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিয়ে একটি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং পঞ্চমত, একটি যথাশীঘ্র সম্ভব সকল দলের অংশগ্রহণে একটি নতুন নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা।

আর এই পাঁচ দফা প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করলেও কূটনীতিকরা এ ব্যাপারে কোন ইতিবাচক সাড়া দেয়নি। কারণ তারা মনে করছে যে একটি সরকার কেবল গঠিত হচ্ছে। বিপুল ভোটে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে এখনই নাকচ করে দিয়ে আবার নতুন করে নির্বাচন করার কোন রকম প্রয়োজন আছে বলে পশ্চিমা দেশের কূটনীতিকরা মনে করছেন না। বরং তারা মনে করছে যে, নতুন সরকার কীভাবে কাজ করে, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভূমিকা গুলো কি হয় সে বিষয়টি আগে পরীক্ষা করা দরকার।

মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সাফ জানিয়েছে দিয়েছে যে, নতুন সরকারের সাথে তারা কাজ করবে এবং কাজ করার আগ্রহ নিয়ে রাষ্ট্রদূতরা সরকারের বিভিন্ন মন্ত্রীর কাছে ছুটে যাচ্ছেন, কথা বলছেন। মার্কিন যক্তিরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এখন নতুন সরকারকে পর্যবেক্ষণ করা এবং অপেক্ষা করার নীতিতে আছে। এখনই নতুন নির্বাচনের বিষয়টি নিয়ে মাঠ গরম করতে চায় না তারা। এর ফলে সুশীলদের নতুন নির্বাচনের ফর্মুলা আবার নতুন করে হোঁচট খেয়েছে। তবে সুশীলরা থেমে নেই। তারা চেষ্টা অব্যাহত রেখেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাখাইন থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে মিয়ানমারের জান্তা’’

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চল থেকে সেনাদের প্রত্যাহার করে নিচ্ছে জান্তা সরকার। একই সঙ্গে রাজ্যের দক্ষিণাঞ্চলে বেসামরিক জনগণের ওপর হামলা জোরদার করছে

মান্দায় নারীকে দলবেঁধে ধর্ষণ, আটক ১

আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন স্বামী পরিত্যক্তা এক নারী (৩২)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মান্দা সদর

‘অ্যান্টিম্যাটার দিয়ে বাস্তবে ভয়ংকর বিস্ফোরণ ঘটানো সম্ভব’?

ঠিকানা টিভি ডট প্রেস: অ্যান্টিম্যাটার। মানে প্রতিপদার্থ। রহস্যময়। ভীষণ দামী, আর ভয়ংকর! অল্প কিছুটা প্রতিপদার্থ দিয়ে ঘটানো যাবে বিশাল বিস্ফোরণ! হিরোশিমা-নাগাসাকির চেয়ে অনেক গুণ ভয়াবহ!

বিক্রি হয়নি ৩৫ মণের ‘ভাইজান’

ঈদে তার কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পায়নি যশোরের সব থেকে বড় গরু ৩৫ মণ ওজনের ‘ভাইজান’। ২০ লাখ টাকা দাম হাঁকানো ভাইজানের দাম উঠেছে মাত্র ৭

খাগড়াছড়িতে ১৫ লক্ষ টাকার অবৈধ বিদেশি সিগারেটসহ আটক-১

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পুলিশের পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের ঘটনায়

‘আবার বাংলাদেশ নিয়ে তৎপর হচ্ছে যুক্তরাষ্ট্র’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে নীরবতা পালন শুরু করেছিল। ২৮ অক্টোবরের ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ ইস্যুতে ইউটার্ন