আপনার জানার ও বিনোদনের ঠিকানা

ভূঞাপুরে মাইকিং করে মাদক সম্রাট মাসুদের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি 

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: মাসুদ এলাকার মাদক সম্রাট, সে হিরোইন খোর ও ইয়াবা ব্যবসায়ী। তাই তার পিঠের চামড়া থাকবে না বলে এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে এলাকায় মাইকিং করেছে এক যুবক। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ায় এলাকাজুড়ে বইছে নানা আলোচনা-সমালোচনার ঝড়।

এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামে। মাসুদ একই গ্রামের দক্ষিণপাড়া এনায়েতের ছেলে ও মাইকিংকারী যুবকের নাম দিপু মোল্লা। তিনি একই গ্রামের আমির হামজা মোল্লার ছেলে। শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় কয়েড়া ও নলুয়া এলাকায় মাইকিং করা হয়।

মাইকিং করে দিপু মোল্লা বলেন, ‘কয়েড়া ঈদগাঁ মাঠ সংলগ্ন মাদক সম্রাট হিরোইন খোর ও ইয়াবার বর্তমান ব্যবসায়ী মো. এনায়াতের ছেলে মাসুদ দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সাথে জড়িত। যা সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়ংকর। এলাকায় মাদককারবারী করলে মাসুদের পিঠের চামড়া থাকবে না।’ ‘তাই শনিবার সন্ধ্যারপর মাসুদের বাড়ির সামনে মাদকবিরোধী গণসভার আয়োজন করা হয়েছে। সকলের উপস্থিতি কামনা করছি। অনুরোধক্রমে- নলুয়া ও কয়েড়া ঈদগাঁ মাঠের সাবেক সভাপতি মো. খসরু মিয়া, কয়েড়া ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল সরকার ও সমাজ সেবক তুলা শেখ।’

এমন অভিযোগের বিষয়ে জানতে মাসুদকে একাধিবার মোবাইলে যোগাযেগ করার চেষ্টা করলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। অপরদিকে, মাইকিংকারী দিপু মোল্লার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ইউপি সদস্য মো. রুবেল সরকার জানান, গত শনিবার সন্ধ্যার দিকে দিপু মোল্লা নামে এক ছেলে মাসুদকে জড়িয়ে এলাকায় মাইকিং করেছে এবং তার বাড়ির সামনে গণসভার ডাক দেন। আমি গিয়ে মাইকিং করার কারণ জানতে চাইলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে ক্ষমা চেয়েছে দিপু।

তিনি জানান- দিপুর বাবা আমির হামজাসহ আরও বেশ কয়েকজন মাদকের সাথে জড়িত। মাসুদের সাথে প্রায়ই দিপুর বাবা মাদক সেবন করতো। এনিয়ে কিছুদিন আগে মাসুদ ও দিপুর সাথে তর্কবিতর্ক হয়েছিল। পরে বিষয়টি দিপু মোল্লা না পেরে মাসুদের বিরুদ্ধে এমন মাইকিং করে।

গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার বলেন, বিষয়টি জানা নেই।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যে দোয়ায় রুটিওয়ালার শেষ ইচ্ছাও পূরণ হলো

ইসতেগফার এমন এক ইবাদত, যা মানুষকে আল্লাহর কাছে ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হিসেবে কবুল করে নেয়। ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হলো এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতে দেরি; সে

উঠানে মুরগি যাওয়া নিয়ে মারধরে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে উঠানে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে মোমেনা বেগম (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায়

নবাগত চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবু হাসান কে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন চৌহালী উপজেলা প্রেসক্লাব

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাযালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুয়েল সরকার,সাধারণ সম্পাদক ও মাইটিভির

খাগড়াছড়িতে ১৫ লক্ষ টাকার অবৈধ বিদেশি সিগারেটসহ আটক-১

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পুলিশের পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের ঘটনায়

ঘর নিয়ে বেসামাল আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণ করেছে আওয়ামী লীগ। বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনের তীব্রতা নেই, বিরোধীপক্ষ রীতিমতো নতজানু হয়ে পড়েছে। বিপর্যস্ত পরাজিত হয়েছে। অন্যদিকে

বিটিভিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালিকাভুক্ত হওয়ায় উপাচার্যের অভিনন্দন জ্ঞাপন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পনেরো শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসেবে তালিকাভূক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম তালিকাভূক্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।