ভারত ছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সরাসরি এই শিপিং রুটকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যও ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নে একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।

সাগরপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান প্রবেশ করলেও ভারত উদ্বিগ্ন। টেলিগ্রাফ ইন্ডিয়ার নিবন্ধে বলা হয়েছে, বিগত ৫ দশকের মধ্যে প্রথমবারের মতো, পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে। প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগে কারণে ভারতীয় উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা আছে।

তিন মাস আগেও বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক তিক্ত ছিল। বাংলাদেশের বন্দরগুলো গত পাঁচ দশক ধরে পাকিস্তানের জন্য নিষিদ্ধ ছিল। দুই দেশের মধ্যে বাণিজ্য সিঙ্গাপুর বা কলম্বোয় ট্রানশিপমেন্টের মাধ্যমে হতো। তবে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য স্থাপন শুরু করলো।’

ভারত আশঙ্কা করছে, পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রামে আসবে, ফলে অবৈধ পণ্য বাংলাদেশের মাধ্যমে ভারতে পৌঁছে যেতে পারে। এছাড়া ভারতের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি দিল্লির জন্য মারাত্মক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, বাংলাদেশ নৌবাহিনী আগামী ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌমহড়া আমান-২০২৫-এ অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এটি হবে প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যৌথ নৌ মহড়ায় অংশগ্রহণ। এরই অংশ হিসেবে গত মাসে একটি ফ্রিগেট পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেছে। এসব পদক্ষেপ ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। বিশেষ করে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকছে।

এদিকে, চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে হিমালয়ের দেশ নেপাল। সব মিলিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে দেশটি। চলতি বছরের অক্টোবরের শুরুতে বিদ্যুৎ রপফতানির এই চুক্তিটি হয়।

ড. ইউনূস সরকার ভারতের বৃত্ত থেকে বেরিয়ে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে। যা দিল্লির জন্য একটি সতর্ক বার্তা হিসেবে দেখছে ভারতের গণমাধ্যমগুলো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক; সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত

চৌহালীর শ্রেষ্ঠ শিক্ষক হলেন রুবেল আক্তার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে  উপজেলা পর্যায়ে (মাদ্রাসা) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত হলেন রুবেল আক্তার। তিনি এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার

‘মাদ্রাসার অর্থ ব্যক্তিগত কাজে খরচসহ নানা অনিয়ম অধ্যক্ষের’

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার শতবর্ষী পুরোনো জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া কওমি মাদ্রাসার মুহতামিমের (অধ্যক্ষ) বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার

‘চুক্তি পেতে চার সচিবের দৌড়ঝাঁপ’

নিজস্ব প্রতিবেদক: চুক্তিভিত্তিক নিয়োগে থাকা দুইজন সচিব এবং চাকরির মেয়াদ প্রায় শেষ হওয়া দুই সচিব মোট চারজন সচিব চুক্তিভিত্তিক নিয়োগ পেতে মরিয়া তৎপরতা চালাচ্ছেন। তারা

আমার সোনার বাংলা সত্যিকারের সোনার বাংলা হোক, এই প্রত্যাশা

গত ৬ অক্টোবর দুপুরে বনানী স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টে আমার উপর হামলার ঘটনায় স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টের ১১ জন জেল খেটেছে, তাদের প্যাডে, স্ট্যাম্পে ও

‘উপজেলা নিয়ে উত্তপ্ত হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দলে কোন্দল-বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা ডেকে সবাইকে সতর্ক