
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ শিশুও রয়েছে। শনিবার (২৫ মে’) সন্ধ্যায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় যখন গেমিং জোনের ভেতরে অনেকেই খেলতে ব্যস্ত, তখন এই আগুন লাগে। এরপর দ্রুতই তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। এরপর রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, টিআরপি গেম জোনের মালিক ও ম্যানেজারকে আটক করা হয়েছে। সব মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের শনাক্ত করা কঠিন।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অত্যন্ত ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক এক্সবার্তায় তিনি বলেছেন, রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি অত্যন্ত শোকাত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের জন্য দোয়া। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে।’