বেলকুচিতে টাকা ছিনিয়ে নিতে না পেরে যুবকের হাত ভেঙে দিলো ছিনতাইকারী,আটক ১

মোঃ মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় মাসুদ প্রামানিক (২১) নামের এক যুবকের পকেট থেকে টাকা ছিনিয়ে নিতে না পেরে তাকে মারধর করে হাত ভেঙে দিলো ছিনতাইকারীরা। এ ঘটনায় আহত যুবকের বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়ের পরে পুলিশ একজন ছিনতাইকারীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।

আহত যুবক বেলকুচি পৌরসভার দেলুয়া দক্ষিণপাড়া গ্রামের আল-আমিন প্রামানিকের ছেলে মাসুদ প্রামানিক (২১)।

আটককৃত আসামী বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া উত্তরে পাড়ার মৃত আলতাফ খলিফার ছেলে মো. আব্দুল কাদের (২৬)।

গত রবিবার (৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া বোল্ডার বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এর পরে (১১ এপ্রিল) দুপুরে আহত যুবকের বাবা আল-আমিন প্রামানিক বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত মামলার আসামীরা হলেন, বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া উত্তরে পাড়ার মৃত আলতাফ খলিফার ছেলে মো. আব্দুল কাদের (২৬), দেলবার (৪৫), মোতালেব (৪০) ও একই এলাকার মৃত রহিম খলিফার ছেলে মানিক খলিফা (২৮), বাবু খলিফা (৪২) ও হাসান খলিফা (৩০)।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত রবিবার (৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে সুবর্ণসাড়া প্রাথমিক বিদ্যালয়ের কাজের ২৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়া ক্ষিদ্রমাটিয়া বোল্ডার বাজারের নিকট পৌছিলে ১ ও ৪ নং বিবাদীদ্বয় আমার ছেলে মাসুদ এর পকেটে থাকা টাকা অন্যায় ও অবৈধ ভাবে কাড়িয়া নিতে চায়। উক্ত কাজে আমার ছেলে মাসুদ বাধা নিষেধ করিলে ১নং বিবাদী তার হাতে থাকা গাছের কাচা ডাল দ্বারা আমার ছেলের পিঠের মাঝ বরাবর সজোরে আঘাত করিয়া কাটা ছেলা ফুলা জখম করে। ৪নং বিবাদী তার হাতে থাকা গাছের কাচা ডাল দ্বারা আমার ছেলের মাথায় সজোরে আঘাত করিলে উক্ত আঘাত আমার ছেলে তার ডান হাত দ্বারা ঠেকাইলে কনুইয়ের নিচে লাগিয়া হাড় ভেঙ্গে হাত ফুলে যায়। তখন আমার ছেলের চিৎকারে আশপাশে থাকা লোকজন আগাইয়া আসিলে বিবাদীদ্বয় বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করিয়া চলিয়া যায়। পরে বিষয়টি লইয়া অন্যান্য বিবাদীর সহিত কথা বলিলে তাহারা কোন প্রকার সমাধান না দিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করেন। আমার ছেলের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় লোকজনের সহায়তায় আমার ছেলেকে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়া ভর্তি করিয়া চিকিৎসা প্রদান করে। এঘটনায় ৬ নামে মামলা দায়ের করেন মাসুদ রানার বাবা আল-আমিন বাদী হয়ে মামলা দায়ের করেন

এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া বোল্ডার বাজারে টাকা ছিনিয়ে নিতে না পেরে যুবককে মেরে হাত ভেঙে দেওয়ার ঘটনায় আহত যুবক মাসুদ প্রামানিকের বাবা আল-আমিন প্রামানিক বাদি হয়ে গত ১১ এপ্রিল দুপুরে আব্দুল কাদেরকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ঐদিন রাতেই প্রধান আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে মোতায়েন হবে দুই লাখ আনসার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে দুই লাখ আনসার সদস্য মোতায়েন করার কথা জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার (৫ অক্টোবর)।

এমপক্স কী? এটা কীভাবে ছড়ায়? এ রোগের লক্ষণগুলো কী?

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। আগে মাঙ্কিপক্স নামে পরিচিত অত্যন্ত

এবার সন্ধান মিলেছে একটি অন্ধ গ্রামের, যে গ্রামের সবাই অন্ধ

আন্তর্জাতিক ডেস্ক বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা রকম বিস্ময়কর খবর প্রতিনিয়ত সামনে আসে। এসব খবরে কখনো কখনো বিস্ময় জাগে মনে। কোনো কোনো সময় এসব খবর বিশ্বাসই

প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য: যা বললেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য মিথ্যাচার, শপথ লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে পরিণীতি, হাঁটলেন র‍্যাম্পে

বেশ ঘটা করেই বিয়ে করেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে সাত পাকে

চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির ঘটনা ঘটছে। এর প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে জেলা শ্রমিকদলের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০