বেতন-বোনাস ঝুঁকিতে পোশাক কারখানা’

ঠিকানা টিভি ডট প্রেস: ঈদের আগে শ্রমিকদের মজুরি, ভাতা পরিশোধ নিয়ে ঝুঁকিতে রয়েছে ৪১৬টি পোশাক কারখানা। এসব কারখানার মধ্যে দুই-তৃতীয়াংশই রপ্তানিমুখী। তবে সমস্যা থাকা সত্ত্বেও ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন মালিকরা। তৈরি পোশাক কারখানার মালিকদের সঙ্গে শিল্প পুলিশের বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। যদিও এখন পর্যন্ত সরকার পোশাক শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধের শেষ সময় নির্ধারণ করেনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওভেন আর নিট মিলিয়ে দেশের প্রায় চার হাজার তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন ৪০ লাখের বেশি শ্রমিক। দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী এই শিল্পে সম্ভাবনার পাশাপাশি রয়েছে ঝুঁকিও। যার মধ্যে অন্যতম ঝুঁকি হলো শ্রমিক অসন্তোষ। মজুরি আর উৎসব ভাতাকে কেন্দ্র করেই ঝুঁকিটা বেশি।

আসছে ঈদুল ফিতরকে কেন্দ্র করে পোশাক খাতে বেতন ভাতা নিয়ে যাতে কোনো ধরনের অসন্তোষ তৈরি না হয়, সেটা নিশ্চিত করতে পোশাক কারখানার মালিকদের সঙ্গে এ বৈঠক করে শিল্প পুলিশ। বৈঠকে শ্রমিকদের স্বার্থ রক্ষায় উভয়পক্ষের সম্মতিতে ১৩টি সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে শিল্প পুলিশের ডিআইজি মো. মাহবুবুর রহমান বলেন, আমরা পোশাক কারখানার মালিকদের অনুরোধ করেছি শ্রমিকরা যাতে যথাসময়ে বোনাসটা পায়। আর ঈদের ছুটির আগে শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সব শ্রমিক যেন ঈদের আগে বেতন নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা মালিকদের সংগঠনগুলো করবে।

মোহাম্মদ হাতেম বলেন, বিশ্ববাজারে অর্ডার কমে গেছে। অনেকের পণ্য চলে গেছে, কিন্তু এখনো দাম পরিশোধ করেনি। আবার সব জিনিসের দাম বেড়েছে। দাম বাড়ানোর পরও চাহিদামতো গ্যাস পাচ্ছি না। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ার মানে রপ্তানি ব্যাহত হয়ে নির্ধারিত সময়ে টাকা পাব না, শ্রমিকদের বেতন-ভাতাও দিতে পারব না।’

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে তৈরি পোশাক রপ্তানিকারকদের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এই টাকা ঈদের আগে পেলে শ্রমিকদের বেতন বোনাস দিয়ে বিদায় করা সহজ হবে।

শিল্প পুলিশের তথ্যানুযায়ী, সারা দেশের মোট ৪১৬টি পোশাক কারখানায় আসছে ঈদের আগে বেতন ভাতা পরিশোধ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। ২৬৬টি টেক্সটাইল ও অ্যাপারেল কারখানা। বিজিএমইএর সদস্য কারখানার সংখ্যা ১৭১টি। বিকেএমইএর সদস্য কারখানার সংখ্যা ৭১টিতে বেতন পরিশোধ নিয়ে ঝুঁকি রয়েছে। বিটিএমইর সদস্য ২৪টি। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কারখানা রয়েছে ১৩টি। নন আরএমজি কারখানা ১৫০টি। মোহাম্মদ হাতেম আরও বলেন, অতীতেও এমন হয়েছে, আমরা চেষ্টা করছি ঈদের আগের দিনও বেতন-ভাতা পরিশোধ করেছি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। তবে সংকট আগের চেয়ে একটু বেশি হবে। মো. মাহবুবুর রহমান বলেন, বেতন ভাতাকে কেন্দ্র করে যাতে কোনো গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে। তার জন্য শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সতর্ক থাকবে। আমাদের কলকারখানা অক্ষত রাখার চেষ্টা করব। শিল্প পুলিশ সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা বেশির ভাগ পোশাক কারখানা আশুলিয়া অঞ্চলের। তারপরেই রয়েছে গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা-ফখরুলের কী কথা হল’

নিজস্ব প্রতিবেদক: কারামুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালই প্রথম দেখা করলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে। গতকাল রাত ৮ টার দিকে

বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫

পাকিস্তানের নির্বাচন: আরও বেশি বাংলাদেশ নির্ভর হল যুক্তরাষ্ট্র’

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র যা চেয়েছিল তা পায়নি। স্পষ্টতই সেখানে একটি ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হবে। পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি জোট

বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। ফলে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) যদিও ‘কৌশলে’ তারা নিজেদের

সিরাজগঞ্জে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা কাযালয়ের আয়োজনে ও জেলা

বাঁশখালীতে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ছাই, সিলিন্ডার বিস্ফোরণে আহত ১৫

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন দোকানের সর্বস্ব পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ১৩ থেকে