আপনার জানার ও বিনোদনের ঠিকানা

বিএনপির চেয়েও বড় বিএনপি তারা কিন্তু….

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়েও বড় বিএনপি হিসাবে তারা আবির্ভূত হওয়ার চেষ্টা করছেন। বিএনপির চেয়েও বেশি কট্টর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। তারেক জিয়ার প্রতি আনুগত্য দেখাচ্ছেন বিএনপি নেতাদের চেয়েও বেশি। চাটুকারিতা করছেন সারাদিন ব্যাপী কিন্তু তারপরও তাদের ওপর বিশ্বাস রাখতে পারছে না বিএনপির হাই কমান্ড। বিএনপির সঙ্গে জোট করতে আগ্রহী কিছু নেতা এতই খড়কুটোর মতো এবং অস্তিত্বহীন পরগাছায় পরিণত হয়েছেন যে, তারা এখন বিএনপিকে যেকোনো মূল্যে তোষণ এবং বিএনপির আশ্রয়লাভের জন্য যা খুশি সব কিছু করতে প্রস্তুত। এ কারণে তারা তাদের নিজেদের রাজনৈতিক অস্তিত্বকে এই বিকিয়ে দিচ্ছেন।

বিএনপি এখন আনুষ্ঠানিক কোন জোটে নেই। ২০ দলীয় জোটের মৃত্যু হয়েছে বলে বিএনপি নেতারা ঘোষণা করেছেন। অন্যদিকে বিএনপি যে সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে লাগাতার কয়েক দফা বৈঠক করেছিল তাদের সাথে কোন আনুষ্ঠানিক জোট করেনি। বরং তাদেরকে পাশে রেখে বিএনপি নির্বাচনের আগে যৌথ আন্দোলন করেছিল। যদিও সেই আন্দোলনের ফলাফল ছিল শূন্য। এ রকম একটা পরিস্থিতিতে নির্বাচনের পর জোট সঙ্গীদের পরামর্শ হচ্ছে নতুন করে আন্দোলন শুরু করা। কিন্তু সেই আন্দোলনও বিএনপি শুরু করতে ইতস্তত করছে। বিএনপির মধ্যে সাংগঠনিক সমস্যা যেমন তীব্র, তেমনি আন্দোলনের কৌশল নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য প্রবল। এরকম অবস্থায় বিএনপি না পারছে আন্দোলন করতে, না পারছে সংগঠন গোছাতে। দলের মধ্যে হতাশা দানা বেঁধে উঠেছে।

বিএনপি যখন নিজেই এখন অস্তিত্বের সঙ্কটে সেই সময় বিএনপিকে আরও বেশি উৎসাহ দিচ্ছে, বিএনপিকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণান্ত চেষ্টা করছে তার জোটে যুক্ত হতে আগ্রহী নামসর্বস্ব পকেট রাজনৈতিক দলগুলো। এই রাজনৈতিক দলগুলোর নেতারা জানে যে, বিএনপি যদি ধ্বংস হয়ে যায় তাহলে তাদের রাজনৈতিক অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। কারণ তাদের না আছে কর্মী, না আছে সমর্থক। তারা রাজনীতিতে একেবারে পরগাছা, অস্তিত্ববিহীন শেকড়হীন। আর এই কারণেই তারা এখন বিএনপির চেয়ে বড় বিএনপি সাজার চেষ্টা করছে। বিএনপির হতাশা দূর করার জন্য তারাই যেন মরিয়া চেষ্টা চালাচ্ছে। এরকম নেতাদের মধ্যে রয়েছেন;

মাহমুদুর রহমান মান্না: মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের একজন নেতা। তার বক্তব্য এখন এত বেশি অতিরঞ্জিত এবং বাস্তবতা বিবর্জিত যে, বিএনপির লোকজনও তার বক্তব্য শুনে হাসে। তিনি যখন বলেন যে, সরকারের পায়ের নিচে মাটি নেই বা সরকার পড়ে যাবে, তখন বিএনপি নেতারা তাকে উপহাস করেন। তিনি বিএনপিতে এখন কৌতুকের পাত্র হয়েছেন। নিজে অস্তিত্ব রক্ষার জন্য বিএনপিকে ফুলিয়ে ফাঁপিয়ে তারেক জিয়াকে তৈলমর্দন করে মাহমুদুর রহমান মান্না তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। ব্যক্তিত্বহীন প্রগলভ একজন শেকড়হীন রাজনীতিবিদের কি করুণ পরিণতি হয় মাহমুদুর রহমান মান্না তার প্রমাণ।

জোনায়েদ সাকি: জোনায়েদ সাকি আরেকজন পরগাছা। আদর্শহীন, বিভ্রান্ত, উদ্বাস্তু রাজনীতিবিদ। রোহিঙ্গাদেরও একটি ঠিকানা আছে, কিন্তু জোনায়েদ সাকির মত উদ্বাস্তু রাজনীতিবিদের কোন রাজনৈতিক ঠিকানা নেই। আর এই কারণেই তারা বিএনপির চেয়ে বড় বিএনপি হয়ে রাজনীতিতে কোন ভাবে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেন। আর বিএনপির ভুল ত্রুটি তার চোখে পড়ে না। বিএনপির ব্যর্থতা তিনি দেখেন না। বিএনপি যা বলতে পারে না, সেটি বলেন জোনায়েদ সাকি। একদা চৈনিক বাম নেতা এখন বিএনপির কর্মীদের কাছে বিরক্তির কারণ।

কনের্ল অলি আহমেদ: বিএনপি থেকে বিচ্যুত কনের্ল অলি আহমেদ বিএনপিতে ফিরে আসার জন্য বহুরকম ভাবে চেষ্টা করেছেন। কিন্তু বিএনপি তাকে বিশ্বাস করে না। তারেক জিয়া তাকে বিশ্বাস করে না। কিন্তু তাতে কি! তিনি এখন বিএনপির চেয়েও বড় বিএনপি। বিএনপির ভবিষ্যত কি এবং কিভাবে বিএনপি ক্ষমতায় আসবে তা নিয়ে তিনি নানারকম জ্ঞানগর্ব বক্তৃতা দেন। তার বক্তব্য বিএনপি নেতাদের কাছে একট উৎকর চিৎকারের মত মনে হয়। বিএনপির নেতারা তাকে বিশ্বাস করেন না। ভবিষ্যতে হালুয়া রুটি পাওয়া জন্য তিনি বিএনপির বন্দনা করেন। যে তারেক জিয়া তাকে ঘাড় ধাক্কা দিয়ে বিএনপি থেকে বের করে দিয়েছেন সেই তারেক জিয়ার স্তুতি এবং পদ্যলেহন করে জীবনের শেষ প্রান্তে এসে তিনি ব্যক্তিত্বহীন এক কৌতুক অভিনেতা হচ্ছেন। এরকম আরও কিছু বিএনপির চেয়েও বড় বিএনপি নেতা আছেন যারা রাজনীতিতে এখন এক ধরনের পরগাছা এবং রাজনীতিতে তারা শুধুমাত্র করুণার পাত্র।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যারা’

ঠিকানা টিভি ডট প্রেস: ফুটবল বিশ্বের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর। বিশ্বের সব ফুটবলারেরই এই পুরস্কার পাওয়া স্বপ্ন। এই পুরস্কার রেকর্ড সর্বোচ্চ আটবার নিজের

ঈদ উপহার নিয়ে গভীর রাতে গরীবের বাড়ীতে বেলকুচির ইউএনও!

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার” সিরাজগঞ্জঃ জেলার বেলকুচিতে দুস্থ অসহায় ৫০জন মানুষদের বাড়িতে বাড়িতে ঈদ উপহার নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।

কোহলির ফোন নম্বর কি নামে সেভ করেছেন আনুশকা

বিরাট কোহলি ও আনুশকা শর্মা। একজন তারকা ক্রিকেটার, অন্যজন রুপালি পর্দার সফল অভিনেত্রী। এই দুই তারকার আরও একটি পরিচয় তারা স্বামী-স্ত্রী।  ভারতের অন্যতম জনপ্রিয় তারকা

সিরাজগঞ্জের চৌহালীতে বিনা মূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনের উদ্বোধন

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বার বার প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে খাষকাউলিয়া ইউপির উদ্যোগে শূন্য থেকে ৪৫ দিনের শিশুদের বিনা

রাজনীতিতে আবার তৃতীয় ধারার আওয়াজ’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ বিএনপির বাইরে রাজনীতিতে একটি তৃতীয় শক্তি উত্থানের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো এবং বাংলাদেশের সুশীল সমাজের একাংশ। বিভিন্ন সময়

উল্লাপাড়ায় পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে ডোবার পানিতে ডুবে দুইমাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এরা হল, আবু শামীমের