
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দুটি রাজ্যে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। রিও ডি জেনিরোতে ৬২ ডিগ্রি তামপাত্রা রেকর্ড এর পরপরই এক সপ্তাহের মধ্যে ব্রাজিলের রিও ডি জেনিরো এবং স্পিরিটো সান্টোতে এ বন্যা আঘাত হানে। বন্যা পরিস্থিতিকে স্থানীয় প্রশাসন ভয়াবহ পরিস্থিতি বলে বর্ণনা করেছে।
রোববার (২৪ মার্চ’) থেকে এসব এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে দৌড়ঝাঁপ শুরু করেছে উদ্ধারকর্মীরা।
স্পিরিটো সান্টোতে নিহতের সংখ্যা ৪ থেকে বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। রাতভর বৃষ্টি না থাকায় পানির পরিমান কমেছেন। এ অবস্থায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
বন্যায় সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পিরিটো সান্টোর মিমোসো ডু সুল পৌরসভা। এখানে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। বন্যায় এখানে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আপিকা পৌরসভায় মৃত্যু হয়েছে আরও দুজনের।’
রাজ্য সরকার বন্যা পরিস্থিতিকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করেছেন। বন্যার পর পানি কিছু কমে যাওয়ায় উদ্ধার কর্মীরা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েছেন।
বন্যায় দুই রাজ্যের ৫ হাজার ২০০ জন তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রিও ডি জেনিরোর প্রতিবেশীরা জানান, বন্যায় এ রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৪ জনের।
ব্রাজিলে ভয়াবহ তাপদাহের পর এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা বলেন, বন্যার কারণে বহু মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে। এমন পরিস্থিতিতে তার সরকার ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ঘোষণা দিয়েছে।’