‘বউ, মিছিলে যাচ্ছি, দোয়া করো’-স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাণ দিলেন যুবদল নেতা রঞ্জু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বউ, মিছিলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো”—এই আবেগঘন কথাই ছিল যুবদল নেতা সোহানুর রহমান খান রঞ্জুর শেষ বিদায়। ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারবিরোধী এক দফা আন্দোলনে মিছিলের সামনের সারিতে থেকে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

সিরাজগঞ্জ শহরের মাসুমপুর দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা রঞ্জু ছিলেন পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক। ৪ আগস্ট সকালে মিছিলে অংশ নিতে বাসা থেকে বের হওয়ার আগে স্ত্রী মৌসুমী খাতুনকে বলেন, “আজ গোলাগুলি হবে না, সবাই যাচ্ছি।” বিদায় মুহূর্তে স্ত্রীর বারণ উপেক্ষা করে বলেন, “মানুষের হায়াত-মউতের কথা বলা যায় না। যাচ্ছি, হয়তো ফিরে নাও আসতে পারি।”

মিছিলে অংশ নেওয়ার কিছুক্ষণ পর শেষবারের মতো ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলেন রঞ্জু। জানান, তিনি ভালো আছেন এবং পুলিশ পাশে রয়েছে। কিন্তু কিছুক্ষণ পরই এলাকায় ছড়িয়ে পড়ে রঞ্জুর গুলিবিদ্ধ হওয়ার খবর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্ত্রী মৌসুমী খাতুন বলেন, “ডান চোখে গুলি করা হয়, গুলিটি মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। পরে জানতে পারি, গুলির পর রঞ্জুকে নির্মমভাবে মারধরও করা হয়েছে।”

৮ বছর সংসার জীবনের পর রঞ্জু-মৌসুমী দম্পতির ঘরে জন্ম নেয় একমাত্র কন্যাসন্তান সুমাইয়া খান রোজা। এখন তার বয়স দুই বছর সাত মাস। মেয়েটি এখনো বাবার অপেক্ষায় থাকে। খেতে বসে বাবার ছবির দিকে তাকিয়ে বলে, “বাবা এসো, খাবে না?”

মৌসুমী বলেন, “রোজার জন্মের পর থেকে রঞ্জু মেয়েকে ছাড়া কিছুই বুঝতো না। আজ মেয়েটি শুধু বাবার স্মৃতি আঁকড়ে ধরে আছে। বাবার কথা বলে ঘুমোয়, বাবার আশায় পথ চেয়ে থাকে।”

রঞ্জু ছিলেন একজন সৎ ও মানবিক ব্যক্তি। তিনি ঢাকায় একটি ডেন্টাল ক্লিনিক পরিচালনার পাশাপাশি সিরাজগঞ্জ নিউমার্কেটে ‘খান ডেন্টাল’ নামে একটি চেম্বার চালু করেন। এলাকার গরিব-দুঃখীদের সহযোগিতা করতেন সাধ্য অনুযায়ী।

৪ আগস্টের আন্দোলনে সিরাজগঞ্জ শহরের এস এস রোড এলাকায় মিছিল নিয়ে গেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় তিনি গুলিবিদ্ধ হন। পরদিন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত শেষে ৬ আগস্ট সকাল ১০টায় কান্দাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিএনপির মাসুমপুর ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ইবনে জায়েদ হাসু বলেন, “আমি তাকে সামনের দিকে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু সে যায় এবং গুলিতে প্রাণ হারায়। রঞ্জু একজন সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী ছিলেন।”

ঘটনার পর নিহতের স্ত্রী মৌসুমী খাতুনকে সহায়তা হিসেবে ‘জুলাই ফাউন্ডেশন’ থেকে ৫ লাখ টাকা ও ১০ লাখ টাকার সঞ্চয়পত্র, জামায়াত থেকে ২ লাখ এবং বিএনপি থেকে ১ লাখ টাকা দেওয়া হয়েছে। তবে তিনি একটি চাকরি চান মেয়ের ভবিষ্যতের নিরাপত্তার জন্য।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রণয় কুমার জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, সাবেক পিপি-জিপি, ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “রঞ্জু ছিলেন গণতন্ত্র রক্ষার অগ্রসৈনিক। আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এ ঘটনার দ্রুত বিচার দাবি করছি।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২৫ জুন’)

পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।, সোমবার (১৭ মার্চ) বেলা সোয়া

আগুনে পুড়ল ১০০ বিঘা জমির পানের বরজ

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (৩ মে) দুপুরে বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের মাঠে হঠাৎ করেই পান বরজে আগুন লেগে যায়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে অন্তত

চাঁদ দেখা গেছে, সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য

খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য আবেদন’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের বাইরে চিকিৎসা ও তার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কাদার। রোববার (১৭

এমপি আনারের খণ্ডিত দেহাংশ উদ্ধার’

ঠিকানা টিভি ডট প্রেস: ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের খণ্ডিত দেহাংশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দেহাংশ কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে