পারিবারিক অশান্তির কারণে ২২ দিন আত্মগোপনে ছিলেন ব্যাংক কর্মকর্তা’

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক অশান্তির কারণে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে থাকা ব্যাংক কর্মকর্তা রাজীব আহমেদকে উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ। নিখোঁজের ২২ দিন পর শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে খুলনার একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) আকিবুল ইসলাম।।

রাজীব আহমেদ পূবালী ব্যাংকের কুমারখালী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। পূবালী ব্যাংকের কুমারখালী শাখায় তিনি গত বছরের জানুয়ারিতে বদলি হন। চাকরির সুবাদে পরিবারের সদস্যদের নিয়ে কুমারখালীতে ভাড়া বাসায় থাকতেন তিনি।

জানা গেছে, ব্যাংক কর্মকর্তা রাজীব কুমারখালী শেরকান্দি এলাকায় ভাড়া বাসা থেকে নিয়মিত ব্যাংকে যাওয়া-আসা করতেন। দুই সন্তান নিয়ে তার স্ত্রীর রায়হানা বেগম মাসখানেক ধরে তার বাবার বাড়ি খোকসা উপজেলায় ছিলেন। গত ২১ ডিসেম্বর রাতে রাজীব তার স্ত্রীকে মুঠোফোনে জানান ২২ ডিসেম্বর তিনি গ্রামের বাড়ি ভেড়ামারা যাবেন। এরপর ২২ ডিসেম্বর সকালে থেকে রাজীবের ফোন বন্ধ পাওয়া যায় এবং নিখোঁজ হন।

তাকে কোথাও খুঁজে না পাওয়ায় ২২ ডিসেম্বর রাতে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি’) দায়ের করেন রাজীবের স্ত্রী রায়হানা পারভীন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাদের সংসার জীবনে পারিবারিক কলহ ছিল। পারিবারিক অশান্তির কারণে তিনি খুলনার একটি আবাসিক হোটেলে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুমারখালী থানা পুলিশ তাকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, পারিবারিক অশান্তির কারণে আত্মগোপনে ছিলেন ব্যাংক কর্মকর্তা। নিখোঁজের বিষয়টি জানার পর থেকে তাকে উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে আসছিল কুমারখালী থানা পুলিশ। অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুলনা এলাকায় তার অবস্থান জানতে পেরে কুমারখালী থানা পুলিশ তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। খুলনা থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শবে বরাতে কি ভাগ্য নির্ধারিত হয়, আলেমদের মতামত

ঠিকানা টিভি ডট প্রেস: শবে বরাত ইসলামি ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত হয়ে আসছে। হাদিস ও ইসলামি স্কলারদের মতে, এই রাতটি বিশেষ ফজিলতপূর্ণ। তাই

গুমের সঙ্গে জড়িত ছিলেন শেখ হাসিনা, প্রমাণ পেয়েছে কমিশন

নিজস্ব প্রতিবেদক: দেশে বিভিন্ন সময় গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ

ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারতকেও ‘অসহযোগী’ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। এটি এমন একটি তালিকা, যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ

র‌্যাব সব সময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক: মানুষের অধিকার সংরক্ষণে যারা কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, র‌্যাব সব সময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে।

মুসলিম নির্যাতন বন্ধ না করলে হুমকিতে পড়তে পারে বৃহত্তর ভারতের অস্তিত্ব

ডেস্ক রিপোর্ট: বিশ্লেষকরা সাবধান করে দিয়েছেন যে, ভারতের একক হিন্দু রাষ্ট্র কায়েমের চেষ্টায় মুসলমানরা নয়, বরং দেশটির হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে মুসলমানদের নিপীড়ন ও উৎখাতকে

ধনবাড়িতে শিশির ঝরা কুসুম বইয়ের মোড়ক উন্মোচন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ধনবাড়িতে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় কবি জাহানারা কুলসুমের শিশির ঝরা কুসুম কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। আসিয়া