পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বিলম্বে মাসে ক্ষতি ১৪৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা নদীর তীরে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে (সিওডি) যেতে দফায় দফায় বিলম্ব হচ্ছে। পর্যাপ্ত কয়লা সরবরাহ ও সঞ্চালন লাইনের জটিলতার কারণে উৎপাদন শুরু না হওয়ায় কেন্দ্রটি সচল রাখতেই প্রতি মাসে ব্যয় হচ্ছে প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৪৬ কোটি টাকার বেশি।

এই আর্থিক ক্ষতির বিষয়টি উল্লেখ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) ইতিমধ্যে চিঠি দিয়েছে কেন্দ্রটির পরিচালন সংস্থা আরপিসিএল-নরিনকো পাওয়ার ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড (আরএনপিএল)। চিঠিতে বলা হয়, উৎপাদন বিলম্বের কারণে কেন্দ্রের অতিরিক্ত ব্যয় প্রকল্পের মোট নির্মাণ ব্যয়ে যুক্ত হচ্ছে, যা ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন ট্যারিফে প্রভাব ফেলবে।

২০২০ সালের ডিসেম্বরে চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নে ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার ব্যয়ে প্রকল্পটি শুরু হয়। ১৪ বছর মেয়াদি ঋণচুক্তির চার বছরের গ্রেস পিরিয়ড শেষ হয়েছে গত ২৭ সেপ্টেম্বর। আগামী মার্চ মাসের মধ্যে ঋণের প্রথম কিস্তি পরিশোধ করতে হবে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বণিক জানান, আরএনপিএলের প্রথম ইউনিটের উৎপাদনের জন্য পিজিসিবি থেকে অনুমোদন পাওয়া গেছে। দ্বিতীয় ইউনিট সঞ্চালন লাইনের ওপর নির্ভর করছে। কয়লা সরবরাহ সম্পর্কে তিনি বলেন, ‘কয়লার বিষয়টি আরএনপিএলের দায়িত্বে। তারা কয়লার ব্যবস্থা করতে পারলে বিপিডিবি বিদ্যুৎ ক্রয় করবে।’

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রটির প্রথম ইউনিট গত ১ মার্চ পরীক্ষামূলক উৎপাদনে যায় এবং সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ করছে। দ্বিতীয় ইউনিট স্থাপিত থাকলেও চালু হয়নি। বর্তমানে গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ কেন্দ্রটির সক্ষমতার প্রায় ২৫ শতাংশ।

কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালাতে দৈনিক অন্তত ১২ হাজার টন কয়লার প্রয়োজন। বর্তমানে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ ১৭ দিন বিদ্যুৎ উৎপাদন সম্ভব। নতুন কয়লা সরবরাহকারী নিয়োগের দরপত্র আদালতে বিচারাধীন থাকায় আমদানির প্রক্রিয়া স্থগিত রয়েছে।

চীনের এক্সিম ব্যাংক ইতিমধ্যে আরএনপিএলকে ৫৩ মিলিয়ন ডলার সুদ পরিশোধের নির্দেশ দিয়েছে। প্রকল্প বিলম্বের কারণে আগামী পাঁচ মাসে প্রায় ৭৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে বলে আরএনপিএলের এক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে নির্মিত কেন্দ্রটির প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় গত ১৯ জানুয়ারি, আর দ্বিতীয় ইউনিট ৯ এপ্রিল। বর্তমানে বিপিডিবি প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে বিদ্যুৎ গ্রহণ করছে।

প্রকল্পের পরিচালক ও আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. নাজমুস সায়াদাত সম্প্রতি বিপিডিবিকে পাঠানো এক চিঠিতে আরএনপিএলের আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরেছেন। তবে এ বিষয়ে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে অধ্যাপক নাহরিন ইসলামের বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা

টকশোতে মিথ্যা ও মানহানিকর বক্তব্য উপস্থাপনের অভিযোগে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের সিরাজগঞ্জ প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ১৭ টন অবৈধ পলিথিন জব্দ, ৪ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানায় র‌্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক দানা জব্দ করা

কোন উপদেষ্টা ব্যবহার করেন কয়টি গাড়ি

ঠিকানা টিভি ডট প্রেস: মন্ত্রীদের সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহারের বদনাম বেশ পুরোনো। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের

“দুর্নীতি অনুসন্ধানে ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা: সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও সাংবাদিক মুন্নী সাহার অন্তর্ভুক্তি”

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানের অংশ হিসেবে, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই নির্দেশনা অনুসারে,

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলছে  

ঠিকানা ডেস্ক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর পৌনে ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা

১২১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২১ বারের পিছিয়ে আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।