
পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এ রুটের একটি ট্রেনে চড়ে মাওয়া স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা জংশনে যান তিনি। এসময় ট্রেনটিতে গানের আসর বসান প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকা কয়েকজন শিল্পী ও মন্ত্রী।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি লাইভ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সেই লাইভ ভিডিওতে দেখা যায়, ‘রং জমেছে সাদা-কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী, বসন্তকালে তোমায় বলতে পারিনি।’— এ গানে সুর তুলেছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু।
এসময় তার সঙ্গে গলা মেলান চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ আরও অনেকে। এমন সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসে বলেন, ‘আপনারা তো দেখছি গানের আসর বসিয়ে দিয়েছেন।’
এর আগে, মুন্সিগঞ্জের মাওয়ায় এক সুধী সমাবেশে নতুন এ রেলপথের আংশিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নতুন রেলপথ উদ্বোধনের পর বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা নাড়িয়ে রেল চলাচলের সংকেত দেন তিনি। তারপর টিকিট কেটে ট্রেনে চড়েন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। দুপুর ১টার দিকে বিশেষ ট্রেনটি পদ্মা সেতু হয়ে ছুটতে শুরু করে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে। ট্রেনটি দুপুর ১টা ৫৯ মিনিটে ভাঙ্গায় পৌঁছায়।
জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেল ট্র্যাক নির্মাণ করছে। এর ৮২ কিলোমিটার অংশ ঢাকা ও ভাঙ্গাকে সংযুক্ত করে আজ খুলে দেওয়া হয়েছে এবং এর যশোর সংযোগকারী অবশিষ্ট অংশটি আগামী বছরের জুনে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছরের জুনে যুগান্তকারী পদ্মা সেতু উদ্বোধনের এক বছর দুই মাস পর পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেল সার্ভিস উদ্বোধন হলো। গত ৭ সেপ্টেম্বর পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রুটে বিশেষ ট্রেনের ট্রায়াল সম্পন্ন হয়।