ধারের টাকা তুলতে হালখাতার আয়োজন শিক্ষকের’

ঠিকানা টিভি.প্রেস: বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে হালখাতা। ব্যবসার বাকি টাকা তুলতে হালখাতা আয়োজনের প্রথা বহু পুরোনো। তবে এবার ধার দিয়ে সময়মতো টাকা তুলতে না পেরে ব্যতিক্রমী হালখাতার আয়োজন করেছেন শিক্ষক মো. আব্দুল আউয়াল। পরিচিতজন ও বন্ধুদের বিনা শর্তে ধার দেয়া টাকা তুলতে নিজেই পৌঁছে দিয়েছেন হালখাতার কার্ড।।

শুক্রবার (১২ জানুয়ারি’) বিকেলে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারির ঝাড়ে একটি দোকানে এ হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেন ঐ শিক্ষক।

জানা যায়, শিক্ষক আব্দুল আউয়াল হালখাতা উপলক্ষে রঙিন কাগজ দিয়ে সাজান দোকানটি। সেই সঙ্গে ক্যাশ বাক্সের সামনে সাঁটান শুভ হালখাতার ব্যানার। আর পাশেই সাজিয়ে রাখেন চেয়ার-টেবিল। যেখানে ধারের টাকা পরিশোধে আসা ব্যক্তিদের জন্য ছিল বিরিয়ানির প্যাকেট। কেউ খেয়ে গেছেন, আবার কেউ নিয়ে গেছেন। তবে টাকা পরিশোধের পর হালখাতার বই থেকে কাটা হয় পরিশোধকারীদের নাম। ব্যতিক্রমী এ হালখাতার অনুষ্ঠান দেখতে ভিড় করে উৎসুক জনতা।

হালখাতায় টাকা পরিশোধকারী মো. সোলাইমান ইসলাম বলেন, কিছুদিন আগে শিক্ষক আউয়ালের কাছ থেকে ৩ হাজার টাকা ধার নিয়েছিলাম। সময়মতো পরিশোধ করতে না পারায় সে আমার বাড়িতে হালখাতার চিঠি দেয়। প্রথমে আমি অবাক হয়েছিলাম। হালখাতার তারিখ অনুযায়ী আজ এখানে হালখাতা করলাম। বিরিয়ানি খেয়ে ধারের টাকা পরিশোধ করেছি।’

একই প্রতিষ্ঠানের শিক্ষক আনোয়ারুল হক জানান, আউয়াল মাস্টারের মন অনেক বড়। তিনি বন্ধু বান্ধবদের টাকা ধার দিয়ে আনন্দ পান। সেই টাকা তোলার জন্য আজ হালখাতার আয়োজন করেছেন। বিষয়টি নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নেয়া দরকার। কারণ, ধার নিয়ে মানুষ এখন দিতে চায় না। সেটা তোলার জন্য এই ব্যতিক্রমী আয়োজন করায় আব্দুল আউয়ালকে ধন্যবাদ জানাই।

সার্বিক বিষয়ে শিক্ষক মো. আব্দুল আউয়াল জানান, দীর্ঘদিন ধরে ধারের টাকা না পেয়ে গত সপ্তাহে ৩৯ জন বন্ধু-বান্ধবদের কাছে হালখাতার চিঠি পৌঁছে দেন তিনি। অনেকেই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করেছেন। গতকাল (শুক্রবার’) ১৯ জন হালখাতায় শামিল হয়ে টাকা পরিশোধ করেছেন। অনেকে আবার ঢাকায় থাকায় আসতে পারেননি।

তিনি জানান, একদিনের হালখাতার অনুষ্ঠানে সাড়ে তিন লাখের মধ্যে ১ লাখ টাকা তুলতে পেরেছি। আশা করছি, বাকি টাকাও দ্রুত পাবো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেমিফাইনালে খেলা সম্ভাব্য চার দলের একটি হিসেবে ধরা হচ্ছিল নিউজিল্যান্ডকে। তবে ২০২১ সালের আসরের রানার্সআপ দলটি সেমিফাইনাল দূরে থাক

সিরিয়ার গোলান মালভূমির বাফার জোন দখলে নিল ইসরায়েল

অনলাইন ডেস্ক: আসাদ সরকারের পতনের পর সিরিয়ার গোলান মালভূমির অসামরিক বাফার জোন সাময়িকভাবে দখলে নিয়েছে ইসরায়েল। এক ঘোষণায় এ দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ছাত্র আন্দোলনে সমর্থন দেওয়ায় সাদিয়া আয়মানকে নিয়ে আপত্তিকর মন্তব্য

ঠিকানা টিভি ডট প্রেস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, আওয়ামী লীগ সমর্থক কয়েকজন শিল্পী একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে মিলিত হয়ে আন্দোলনকারীদের বিরোধিতা করেছিলেন। এই গ্রুপে অভিনেত্রী

সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে: নানক

ঠিকানা টিভি ডট প্রেস: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘রাজনৈতিকভাবে প্ররোচিত সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বিরুদ্ধে কেউ কথা

গ্রাহকের উপর হামলার ঘটনায় স্টার কাবাবের ১১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় সালেহ মোহাম্মদ রশীদ অলক নামে এক গ্রাহককে মারধর করার

ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) রাত