তারেক রহমানের সমাবেশে প্রবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সে প্রবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ আগস্ট) বিকালে শহরের দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

জানা গেছে, এদিন বিকালে শহরের দেওয়ানপাড়া এলাকায় সৈয়দ আলী মণ্ডল (স্টার) কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জেলা বিএনপির সীমিতসংখ্যক নেতাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্স শুরুর আগে থেকেই সেখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন।

ভিডিও কনফারেন্স শুরুর কিছুক্ষণ আগে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি নিলুফার চৌধুরী মনির নেতৃত্বে নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারে প্রবেশ করতে গেলে আসন না থাকায় তাকে বাধা দেওয়া হয়। এ সময় আগে থেকেই বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন সেখানে অবস্থান করছিলেন। নিলুফার চৌধুরী মনি তার নেতাকর্মীদের নিয়ে জোরপূর্বক প্রবেশ করতে গেলে হট্টগোল সৃষ্টি হয়।

একপর্যায়ে কমিউনিটি সেন্টারের বাইরে দেওয়ানপাড়া মোড় ও ফৌজদারি মোড় এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের কর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির কর্মী-সমর্থকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় কমিউনিটি সেন্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ব্যক্তিগত গাড়ি, ফৌজদারি মোড়ে থাকা পাঁচটি মোটরসাইকেলে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে শাকিল লস্কর (৪০), সাগর (২৪), রাশেদুজ্জামান (৪২), শাহেদ মির্জা (৪২), আমজাদ (৩৬) ও নুরুল ইসলামকে (৬৬) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সে আয়োজন করা হয়। সেখানে জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সীমিতসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে ভিডিও কনফারেন্স শুরুর ১০ মিনিট আগে জামালপুরের একজন কেন্দ্রীয় নেত্রী ও অপর কেন্দ্রীয় নেতা যারা ঢাকায় অবস্থান করেন, তারা ৩০ থেকে ৪০ জনের একটি গ্রুপ নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করেন। সুনির্দিষ্ট গণ্ডির মধ্যে এই অনুষ্ঠান, তাই সবার প্রবেশের সুযোগ নেই জানিয়ে তাদের অনুরোধ করা হয়। কিন্তু তারা অনুরোধ না শুনে বিশৃঙ্খলা করে কমিউনিটি সেন্টার ও কিছু গাড়ি ভাঙচুর করে।’

এ প্রসঙ্গে নিলুফার চৌধুরী মনি বলেন,জেলা বিএনপি যদি সুষ্ঠুভাবে ক্রাইটেরিয়া করতো, তাহলে আমাদের ছেলেরা যেতে পারতো। তারা অন্যায়ভাবে, অগণতান্ত্রিক উপায়ে ক্রাইটেরিয়া করেছে। এতে যারা ত্যাগী, গত ১৭ বছর জেল-জুলুম সহ্য করেছে, তারা যেতে পারেননি।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হওয়ায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো পক্ষ থেকেই অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চৌহালী যুব অধিকার পরিষদের কমিটি গঠন, সভাপতি হাসান খান তীব্র ও সম্পাদক মো: শাহজালাল রহমান

চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি: যুব অধিকার পরিষদের সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নতুন কমিটি গঠিত হয়েছে। ৩৭ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন মো: হাসান খান তীব্র ও সাধারণ

সিরাজগঞ্জে বন্যায় ৮ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনার অভ্যন্তরীণ চরাঞ্চলে বন্যায় প্রায় এক লাখেরও বেশি মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। এতে কষ্টে দিন কাটছে লাখো পরিবার। একদিকে বন্যার পানি

নিজের ইচ্ছেমত ব্যাংক চালাতেন ব্যাবস্থাপক, গ্রাহকদের হিসাবে নয় ছয়

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: ব্যাংকিং নিয়মে নয় নিজের বানানো নিয়মে ব্যাংক চালাতেন সিরাজগঞ্জের বেলকুচির জনতা ব্যাংকের তামাই শাখার ব্যবস্থাপক আল আমিন। নিজের ইচ্ছেমতো গ্রাহকের হিসাব

কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন

সুইডেনে পবিত্র আল কোরআন পোড়ানোর ঘটনায় আগামী শুক্রবার (৭ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (২ জুলাই)

বিয়ে করলেন জোড়া লাগা ২ বোন, স্বামী একজনই

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে করেছেন আমেরিকার বিখ্যাত জোড়া লাগা দুই বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল। তবে তাদের স্বামী একজনই। এমন খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক

৬০ ডিগ্রী তাপমাত্রা সহ্য করেও নির্বাচনী মাঠে টিকে থাকতে চান নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি :ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকল রাজনৈতিক উত্তাপ সহ্য করে ভোটের মাঠে টিকে থাকতে চান চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের নেতাকর্মীরা। ২২