
লুৎফর রহমান তাড়াশ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াশ পৌর শাখার ৯ নং ওয়ার্ডের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
গতকাল রঘুনিলী মঙ্গলবাড়িয়া কলেজ মাঠে ৯ নং ওয়ার্ডের বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সর্বসম্মতিক্রমে মোঃ ওমর ফারুককে সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বচিত করেন।
কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি’র প্রবীণ নেতা মোহাম্মদ আলী।
প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহব্বায়ক তপন কুমার গোস্বামী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারিক খোন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, হাফিজুর রহমান, বিএনপি নেতা শরিফুল ইসলাম জাহাঙ্গীর আলম, রমজান আলী,আলমগীর হোসেন ,আকতার হোসেন,
আজিজুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।