
লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ২ রা (নভেম্বর)শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালী শেষে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় কর্মকর্তা মোহাম্মাদ আব্দুস সালাম জাকারিয়ার সভাপতিত্বে ও সমবায়ী মোঃ সোলায়মান হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সুইচিং মং মারমা ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ খালিদ হাসান, তাড়াশ থানার ওসি মোঃ আসলাম হোসেন, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, পল্লী বিদ্যুতের ডিজিএম নিরাপদ দাস , রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ আব্দুল বারী খন্দকার।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কালব সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, দেশীগ্রাম আশার আলো সমবায় সমিতির সভাপতি শহিদুল ইসলাম,ক্ষুদ্র মাধাইনগর সূর্যের আলো সমবায় সমিতির সভাপতি প্রতিমা রানী প্রমুখ