‘তবুও এমপি হওয়ার স্বপ্ন তাদের’

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন কিন্তু মনোনয়ন পাওয়ার পর তারা নির্বাচনে পরাজিত হয়েছেন। তারপরও এমপি হওয়ার স্বপ্ন তাদের ধূসর হয়ে যায়নি। বরং এখনও তারা এমপি হওয়ার জন্য নানা রকম চেষ্টা তদবির করেছেন। আবার অনেকে আছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি, তারাও এখনও আশায় বুক বেঁধে আছেন। এরকম আওয়ামী লীগের নারীর নেতার সংখ্যা কম নয়।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। এই অধিবেশনেই সংরক্ষিত ৫০টি আসনের নির্বাচন হবে। যেখানে আওয়ামী লীগ ৪৮ জন নারী সংসদ সদস্য মনোনয়ন করবেন। আর জাতীয় পার্টি করবে ২টি। এই ৪৮ জন সংসদ সদস্য হওয়ার দৌড়ে নানা শ্রেণি পেশার ব্যক্তি আছেন, আছেন রাজনীতিবিদরাও। তবে এই দৌড়ে যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি বিস্ময় দেখা দিয়েছে তারা হলেন সরাসরি নির্বাচনে পরাজিতরা যখন প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছেন। এরকম কয়েকজন প্রার্থীর দৌড়ঝাঁপ এখন চোখে পড়ার মতো। এদের মধ্যে রয়েছেন মেহের আফরোজ চুমকি। মেহের আফরোজ চুমকি এক সময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার তিনি সরাসরি ভোটে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের কাছে। এবার তিনি সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য চেষ্টা করছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

সানজিদা খানম ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তাকে প্রার্থী রাখতে জাতীয় পার্টির এমপিকেও ছাড় দেননি। সেখানে জাতীয় পার্টির প্রভাবশালী নেতা বাবলার জন্য আসন ছেড়ে না দেওয়ার নীতিতে শেষপর্যন্ত আওয়ামী লীগ অটল থেকে ছিল। কিন্তু তাতে সানজিদা খানমের লাভ হয়নি। তিনি স্বতন্ত্র প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ড. আওলাল হোসেনের কাছে পরাজিত হয়েছেন। তার এই পরাজয়ের প্রেক্ষিতে এখন সানজিদা খানম সংরক্ষিত কোটায় এমপি হওয়ার জন্য চেষ্টা করছেন।

একই অবস্থা মানিকগঞ্জের মমতাজের বেলায়। মানিকগঞ্জের মমতাজ তিনবার এমপি হলেও এবার তিনি পরাজিত হয়েছেন। পরাজিত পরাজয়ের পর সংরক্ষিত কোটায় এমপি হওয়ার যায় কি না সে নিয়ে চেষ্টা করছেন।’

গতবার মনোনয়ন পেলেও এবার মনোনয়ন পাননি আওয়ামী লীগের মুন্নুজান সুফিয়ান। খুলনার আসন থেকে মনোনয়ন না পাওয়ার প্রেক্ষিতে তিনি এবার সংরক্ষিত কোটায় এমপি হওয়ার জন্য তার চেষ্টা অব্যাহত রেখেছেন।

মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধার একটি আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন বটে কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টির সাথে আসন সমঝোতার কারণে তার আসনটি ছেড়ে দিতে হয়। গিনিও এবার সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য চেষ্টা করছেন। এরকম বেশ কয়েকজন নারী রাজনীতিবিদ আছেন যারা নির্বাচনে হয় পরাজিত হয়েছেন, একাধিকবার এমপি হয়েছেন অথবা নির্বাচনে মনোনয়ন পাননি তারাও সংরক্ষিত এমপি হওয়ার দৌড়ে নিজেদের নাম লিখিয়েছেন। দেখার বিষয় শেষ পর্যন্ত তারা মনোনয়ন পান কিনা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতিসংঘের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বিএনপি: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী

উন্নয়ন কাজের গতি বৃদ্ধিতে সিরাজগঞ্জের সুশীল সমাজ নিয়ে মতবিনিময় করলেন বরেন্দ্র কন্সট্রাশন

নজরুল ইসলাম: জমি অধিগ্রহন, দখল, চাঁদা দাবী, মালামাল সরবরাহ, রাজনৈতিক প্রভাব, আবহাওয়া প্রতিকূলতাসহ নানা প্রতিবন্ধকতায় আটকে ছিল সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া আরএইচডি থেকে কান্দাপাড়া হাট

শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবিতে মুসল্লিদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারের বাটার মোড়ে শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর পৌর এলাকা সহ ১৩টি ইউনিয়নের শতাধিক মসজিদের মুসল্লি, মাদ্রাসার শিক্ষক

বিশ্বের যে দেশগুলোতে নিষিদ্ধ ‘ইসকন’

ঠিকানা টিভি ডট প্রেস: ৫৮ বছর আগে যাত্রা শুরু করে ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস)। বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ। সংগঠনটি তাদের কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মোদির বিরুদ্ধে 

আন্তর্জাতিক ডেস্ক: তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাকেত গোখলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। সোমবার তৃণমূল কংগ্রেস নেতা নির্বাচন কমিশনে এই

পরিত্যক্ত সবজি থেকে পলিথিন তৈরি করলো ক্ষুদে বিজ্ঞানী

ঠিকানা টিভি ডট প্রেস: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানী সাজ্জাদুল ইসলাম কলা গাছের তন্তুকে বিশেষায়িত করে প্লাস্টিক, কার্বন ও