
কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর ২২লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাবুল ইসলাম(৪৬)নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে রোববার দুপুর সাড়ে বারোটায় দক্ষিন কেরানীগঞ্জ থানার মুজাহিদ নগর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানীর একাউন্টস ম্যানেজার তৌহিদুল ইসলাম জানান, চুনকটিয়া পাকাপুল এলাকায় কোম্পানীর এজেন্ট অফিস থেকে ২২লক্ষ টাকা নিয়ে ওই কোম্পানীর নিজস্ব একটি অটোযোগে রাজেন্দ্রপুর ন্যাশনাল ব্যাংকে জমা দেয়ার জন্য যাচ্ছিল। তাদের অটোগাড়িটি মুজাহিদ নগর এলাকা বরাবর ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে পৌছালে এসময় পুলিশ লেখা একটি সাদা হাইস গাড়িযোগে ১১জনের একদল ছিনতাইকারী তাদের অটোর গতিরোধ করে এবং পিস্তল ঠেকিয়ে অটোর লকারে রাখা ২২লক্ষ টাকা তালা ভেঙে নিয়ে নেন। পরে চোখ ও হাত বেধে ঝিলমিল এলাকায় নিয়ে তাকে ছেড়ে দেয়। তিনি সাথে সাথে তার অফিসের অন্যান্য লোকজনকে জানালে তারা আব্দুল্লাহপুর টোলঘর এলাকায় ছিনতাইকারীদের গাড়ির গতিরোধ করে বাবুল ইসলাম নামে একজনকে আটক করে। এসময় উত্তেজিত জনগন তাকে বেদম প্রহার করে থানা পুলিশে সোপর্দ করে। আটককৃত ছিনতাইকারী একজন পেশাদার। তার বাবার নাম আব্দুল লতিফ খান। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার গুয়াবাড়িয়া এলাকায়। এ বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ বলেন, ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকীদের আমরা দ্রুত গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।