টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বাঁশখালীর পূর্বাঞ্চল প্লাবিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টানাবৃষ্টিতে পূর্বাঞ্চলীয় এলাকার ৮০ শতাংশ কৃষিজ জমি ডুবে যায়। এ টানা বর্ষণে পাহাড়ী ঢলের পানিতে নির্জ্জিত হয় বেশকয়েকটি এলাকা। উপজেলার সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, জলদী, শীলকূপ, চাম্বল, পুঁইছড়ি এলাকায় পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ছাড়াও তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল। এতে চরম দূর্ভোগে পড়ছে এলাকার লোকজন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাছের ঘের, পুকুর ও রস্তাঘাট ডুবে যায়। জলাবদ্ধতার কবলে পড়ে অনেক এলাকায় পানিবন্দি হওয়ার খবর পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টির ফলে উপজেলার সাধনপুর, কালীপুরের গুনাগরি পয়েন্ট ও বৈলছড়ি বাজারের উত্তর পাশে বাঁশখালী প্রধানসড়ক টপকে গিয়ে পাহাড়ী ঢলের পানি প্রবাহিত হয়। এতে হাজারো পরিবার পানিবন্ধি হয়ে পড়ে। অনেকের বসতঘরে পানি ডুকে যায়। তলিয়ে যায় পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রামের চলাচলের সড়কগুলো। পাশাপাশি মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানেও পানি ডুকে প্রয়োজনীয় আসবাবপত্র ভিজে নষ্ট হয়ে পড়ে। পূর্বাঞ্চলের অধিকাংশ মাছের প্রজেক্ট ও পুকুর ডুবে গিয়ে পানির সাথে বিলীন হয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। পাহাড়ী ঢলের পানি আটকে যাওয়ার ফলে এমন বির্পযয়ের ঘটনা ঘটেছে বলে জানান এলাকার লোকজন। এ পাহাড়ী ঢলে পূর্বাঞ্চলে পানির উচ্চতা ৪/৫ ফুট ছাড়িয়েছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে কথা বললে খোরশেদ আলম নামে একজন জানান, ‘রাতভর টানা বর্ষণের ফলে পাহাড়ী ঢলের পানি বাঁশখালী প্রধান সড়কের সাধনপুর ও কালীপুরে টপকে যায়।’ কালীপুরস্থ মাওলানা নাছির উদ্দিন জানান, ‘টানাবর্ষণে আমাদের কালীপুর-বৈলছড়ি আজিজিয়া জামেয়া মিল্লিয়া কাছেমুল উলুম মাদরাসার পুকুর ডুবে যায়, মাদরাসার শ্রেণিকক্ষে পানি ডুকে শিক্ষার্থীদের বইপত্র ও প্রয়োজনীয় আসবাবপত্র ভিজে নষ্ট হয়। শুক্রবার মাদরাসা বন্ধ থাকার কারনে শিক্ষার্থী না থাকায় এ ক্ষতিটা একটু বেশী হয়েছে। তবে, বিগত সময়ে ৬/৭ দিনের টানা বৃষ্টিতেও এরকম বন্যা দেখিনি আমরা।’ বৈলছড়ি ইউপির সাবেক মেম্বার মো. জামাল উদ্দিন বলেন, ‘পাহাড়ী ঢলের পানিতে বৈলছড়ি উত্তর পাড়া ৩ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চলের দুইশতাধিক পরিবার পানিবন্ধি হয়ে পড়ে। পানির উচ্চতা এতো বেশী ছিল যে বাঁশখালী প্রধানসড়ক টপকে গিয়ে পাহাড়ি পানি প্রবাহিত হয়। বিশেষ করে পাহাড়ী ছড়াগুলো কিছু প্রভাবশালী মহল দখল করে সংকুচিত করায় পানির স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। যার দরুণ প্রায় বর্ষায় এ করুণ দশায় পড়তে হয় আমাদের।’

আব্দুল মান্নান নামে একজন বলেন, ‘আজ সকালে জলদী মিয়ার বাজারে (কাঁচাবাজার) বাজার করতে আসলে দেখি পুরো কাঁচাবাজার পানির তলে। অভ্যন্তরিণ সড়কটিও পানিতে ডুবে যায়।’ রেজাউল করিম সাওদাগর নামে একজন বলেন, ‘টানা বর্ষণে পাহাড়ী ঢলের পানি চলাচল ব্যাহত হওয়ায় শীলকূপ টাইমবাজারের পূর্ব পাশে বড়ুয়া পাড়া সড়কটি পানিতে তলিয়ে যায়। প্রায় দোকানে পানি ডুকে। এভাবে বাাঁশখালীর পূর্বাঞ্চলের চাম্বল, পুঁইছড়িসহ বিভিন্ন এলাকায় কৃষিজ জমি, মৎস্যপ্রজেক্ট, পুকুর ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।’

বাঁশখালী উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আবু সালেক জানান, ‘গতরাত থেকে সকাল অবধি টানা বর্ষণের ফলে পাহাড়ী ঢলের পানিতে ৮০ শতাংশ কৃষিজ জমি পানির নীচে তলিয়ে যায়। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যাবে দু’একদিন পরে। পাহাড়ী ছড়াগুলো অবমুক্ত থাকলে এ ক্ষয়ক্ষতি হতো না বলে জানান তিনি।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তিনি তো বলে যেতে পারতেন

ঠিকানা টিভি ডট প্রেস: ফুলবাড়ীয়ার ফিনিক্স রোড। পুলিশ হেডকোয়ার্টার। শীর্ষ কর্মকর্তারা উদ্বিগ্ন, ঘামছেন। বিশেষ টেলিফোনের পাশেই বসে আছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ৫ই আগস্ট

ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের জাবালিয়া শরণার্থী ক্যাম্পের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে নারী ও শিশুও রয়েছেন। নিহতরা জাবালিয়ার আল-ফালুজা নামক একটি এলাকায়

সুদান : কুকুর লাশ খাচ্ছে, এই দৃশ্যের চেয়ে বাড়ির ভেতর কবর ভালো

সুদানে সামরিক ও আধা-সামরিক বাহিনীর সংঘাত থামছেই না। দেশটির রাজধানী খার্তুমের দখল নিয়ে চলা লড়াইয়ের কারণে শহরের বাসিন্দারা এমন এক সমস্যার মধ্যে পড়েছেন যা তারা

এবার ত্রিপুরার হাসপাতালও চিকিৎসা দেবে না বাংলাদেশিদের

অনলাইন ডেস্ক: শুক্রবার বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে কলকাতার জে এন রায় হাসপাতাল। এবার ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতালও এ সিদ্ধান্ত নিল। বাংলাদেশে ভারতের

ভূঞাপুরে মামলার বাদীকে থানা থেকে তাড়িয়ে দিলেন এসআই সুমন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে একটি হতদরিদ্র পরিবারের টিউবওয়েলের পানি জমিতে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে অনধিকার প্রবেশ করে মারপিট ও গ্রাম্য সালিশে হামলা

বেলকুচিতে ২ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর গ্রামের হাজী মর্ত্তুজা খাঁনের বড় ছেলে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো প্রবাসী হাজী মুস্তাফিজুর রহমান খাঁনের উদ্যোগে ও তার