আপনার জানার ও বিনোদনের ঠিকানা

জুড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারে ৫ জনের মৃত্যু 

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারে ৫ জন মারা গেছেন। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে উপজেলার পূর্ব গোয়ালবাড়ী গ্রামের মখলিছ মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বাকপ্রতিবন্ধি ফয়জুর রহমান (৫২), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৬), সাদিয়া বেগম (১৩) ও ছেলে সায়েম মিয়া (৮)। এঘটনায় সোনিয়া আক্তার নামে ৭ বছরের একটি মেয়ে বেঁচে আছে। চিকিৎসার জন্য স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম বলেন, রাত ৩টার দিকে ঝড়ের সময় তাদের ঘর থেকে তিনশ হাত দূরে বজ্রপাত পড়ে। বজ্রপাতের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। সেহরি খাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে ভোর ৫টার দিকে বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে তাদের ঘরে আগুন লেগে যায়। এসময় বাকপ্রতিবন্ধী ফয়জুর রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে বের হওয়ার জন্য দরজা খুলতে যান। দরজাতে বিদ্যুৎ থাকায় একে এক পাঁচজনই মারা যান।

ইউপি সদস্য বলেন, বজ্রপাতের সঙ্গে সঙ্গে তাদের ঘরের উপরে থাকা পল্লী বিদ্যুতের লাইন ছিড়ে টিনে পড়ে। টিনের ঘর হওয়ায় পুরো ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করেন। বিকাল ৪টার দিকে জানাযা শেষে তাদের দাফন করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘নিষেধাজ্ঞার মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রস্তাব অনুমোদিত’

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন আগে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। এরমধ্যে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে

‘তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের’

ঠিকানা টিভি ডট প্রেস: কথায় আছে,‘কপালের লিখন যায় না খণ্ডন’ ঠিক যেন তাই ঘটলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টি টোয়েন্টি

এক দিন পরেই চিনির বর্ধিত দাম প্রত্যাহার’

ঠিকানা টিভি ডট প্রেস: চিনির দাম কেজিপ্রতি ৩০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সমালোচনার মুখে গতকাল বুধবার (৬

‘তুরস্কের উপকূলে নৌকাডুবি, ৭ শিশুসহ নিহত’ ২২

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের এজিয়ান সাগরের গোকসিয়াদা দ্বীপের কাছে এক নৌকাডুবিতে ৭ শিশুসহ ২২ অভিবাসী নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত

‘অভিমান কাটেনি ১৪ দলের, উদ্যোগ নেই আওয়ামী লীগের’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের পর থেকেই অভিমান করে আছে ১৪ দলের নেতারা। ১৪ দলের নেতাদের এই অভিমান ভাঙানোর কোনো উদ্যোগ এখন পর্যন্ত আওয়ামী লীগ গ্রহণ করেনি।

শীত থাকবে আরও কয়েকদিন’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এর সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ যুক্ত হয়ে শীতকে আরও তীব্রতর করে তুলেছে।