‘জটিল হচ্ছে ড. ইউনূস ইস্যু’

নিজস্ব প্রতিবেদক: ক্রমশ জটিল হচ্ছে ড. ইউনূস ইস্যু। একদিকে আইনগতভাবে তার মামলাগুলো মোকাবিলা করতে চাইছেন ড. ইউনূস। অন্যদিকে এটি নিয়ে তিনি আন্তর্জাতিক একটি ইস্যুতে পরিণত করতে চাইছেন। ইতোমধ্যে সিএনএন, আলজাজিরা সহ একাধিক প্রভাবশালী গণমাধ্যমে ড. ইউনূসের বিষয়টি এসেছে। আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে ইউনূস দেন দরবার শুরু করেছেন এবং সরকারকে চাপে ফেলতে আন্তর্জাতিক প্রভাব কাজে লাগানোর চেষ্টা করছেন। এর ফলে ক্রমশ জটিল হয়ে উঠেছে ড. ইউনূসের ইস্যু’।

ড. ইউনূসকে কেন্দ্র করে চারটি ইস্যু এখন চলমান রয়েছে। প্রথমত, ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা এবং দণ্ড। ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে শ্রমিকদের করে একটা মামলা হয়েছে, যে মামলায় ইউনূস দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় তিনি জামিন নিয়েছেন বটে তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে ইউনূসের পরিণতি সম্পর্কে। এটিকে ড. ইউনূস রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে। এখানে তার কোন দোষ নেই বলেও তিনি দাবি করছেন। যদিও এই মামলাটির সঙ্গে সরকারের কোন সম্পর্ক নেই৷ এই মামলাটি করেছে শ্রমিকরা। তবে ড. ইউনূস মনে করছেন যে, শ্রমিকদেরকে এই মামলা করার পিছনে মদদ দিচ্ছে সরকার। এই মামলাকে ড. ইউনূস আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করতে চাইছেন।

ড. বিরুদ্ধে দ্বিতীয় ইস্যু হলো অর্থপাচার মামলা। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন অর্থপাচার মামলার তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করেছে এবং আদালত সেই চার্জশিট গ্রহণ করেছে। আজ ড. ইউনূস নিম্ন আদালতে হাজির হয়ে এই মামলা থেকে জামিন নিয়েছেন। এই মামলাটিও একটি স্পর্শকাতর মামলা এবং এখানেও ড. ইউনূস ফেঁসে যেতে পারেন বলে নিরপেক্ষ আইন বিশ্লেষকরা মনে করছেন। ড. ইউনূস অন্যান্য অভিযোগের মতোই এই অভিযোগকেও অস্বীকার করেছেন এবং এটিও তার বিরুদ্ধে সরকারের এক ধরনের চাপ বলে তিনি মন্তব্য করেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে সরকারের কিছু করণীয় নেই। এই মামলাটি নিয়েও ড. ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে জলঘোলা করছেন।

ড. ইউনূসের জন্য তৃতীয় ইস্যু হল গ্রামীণ কল্যাণ। গ্রামীণ কল্যাণ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান। এটি নিয়ে দুই পক্ষের মধ্যে এখন চলছে টাগ অব ওয়ার। যদিও গ্রামীণ ব্যাংক গ্রামীণ কল্যাণ নিয়ন্ত্রণ নেওয়ার পর আবার সেটি ইউনূসকে ছেড়ে দিয়েছে। তবে গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, তারা এ নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন। আইনজ্ঞরা এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে। এটি যদি হয় তাহলে ড. ইউনূসের জন্য এটি হবে সবচেয়ে বড় আঘাত। ইউনূস এখন এই পরিস্থিতি থেকে বাচাঁর জন্য তার আন্তর্জাতিক প্রভাব খাটানোর চেষ্টা করছেন। ইতোমধ্যে ড. ইউনূসের পক্ষে একাধিক বিশিষ্ট বিশ্ব নাগরিকগণ বিবৃতি দিয়েছেন। এখন ড. ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে বিপুল পরিমাণ অর্থ খরচ করছেন সরকারের বিরুদ্ধে। সরকারকে চাপে ফেলার জন্য ড. ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পারেন এমন খবরও শোনা যাচ্ছে। এখন ড. ইউনূস বনাম সরকারের বিরোধ ক্রমশ জটিল আকার ধারণ করেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সং’ঘ’র্ষ; নি’হ’ত চার

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে ‘পাহাড়ি-বাঙালি’ সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার জেরে সহিংসতা ছড়িয়ে পড়েছে আরেক পার্বত্য শহর রাঙামাটিতেও। সেখানে সংঘর্ষে মারা গেছেন একজন, আহত হয়েছেন অন্তত ৫০

চলছে এক দফা আন্দোলন, সারাদেশে নিহত ২৮

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন। রবিবার (৪ আগস্ট) এ কর্মসূচির সমর্থনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন

ধারের টাকা তুলতে হালখাতার আয়োজন শিক্ষকের’

ঠিকানা টিভি.প্রেস: বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে হালখাতা। ব্যবসার বাকি টাকা তুলতে হালখাতা আয়োজনের প্রথা বহু পুরোনো। তবে এবার ধার দিয়ে সময়মতো টাকা তুলতে না পেরে

সিরাজগঞ্জ জেলা সিএনজি মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন সম্পাদক রুবেল 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা অটোটেম্পু হিউম্যান হলার মালিক গ্রুপের শীর্ষ দুটি পদ হস্তান্তর করা হয়েছে। এতে ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন চৌধুরী পলাশ

মোটা অংকের টাকার বিনিময় আওয়ামীলীগ নেতাদের পক্ষে দাঁড়াচ্ছেন বিএনপি’র আইনজীবী!

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘ স্বীকৃত খুনি, লুটেরা শেখ হাসিনা এবং তার দোসরদের পক্ষে দাঁড়াচ্ছেন বিএনপি ঘরানার আইনজীবীরা। ‘পেশাদারিত্ব’র দোহাই দিয়ে ঘৃণ্য অপরাধীদের হয়ে আইনি

ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের তাঁত পল্লীতে ব্যস্ততা, শ্রমিক সংকট ও কাঁচামালের দাম বৃদ্ধিতে বিপাকে কারখানা মালিকেরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের দক্ষিণাঞ্চলের তাঁতপল্লি গুলোতে। বিভিন্ন নকশার শাড়ি-লুঙ্গি তৈরি করছেন তাঁত শ্রমিকেরা। তবে বিগত বছরের তুলনায় এবার শ্রমিক