‘জটিল হচ্ছে ড. ইউনূস ইস্যু’

নিজস্ব প্রতিবেদক: ক্রমশ জটিল হচ্ছে ড. ইউনূস ইস্যু। একদিকে আইনগতভাবে তার মামলাগুলো মোকাবিলা করতে চাইছেন ড. ইউনূস। অন্যদিকে এটি নিয়ে তিনি আন্তর্জাতিক একটি ইস্যুতে পরিণত করতে চাইছেন। ইতোমধ্যে সিএনএন, আলজাজিরা সহ একাধিক প্রভাবশালী গণমাধ্যমে ড. ইউনূসের বিষয়টি এসেছে। আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে ইউনূস দেন দরবার শুরু করেছেন এবং সরকারকে চাপে ফেলতে আন্তর্জাতিক প্রভাব কাজে লাগানোর চেষ্টা করছেন। এর ফলে ক্রমশ জটিল হয়ে উঠেছে ড. ইউনূসের ইস্যু’।

ড. ইউনূসকে কেন্দ্র করে চারটি ইস্যু এখন চলমান রয়েছে। প্রথমত, ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা এবং দণ্ড। ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে শ্রমিকদের করে একটা মামলা হয়েছে, যে মামলায় ইউনূস দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় তিনি জামিন নিয়েছেন বটে তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে ইউনূসের পরিণতি সম্পর্কে। এটিকে ড. ইউনূস রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে। এখানে তার কোন দোষ নেই বলেও তিনি দাবি করছেন। যদিও এই মামলাটির সঙ্গে সরকারের কোন সম্পর্ক নেই৷ এই মামলাটি করেছে শ্রমিকরা। তবে ড. ইউনূস মনে করছেন যে, শ্রমিকদেরকে এই মামলা করার পিছনে মদদ দিচ্ছে সরকার। এই মামলাকে ড. ইউনূস আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করতে চাইছেন।

ড. বিরুদ্ধে দ্বিতীয় ইস্যু হলো অর্থপাচার মামলা। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন অর্থপাচার মামলার তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করেছে এবং আদালত সেই চার্জশিট গ্রহণ করেছে। আজ ড. ইউনূস নিম্ন আদালতে হাজির হয়ে এই মামলা থেকে জামিন নিয়েছেন। এই মামলাটিও একটি স্পর্শকাতর মামলা এবং এখানেও ড. ইউনূস ফেঁসে যেতে পারেন বলে নিরপেক্ষ আইন বিশ্লেষকরা মনে করছেন। ড. ইউনূস অন্যান্য অভিযোগের মতোই এই অভিযোগকেও অস্বীকার করেছেন এবং এটিও তার বিরুদ্ধে সরকারের এক ধরনের চাপ বলে তিনি মন্তব্য করেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে সরকারের কিছু করণীয় নেই। এই মামলাটি নিয়েও ড. ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে জলঘোলা করছেন।

ড. ইউনূসের জন্য তৃতীয় ইস্যু হল গ্রামীণ কল্যাণ। গ্রামীণ কল্যাণ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান। এটি নিয়ে দুই পক্ষের মধ্যে এখন চলছে টাগ অব ওয়ার। যদিও গ্রামীণ ব্যাংক গ্রামীণ কল্যাণ নিয়ন্ত্রণ নেওয়ার পর আবার সেটি ইউনূসকে ছেড়ে দিয়েছে। তবে গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, তারা এ নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন। আইনজ্ঞরা এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে। এটি যদি হয় তাহলে ড. ইউনূসের জন্য এটি হবে সবচেয়ে বড় আঘাত। ইউনূস এখন এই পরিস্থিতি থেকে বাচাঁর জন্য তার আন্তর্জাতিক প্রভাব খাটানোর চেষ্টা করছেন। ইতোমধ্যে ড. ইউনূসের পক্ষে একাধিক বিশিষ্ট বিশ্ব নাগরিকগণ বিবৃতি দিয়েছেন। এখন ড. ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে বিপুল পরিমাণ অর্থ খরচ করছেন সরকারের বিরুদ্ধে। সরকারকে চাপে ফেলার জন্য ড. ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পারেন এমন খবরও শোনা যাচ্ছে। এখন ড. ইউনূস বনাম সরকারের বিরোধ ক্রমশ জটিল আকার ধারণ করেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত আলিফের বাবা বাদী হয়ে মামলাটি করেন। মামলায়

ঈদের ছুটি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু

সিরাজগঞ্জে প্রতিনিধি: ঈদ-উল-আযহার ছুটি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। দিনের শুরুতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম সকল কর্মকর্তা-কর্মচারীকে শুভেচ্ছা

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আগামী

শেখ হাসিনার বিচার যেভাবে করা হবে ,যা জানালো সারজিস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মত বক্তব্য

পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগের ৩ নেতাকর্মী, পার পেলেন ক্ষমা চেয়ে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন শাখা ছাত্রলীগের ৩ নেতাকর্মী। তাদের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন, জুলুম এবং বিভিন্ন

সিরাজগঞ্জ যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে-সিরাজগঞ্জ সদর উপজেলার সদর অংশে যমুনা নদীতে এক সাড়াশি অভিযান চালিয়ে অবৈধ ১৩৮ টি চায়না জাল জব্দ