‘জটিল হচ্ছে ড. ইউনূস ইস্যু’

নিজস্ব প্রতিবেদক: ক্রমশ জটিল হচ্ছে ড. ইউনূস ইস্যু। একদিকে আইনগতভাবে তার মামলাগুলো মোকাবিলা করতে চাইছেন ড. ইউনূস। অন্যদিকে এটি নিয়ে তিনি আন্তর্জাতিক একটি ইস্যুতে পরিণত করতে চাইছেন। ইতোমধ্যে সিএনএন, আলজাজিরা সহ একাধিক প্রভাবশালী গণমাধ্যমে ড. ইউনূসের বিষয়টি এসেছে। আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে ইউনূস দেন দরবার শুরু করেছেন এবং সরকারকে চাপে ফেলতে আন্তর্জাতিক প্রভাব কাজে লাগানোর চেষ্টা করছেন। এর ফলে ক্রমশ জটিল হয়ে উঠেছে ড. ইউনূসের ইস্যু’।

ড. ইউনূসকে কেন্দ্র করে চারটি ইস্যু এখন চলমান রয়েছে। প্রথমত, ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা এবং দণ্ড। ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে শ্রমিকদের করে একটা মামলা হয়েছে, যে মামলায় ইউনূস দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় তিনি জামিন নিয়েছেন বটে তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে ইউনূসের পরিণতি সম্পর্কে। এটিকে ড. ইউনূস রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে। এখানে তার কোন দোষ নেই বলেও তিনি দাবি করছেন। যদিও এই মামলাটির সঙ্গে সরকারের কোন সম্পর্ক নেই৷ এই মামলাটি করেছে শ্রমিকরা। তবে ড. ইউনূস মনে করছেন যে, শ্রমিকদেরকে এই মামলা করার পিছনে মদদ দিচ্ছে সরকার। এই মামলাকে ড. ইউনূস আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করতে চাইছেন।

ড. বিরুদ্ধে দ্বিতীয় ইস্যু হলো অর্থপাচার মামলা। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন অর্থপাচার মামলার তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করেছে এবং আদালত সেই চার্জশিট গ্রহণ করেছে। আজ ড. ইউনূস নিম্ন আদালতে হাজির হয়ে এই মামলা থেকে জামিন নিয়েছেন। এই মামলাটিও একটি স্পর্শকাতর মামলা এবং এখানেও ড. ইউনূস ফেঁসে যেতে পারেন বলে নিরপেক্ষ আইন বিশ্লেষকরা মনে করছেন। ড. ইউনূস অন্যান্য অভিযোগের মতোই এই অভিযোগকেও অস্বীকার করেছেন এবং এটিও তার বিরুদ্ধে সরকারের এক ধরনের চাপ বলে তিনি মন্তব্য করেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে সরকারের কিছু করণীয় নেই। এই মামলাটি নিয়েও ড. ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে জলঘোলা করছেন।

ড. ইউনূসের জন্য তৃতীয় ইস্যু হল গ্রামীণ কল্যাণ। গ্রামীণ কল্যাণ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান। এটি নিয়ে দুই পক্ষের মধ্যে এখন চলছে টাগ অব ওয়ার। যদিও গ্রামীণ ব্যাংক গ্রামীণ কল্যাণ নিয়ন্ত্রণ নেওয়ার পর আবার সেটি ইউনূসকে ছেড়ে দিয়েছে। তবে গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, তারা এ নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন। আইনজ্ঞরা এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে। এটি যদি হয় তাহলে ড. ইউনূসের জন্য এটি হবে সবচেয়ে বড় আঘাত। ইউনূস এখন এই পরিস্থিতি থেকে বাচাঁর জন্য তার আন্তর্জাতিক প্রভাব খাটানোর চেষ্টা করছেন। ইতোমধ্যে ড. ইউনূসের পক্ষে একাধিক বিশিষ্ট বিশ্ব নাগরিকগণ বিবৃতি দিয়েছেন। এখন ড. ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে বিপুল পরিমাণ অর্থ খরচ করছেন সরকারের বিরুদ্ধে। সরকারকে চাপে ফেলার জন্য ড. ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পারেন এমন খবরও শোনা যাচ্ছে। এখন ড. ইউনূস বনাম সরকারের বিরোধ ক্রমশ জটিল আকার ধারণ করেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসছে এক ডজন ব্যবসায়ী, আমলা ও এমপি, সন্দেহের তালিকায় আছেন ৩৫ জন

বিশেষ প্রতিনিধি: এবার মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসছেন এক ডজন বাংলাদেশী ব্যবসায়ী। এরা সবাই স্বানামধন্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ট হিসেবে পরিচিত। এদের মার্কিন ভিসা বাতিল

৮ টুকরো মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের তিন দিন পর কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর চর থেকে মিলন হোসেন (২৭) নামে এক যুবকের ৮ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার

শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বোরো ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ওমর আলী ওরফে ওমর মিস্ত্রি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল 

ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযান এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ)

মন্দিরে আগুন, সন্দেহের জেরে ২ ভাইকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে গণপিটুনিতে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় পুলিশ সদস্যসহ গুরুতর আহত হয়েছেন আরও আটজন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ

ভারতের শাসকগোষ্ঠী দু’দেশের জনগণের মধ্যে সম্প্রীতি চায় না: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারতের শাসক গোষ্ঠী বিভেদের রাজনীতি ও বাংলাদেশ-বিরোধী মিথ্যাচারে লিপ্ত রয়েছে উল্লেখ করে বলেছেন, ভারতের শাসকগোষ্ঠী ও