ছুরিকাঘাতে বাঁশখালীতে যুবক খুন, চার ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে ভিসার টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে মনজুর আলম প্রকাশ বাবুল (৪২) নামের এক যুবক খুন হয়েছে। খুনের চার ঘন্টার মধ্যে এ ঘটনায় অভিযুক্ত মো. সোহেল নামে একজন কে আটক করে বাঁশখালী থানা পুলিশ।

নিহত মনজুর আলম প্রকাশ বাবুল উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া মধুখালী ৩ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমান পাড়া এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আসামীকে ছনুয়া এলাকা থেকে বেলা দুইটার দিকে গ্রেপ্তার করা হয়।

নিহতের ভাই হাফেজ মোহাম্মদ মনছুর আলম বলেন, ‘আমার বড় ভাই মনজুর খুনি মো. সোহেল থেকে তিন বছর আগে সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে একটি ভিসা ক্রয় করেন। তবে ভিসা ক্রয় করার সময় যে চাকরির কথা ছিল বিদেশ গিয়ে তা না দিয়ে এমনিতে বসিয়ে রাখেন।জিজ্ঞেস করলে আজকে দিব কালকে দিব এভাবে অনেক দিন পর্যন্ত বসিয়ে রাখে। একবেলা খেতে দিলেও দুই বেলা খেতে দিতেন না এমনকি বাসার যে ওয়াইফাই লাইন ছিল তাও বিচ্ছিন্ন করে দেয়া হয়। যাতে বাংলাদেশ পরিবারের সাথে যোগাযোগ করতে না পারে।

এভাবে তিন চার মাস অপেক্ষা করার পরও যখন ভিসার কথা মতো চাকরি দিচ্ছে না উপায় না দেখে আমার ভাই বাসার পাশে কিছু লোকজনকে উক্ত বিষয়টি শেয়ার করে। পরে চট্টগ্রাম জেলার রাউজান এলাকার কিছু ভাইদের সহযোগিতায় বাংলাদেশে চলে আসে।

তিনি আরো জানান, দেশে এসে ভিসার টাকার জন্য আদালতে মামলা করেন। মামলা চলাকালীন অবস্থায় স্থানীয় চেয়ারম্যান বিষয়টি সমাধান করতে চেষ্টা করলেও মো. সোহেলের পরিবার এতে রাজি হয়নি।এমতাবস্থায় আজ সকালে ভিসার টাকা ফেরত দেওয়ার কথা বলে তাদের এলাকার ডেকে নিয়ে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ভাইকে ছুরিকাঘাত করে। এ সময় আমার ভাইয়ের চিৎকারে এলাকার লোকজন গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

এরপর তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার ভাইয়ের খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘ছুরিকাহত মনজুরকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মারা যাওয়ার আগে তার সাথে হওয়া ঘটনা পরিবারের সদস্যদের কাছে বলে যান। পরে সেনাবাহিনীর টহল দল অভিযুক্ত মো. সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচির রাজাপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন বনি আমিন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর কলেজের গভর্নিং বডির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন,

‘রাজনীতিতে আলোচিত ভ্রাতৃবিরোধ’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে দুই ভাইয়ের বিরোধ নিয়ে আলোচনা হচ্ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ কোন্দল তার মূল

সুদান : কুকুর লাশ খাচ্ছে, এই দৃশ্যের চেয়ে বাড়ির ভেতর কবর ভালো

সুদানে সামরিক ও আধা-সামরিক বাহিনীর সংঘাত থামছেই না। দেশটির রাজধানী খার্তুমের দখল নিয়ে চলা লড়াইয়ের কারণে শহরের বাসিন্দারা এমন এক সমস্যার মধ্যে পড়েছেন যা তারা

প্রেমিকাকে উদ্দেশ্য করে গান, ইভটিজার ভেবে কুপিয়ে হত্যা’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে ফয়সাল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, প্রেমিকাকে উদ্দেশ্য করে গান গাওয়াই কাল হয় তার। শনিবার (১৬ মার্চ)

‘তাইওয়ানকে ঘিরে চীনের মহড়া’

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সময়ে চীন-তাইওয়ানের মধ্যকার উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় চীনের ৩২টি যুদ্ধবিমান তাইওয়ানকে ঘিরে বড় ধরনের মহড়া চালিয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ’)

লোকসভা নির্বাচন: মোদির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয়

আন্তর্জাতিক ডেস্ক: চলছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। সাত ধাপে টানা দেড় মাস ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৮ টা থেকে শুরু