ঘর নিয়ে বেসামাল আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণ করেছে আওয়ামী লীগ। বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনের তীব্রতা নেই, বিরোধীপক্ষ রীতিমতো নতজানু হয়ে পড়েছে। বিপর্যস্ত পরাজিত হয়েছে। অন্যদিকে গণমাধ্যম বা আওয়ামী লীগের প্রতিপক্ষ শক্তিরাও এখন সরকারের বিরুদ্ধে তেমন কোনো শক্ত অবস্থানে নেই।’

একদিক থেকে টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা দলটিতে স্বস্তি বিরাজ করছে। কিন্তু স্বস্তিতে নেই আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। দলের ভিতরেই তাদের সমস্যা। দল নিয়ে তারা বিপর্যস্ত এবং ঘর সামলাতে বেসামাল অবস্থায় পড়ছেন।

আওয়ামী লীগের সিনিয়র একাধিক নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে, তারা স্বীকার করেছেন যে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এখন সীমাহীন পর্যায়ে পৌঁছে গেছে। এই অভ্যন্তরীণ কোন্দল সমাধান করাটা দলের জন্য চ্যালেঞ্জের এবং কঠিন বিষয়ে পরিণত হয়েছে।’

নির্বাচনের পর থেকে যে অভ্যন্তরীণ কোন্দল দলের মধ্যে তৈরি হয়েছিল, সেই অভ্যন্তরীণ কোন্দল কমেনি বরং বাড়ছে। সামনে উপজেলা নির্বাচনের পরিস্থিতি কী হবে, সেটি নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বেশ চিন্তিত।

এ তো গেল সারাদেশে বিরোধ কোন্দলের কথা। এর পাশাপাশি ছাত্রলীগের বেপরোয়া বাড়াবাড়ি সারাদেশে অস্থিরতা তৈরি করেছে। সাধারণ মানুষ বিরক্ত, বিব্রত এবং বিক্ষুব্ধ হয়ে উঠছে। সাধারণ মানুষ মনে করে, আওয়ামী লীগ যদি ছাত্রলীগকে সামাল দিতে না পারে তাহলে তার জন্য আওয়ামী লীগকে কড়া মাশুল দিতে হবে। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ নামধারীদের দুষ্কর্ম সরকারকে বিব্রত পরিস্থিতিতে ফেলেছে।’

চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতাই বেপরোয়া হয়ে উঠেছেন। তারা মনে করছেন যে, তারা জবাবদিহিতার ঊর্ধ্বে, কেউ তাদের কিছু করতে পারবে না। এই পরিস্থিতির ফলে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় নেতাদের বাড়াবাড়ি, উদ্ধত্য গণমাধ্যমের আলোচনায় এসেছে। সাধারণ মানুষ এসবে বিরক্ত এবং ক্ষুব্ধ হয়ে উঠছে।

তাছাড়া আওয়ামী লীগের কারও কারও দুর্নীতি আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হচ্ছে। বিশেষ করে একজন সাবেক মন্ত্রীর যুক্তরাজ্যে দুই হাজার সাতশ কোটি টাকার সম্পত্তির সংক্রান্ত তথ্য সারাদেশকে স্তব্ধ করে দিয়েছে। আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির যদি এরকম অর্থসাতের ঘটনা যদি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয় সেক্ষেত্রে অন্যরা কী করছেন সেটিও ভেবে দেখার বিষয় বলে মনে করছে বিভিন্ন মহল।’

সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক শূন্যতা। আওয়ামী লীগের সব কিছু নির্ভর করছে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। তিনি ছাড়া অন্য কেউ কিছু জানেন না। কেউ কিছু বোঝেন না। শেখ হাসিনা ছাড়া অন্য কারও কোনও ইমেজও নেই এবং দলের কর্মীরাও এ সমস্ত নেতাদের কথায় কোনো সিদ্ধান্ত নেন না, নেতাদেরকে খুব একটা পাত্তা দেন না।

শেখ হাসিনাকে ঘিরেই সবকিছু আবর্তিত হচ্ছে। তিনি যদি হাল ছেড়ে দেন তাহলে আওয়ামী লীগের কি হবে, এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে এখন নানা জল্পনা-কল্পনা, আলাপ-আলোচনা এবং উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ্য করা যায়। শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতারা যেমন কোনো সিদ্ধান্ত দিতে পারেন না, তেমন কোনো ভালো কাজের নজিরও স্থাপন করতে পারেন না। সব ভালো কাজ করছেন একা শেখ হাসিনা। আর বাকি যারা আছেন, তাদের মধ্যে কেউ কেউ রুটিন দায়িত্ব পালন করছেন আর কেউ কেউ বদনাম কামাচ্ছেন। ফলে দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলটি এখন নিজেদের সংকটে বেশ চাপে আছে। টানা ক্ষমতায় থাকার পরও স্বস্তিতে নেই আওয়ামী লীগ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ,দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে গোসলে নেমে নিখোঁজ আরো দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি), দুপুরে উপজেলার

শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বেধড়ক পেটুনি, মাইক ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের কালীগঞ্জে স্বাধীনতা দিবসে মাইকে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেছে। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কেয়ারটেকার

‘নিজেদের কেন গুটিয়ে নিচ্ছেন বিএনপির এই নেতারা’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির বেশ কিছু নেতা যারা বিভিন্ন সময় বেশ সরব এবং অত্যন্ত কর্মমুখর ছিলেন তারা এখন নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন, বিশেষ করে ৭ই জানুয়ারীর নির্বাচনের

ইসরায়েলি বিমান ঘাঁটি ‘ঝাঁঝরা’ করে দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরমধ্যে অন্যতম ছিল নেভাতিম বিমান ঘাঁটি। সংবাদমাধ্যম সিএনএন হামলার

ফের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।। সোমবার (২২

‘চলতি বছরের ফিতরা কত জানাল ইসলামিক ফাউন্ডেশন’

নিজস্ব প্রতিবেদক: এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ’) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল