আপনার জানার ও বিনোদনের ঠিকানা

গোয়ালন্দে দোকান থেকে ব্যবসায়ীকে ডেকে নিয়ে কুপিয়ে আহত, টাকা ছিনতাই 

মইনুল হক মৃধা,রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ব্যবসায়ীকে (দোকানদার) কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ওই ব্যবসায়ীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগীর পরিবার রাতেই একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভাগলপুর গ্রামে নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে ছোট একটি বাজারে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন স্থানীয় বাসিন্দা সুজন শেখ (২৫)। মঙ্গলবার সন্ধ্যার পর দোকানে বসে কাজ করছিল সুজন। রাত সাড়ে ৭ টার দিকে জরুরি কথা আছে বলে তাঁকে দোকান থেকে ডেকে নেন একই এলাকার মিরাজ মীর মালত (২৪)। দোকান থেকে বের হয়ে প্রায় ১০০ গজ দূরে একটি পুকুর পাড়ের দিকে যেতেই সুজন শেখ দেখতে পান, রাস্তার ওপর কয়েকজন দাঁড়িয়ে আছেন। তাঁদের কাছে পৌঁছামাত্র মিরাজ অতর্কিতভাবে সুজনের ওপর হামলা চালান। পাশে থাকা অন্যরাও লাঠি দিয়ে ও এলোপাথারি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় মিরাজ ধারালো চাইনিজ কুড়াল বের করে আকস্মিকভাবে সুজনের মাথায় কোপ দেন এবং অন্যরা লাঠি দিয়ে মারপিট করতে থাকেন। এতে সুজন রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় তাঁর প্যান্টের পকেটে থাকা প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে সুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। খবর পেয়ে পরিবারের ও স্থানীয় লোকজনের সহযোগিতায় সুজনকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আজ বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সুজন শেখ বলেন, ‘দোকানে ফ্লেক্সিলোড ও বিকাশের ভালো লেনদেন হয়। মিরাজসহ তাঁর সঙ্গীরা এলাকার বখাটে হিসেবে পরিচিত। মূলত আমার টাকা নিতেই মিরাজ তাঁর দলবল নিয়ে মঙ্গলবার রাতে জরুরি কথা আছে বলে কৌশলে ডেকে নেন। আমাকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেন।’

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা নাজনীন নাহার নীরা বলেন, সুজনের মাথায় জখমের স্থানে সাতটি সেলাই দিতে হয়েছে। আপাতত আশঙ্কামুক্ত হলেও তাঁকে বেশ কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

এ ঘটনায় সুজনের আপন চাচা মো. ফজলুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতেই মিরাজ মীর মালতকে প্রধান আসামী এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেন। এ ঘটনার পর থেকে মিরাজ মীর মালত পলাতক রয়েছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর একজন এসআইকে বিষয়টি তদন্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রকে গুলি করা সেই শিক্ষকের পিস্তল অবৈধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফের কাছ

লংকানদের হারিয়ে ওয়ানডে শিরোপা টাইগারদের’

ঠিকানা টিভি ডট প্রেস: লংকানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল টাইগাররা। তবে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে সিরিজের তৃতীয় ম্যাচে সেই শ্রীলংকাকে দাপুটে

‘বিদেশি বন্ধুরা বিএনপিকে ছেড়ে চলে গেছে’’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণও বিএনপির সঙ্গে নেই, বিদেশি বন্ধুরা তাদের ছেড়ে চলে গেছে।

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন

নিজস্ব প্রতিবেদক: কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন। রোববার (২৫ ফেব্রুয়ারি’) রাত ৮টা ৩০ মিনিটের দিকে তিনি

২৮৬ বিয়ে করা জাকিরের বিষয়ে এবার যা জানালেন গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক: ১৪ বছরে প্রতারণার মাধ্যমে ২৮৬ বিয়ে করে আলোচিত জাকির হোসেন বেপারি তার গ্রামে একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। লালমনিরহাটের আদিতমারী উপজেলার জাকির

কারিকুলামে ইসলামী শিক্ষা না থাকলে জান দিয়ে তা প্রতিরোধ করব: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে বাংলাদেশের সিংহভাগ জনগণ নেই। তার প্রমাণ ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনে