গোয়ালন্দে দোকান থেকে ব্যবসায়ীকে ডেকে নিয়ে কুপিয়ে আহত, টাকা ছিনতাই 

মইনুল হক মৃধা,রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ব্যবসায়ীকে (দোকানদার) কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ওই ব্যবসায়ীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগীর পরিবার রাতেই একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভাগলপুর গ্রামে নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে ছোট একটি বাজারে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন স্থানীয় বাসিন্দা সুজন শেখ (২৫)। মঙ্গলবার সন্ধ্যার পর দোকানে বসে কাজ করছিল সুজন। রাত সাড়ে ৭ টার দিকে জরুরি কথা আছে বলে তাঁকে দোকান থেকে ডেকে নেন একই এলাকার মিরাজ মীর মালত (২৪)। দোকান থেকে বের হয়ে প্রায় ১০০ গজ দূরে একটি পুকুর পাড়ের দিকে যেতেই সুজন শেখ দেখতে পান, রাস্তার ওপর কয়েকজন দাঁড়িয়ে আছেন। তাঁদের কাছে পৌঁছামাত্র মিরাজ অতর্কিতভাবে সুজনের ওপর হামলা চালান। পাশে থাকা অন্যরাও লাঠি দিয়ে ও এলোপাথারি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় মিরাজ ধারালো চাইনিজ কুড়াল বের করে আকস্মিকভাবে সুজনের মাথায় কোপ দেন এবং অন্যরা লাঠি দিয়ে মারপিট করতে থাকেন। এতে সুজন রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় তাঁর প্যান্টের পকেটে থাকা প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে সুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। খবর পেয়ে পরিবারের ও স্থানীয় লোকজনের সহযোগিতায় সুজনকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আজ বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সুজন শেখ বলেন, ‘দোকানে ফ্লেক্সিলোড ও বিকাশের ভালো লেনদেন হয়। মিরাজসহ তাঁর সঙ্গীরা এলাকার বখাটে হিসেবে পরিচিত। মূলত আমার টাকা নিতেই মিরাজ তাঁর দলবল নিয়ে মঙ্গলবার রাতে জরুরি কথা আছে বলে কৌশলে ডেকে নেন। আমাকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেন।’

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা নাজনীন নাহার নীরা বলেন, সুজনের মাথায় জখমের স্থানে সাতটি সেলাই দিতে হয়েছে। আপাতত আশঙ্কামুক্ত হলেও তাঁকে বেশ কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

এ ঘটনায় সুজনের আপন চাচা মো. ফজলুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতেই মিরাজ মীর মালতকে প্রধান আসামী এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেন। এ ঘটনার পর থেকে মিরাজ মীর মালত পলাতক রয়েছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর একজন এসআইকে বিষয়টি তদন্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

এবার ফিলিস্তিন ইস্যুতে ভর করে মাঠে নামার চেষ্টায় আ.লীগ

ডেস্ক রিপোর্ট: এবার ফিলিস্তিন ইস্যুর ওপর ভর করে মাঠে নামার চেষ্টা করছে আওয়ামী লীগ। নামসর্বস্ব ‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’-এর ব্যানারে জড়ো হওয়ার চেষ্টা করছেন

ইসরাইলের তৈরি ভারতের ২৫ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের পাঠানো ২৫টি ইসরাইলি হারপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা উদযাপিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গণ থেকে একটি

ভারতীয় রাফায়েল ধ্বংসে সামরিক বিশ্লেষকদের বিস্ময়

অনলাইন ডেস্ক: দিল্লি-ইসলামাবাদ যু্দ্ধে ফ্রান্সের তৈরি ভারতের রাফায়েল ধ্বংস করেছে চীনের তৈরি পাকিস্তানের যুদ্ধবিমান। এ আকাশযুদ্ধ চিন্তায় ফেলেছে বিশ্বের সামরিক বাহিনীগুলোকে। তাই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের

জাহাজ থেকে রক্তাক্ত উদ্ধার ২ জনের মৃত্যু, অন্যজনকে নেওয়া হচ্ছে ঢাকায়

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামে পণ্যবাহী একটি জাহাজ থেকে ৫ জনের গলাকাটা মরদেহ ও রক্তাক্ত অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে।