গাছের পাতা দিয়ে ‘হেল্প’ লিখে প্রাণে বাঁচলেন ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক: গাছের পাতা দিয়ে ‘হেল্প’ বাক্য লিখে সাহায্য চেয়ে প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়ার একটি নির্জন দ্বীপ থেকে উদ্ধার হয়েছেন তিন ব্যক্তি। তাদের উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। খবর বিবিসি’র।

বৃহস্পতিবার (১১ই এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওই তিন ব্যক্তি নৌ ভ্রমণে বের হয়েছিলেন। কিন্তু এরপর তারা নিখোঁজ হয়ে যান। নিখোঁজের ৯দিন পর তাদের উদ্ধার করা হয়।

বিবিসির খবরে আরও বলা হয়, উদ্ধারকৃতরা গুয়াম থেকে ৬৬৮ কিলোমিটার দূরের নির্জন জনমানববিহীন দ্বীপ পিকেলোট আটোলে গিয়েছিলেন। তবে সেখান থেকে আর তারা ফিরে আসছিলেন না।

গত চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো দ্বীপটি থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের ঘটনা ঘটেছে। দ্বীপটি ফেডারেটেড স্ট্যাটস অব মাইক্রোনেশিয়ার অন্তর্ভুক্ত।

কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, যারা নিখোঁজ হয়েছিলেন তাদের সবার বয়স ৪০ বছরের কাছাকাছি এবং তারা সবাই দক্ষ নাবিক ছিলেন। গত স্টার সানডেতে (৩১শে মার্চ’) এই তিনজন নির্জন দ্বীপটির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছানোর পর নির্ধারিত সময়ে আর তার ফিরে আসেননি।

এরপর ওই ব্যক্তিদের এক আত্মীয় বিষয়টি গুয়ামে অবস্থিত মার্কিন কোস্টগার্ডের যৌথ উদ্ধার সাব-স্টেশনে অবহিত করে জানান, তার তিন চাচা নিখোঁজ রয়েছেন। এমন তথ্য পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড’।

প্রথমে উদ্ধারকারীরা খারাপ আবহাওয়ার মধ্যে ৭৮ হাজার নটিক্যাল মাইল এলাকাজুড়ে তাদের খোঁজ শুরু করেন। কিন্তু পরবর্তীতে বিমান থেকে তাদের ‘হেল্প’ লেখা বাক্য চোখে পড়ে উদ্ধারকারীদের।

এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছেন লেফটেনেন্ট চেলসি গার্সিয়া। তিনি জানিয়েছেন, ওই তিন ব্যক্তি পাম গাছের পাতা দিয়ে ‘হেল্প’ লেখাটি লিখেছিলেন।

নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করার সঙ্গে সঙ্গে বিমান থেকে তাদের কাছে প্রয়োজনীয় রশদ ও একটি রেডিও পাঠানো হয়। পরবর্তীতে ওই দ্বীপটিতে রওনা দেয় কোস্টগার্ডের একটি জাহাজ।

ওই ব্যক্তিরা ২০ ফুটের একটি ছোট নৌকায় করে দ্বীপটিতে গিয়েছিলেন। কিন্তু সেটি নষ্ট হয়ে যাওয়ায় তারাসে খানে আটকে যান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম

যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হওয়ার কথা জানাল আবহাওয়া অফিস’

ঠিকানা টিভি ডট প্রেস: বাড়ছে তাপমাত্রা। এরই সঙ্গে বাড়ছে বৃষ্টির প্রবণতাও। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ

এনায়েতপুরে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট বিজনেসমেন ফাউন্ডেশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: তাঁত শিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের এনায়েতপুরে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এনায়েতপুরের একটি মিলনায়তনে সকলের

সিরাজগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নজরুল ইসলাম: জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা সদরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে (২১-২২মে) দুই দিনব্যাপী

মেঘনায় যাত্রীবাহী লঞ্চে আগুন, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ এপ্রিল’) সকাল সাড়ে ৮টায় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ছেড়ে

রায়গঞ্জের ধামাইনগরে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত

সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়ন জামায়াত ইসলামের

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন