গাছের পাতা দিয়ে ‘হেল্প’ লিখে প্রাণে বাঁচলেন ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক: গাছের পাতা দিয়ে ‘হেল্প’ বাক্য লিখে সাহায্য চেয়ে প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়ার একটি নির্জন দ্বীপ থেকে উদ্ধার হয়েছেন তিন ব্যক্তি। তাদের উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। খবর বিবিসি’র।

বৃহস্পতিবার (১১ই এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওই তিন ব্যক্তি নৌ ভ্রমণে বের হয়েছিলেন। কিন্তু এরপর তারা নিখোঁজ হয়ে যান। নিখোঁজের ৯দিন পর তাদের উদ্ধার করা হয়।

বিবিসির খবরে আরও বলা হয়, উদ্ধারকৃতরা গুয়াম থেকে ৬৬৮ কিলোমিটার দূরের নির্জন জনমানববিহীন দ্বীপ পিকেলোট আটোলে গিয়েছিলেন। তবে সেখান থেকে আর তারা ফিরে আসছিলেন না।

গত চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো দ্বীপটি থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের ঘটনা ঘটেছে। দ্বীপটি ফেডারেটেড স্ট্যাটস অব মাইক্রোনেশিয়ার অন্তর্ভুক্ত।

কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, যারা নিখোঁজ হয়েছিলেন তাদের সবার বয়স ৪০ বছরের কাছাকাছি এবং তারা সবাই দক্ষ নাবিক ছিলেন। গত স্টার সানডেতে (৩১শে মার্চ’) এই তিনজন নির্জন দ্বীপটির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছানোর পর নির্ধারিত সময়ে আর তার ফিরে আসেননি।

এরপর ওই ব্যক্তিদের এক আত্মীয় বিষয়টি গুয়ামে অবস্থিত মার্কিন কোস্টগার্ডের যৌথ উদ্ধার সাব-স্টেশনে অবহিত করে জানান, তার তিন চাচা নিখোঁজ রয়েছেন। এমন তথ্য পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড’।

প্রথমে উদ্ধারকারীরা খারাপ আবহাওয়ার মধ্যে ৭৮ হাজার নটিক্যাল মাইল এলাকাজুড়ে তাদের খোঁজ শুরু করেন। কিন্তু পরবর্তীতে বিমান থেকে তাদের ‘হেল্প’ লেখা বাক্য চোখে পড়ে উদ্ধারকারীদের।

এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছেন লেফটেনেন্ট চেলসি গার্সিয়া। তিনি জানিয়েছেন, ওই তিন ব্যক্তি পাম গাছের পাতা দিয়ে ‘হেল্প’ লেখাটি লিখেছিলেন।

নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করার সঙ্গে সঙ্গে বিমান থেকে তাদের কাছে প্রয়োজনীয় রশদ ও একটি রেডিও পাঠানো হয়। পরবর্তীতে ওই দ্বীপটিতে রওনা দেয় কোস্টগার্ডের একটি জাহাজ।

ওই ব্যক্তিরা ২০ ফুটের একটি ছোট নৌকায় করে দ্বীপটিতে গিয়েছিলেন। কিন্তু সেটি নষ্ট হয়ে যাওয়ায় তারাসে খানে আটকে যান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাজদপুরে দু গ্রামে সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে। এঘটনায় ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা

৮০ কোটি টাকার অবৈধ সম্পদ: স্ত্রীসহ তাপসের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৮০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন

ভূঞাপুরে ৯২ লাখ টাকা জলে

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে ৯২ লাখ টাকা জলে পড়ে রয়েছে। বিলের মাঝখানে খালের উপরে ব্রিজ নির্মাণ হলেও রাস্তা না থাকায় সেটি কোন কাজেই

রাবি ছাত্রলীগ নেতাদের কক্ষে মিলল চাকু-রামদা, মেয়েদের জামা-চুড়ি-গয়না

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে-বাংলা ফজলুল হক হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ ও

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে পৌনে

এপিএসসির সহ-সভাপতি হলেন অধ্যাপক মহিবুল্লাহ

এশিয়ান প্যাসিফিক সোসাইটি অব কার্ডিওলজি (এপিএসসি) কংগ্রেসের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম মহিবুল্লাহ। মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির