আপনার জানার ও বিনোদনের ঠিকানা

খেলতে চান সাকিব চোট নিয়েই , ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট

আফগানিস্তানকে হাারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। পরের ম্যাচ দুর্দান্ত ছন্দে থাকা ভারতের বিপক্ষে। সেই ম্যাচের আগে আলোচনায় অধিনায়ক সাকিব আল হাসানের ফিটনেস। নিউজিল্যান্ড ম্যাচে মাংসপেশির ইনজুরিতে পড়া সাকিব চোট নিয়েই খেলতে চান। তবে তাকে নিয়ে বড় ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

 

 

আজ (সোমবার) পুনেতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না। তবে আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সুজন বলেন, ‘ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছে। কালকে হয়তো এটা দেখবে। চোট পাওয়ার পরও সে ব্যাটিং করেছে, ১০ ওভারের কোটার বোলিং করেছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তাহলে খেলবে। সাকিব চাইছে খেলতে। আমরা চাই না ঝুঁকি নিতে। এটা ডিপেন্ড করে ওর শতভাগ ফিটনেসের ওপর।’

আরও বলেন, ‘টুর্নামেন্টের ছয়টা ম্যাচ বাকি আছে। আমরা চাই না একটা ম্যাচ খেলে সে পুরো টুর্নামেন্ট মিস করুক। ডাক্তার-ফিজিওদের ওপর এটা নির্ভর করছে। কোচের মতামতের ব্যাপার না এটা। আমরা চাই না এটা খেলে সাকিবের ক্যারিয়ারের জন্য সমস্যা হোক বা লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। সাকিব যদি চায় এবং ফিজিওদের যদি মত থাকে তাহলে সে খেলবে। এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয় তাহলে আমরা খেলব।’আশার কথাও শোনালেন বিসিবির টিম ডিরেক্টর। সুজন বলেন, ‘সাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ব্যথা নেই। যেহেতু এখনো মাঠে নামেনি তাই পুরো পরিস্থিতিটা বলা যাবে না। কালকে (আগামীকাল) ব্যাট করবে, এরপর হয়তো একটু দৌড়াবে। তখন বোঝা যাবে। আশা করছি এই ম্যাচের আগে তাকে (ফিট) পাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা সে খেলতে পারবে। কিন্তু চিকিৎসার কিছু বিষয় তো আছেই। যেহেতু চোট আছেই পায়ে, ঝুঁকির একটা ব্যাপার থাকেই। তবে এখন ব্যথা নেই। আজ সুইমিং ছিল, সেখানে কিছু কাজও ছিল। শরীরের উপরিভাগ নিয়ে জিম করবে। কালকে মাঠে ব্যাটিংয়ের পর আমরা হয়তো বুঝতে পারব। একটা স্ক্যানও করানো হবে। স্ক্যান করানোর পর আমরা হয়তো পরিষ্কার একটা ছবি পাব।’

‘ব্যথা থাকতেই পারে। যেহেতু (মাংসপেশি) ছিঁড়ে যাওয়ার ব্যাপার আছে। তবে বিভিন্ন ক্ষেত্রে যেমন হাঁটলেও ব্যথা হয়, সাকিবের ওরকম সমস্যা নেই। সে জন্যই আমরা একটু আশাবাদী। তবে মাঠে না গেলে বোঝা যাবে না। যদি এমনও বলি ৯০ শতাংশ কিংবা ৯৫ শতাংশ ফিট…  শেষ ম্যাচে কিন্তু সে ব্যথা পাওয়ার পরও পুরো ১০ ওভার বোলিং করেছে’—যোগ করেন সুজন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাজারো তরুনের অনুপ্রেরণার মোল্লা নাজিম উদ্দিন।

 মোল্লা নাজিম বাংলাদেশের সু পরিচিত আলেমদের মাঝে জনপ্রিয় একটি নাম। কুমিল্লার এই বক্তা এলাকার গণ্ডী পেরিয়ে এখন গোটা দেশ শুধু নয় গোটা বিশ্বেই যেখানে বাংলা

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে দেলাওয়ার হোসাইন সাঈদী

নিজস্ব প্রতিবেদক: বুকে ব্যথা অনুভব করায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার (১৩ আগস্ট)

ডলার সংকট : এবার খাদ্য-পানীয়র আমদানিও স্থগিত করছে পাকিস্তান

ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় এবার বিদেশ থেকে রুটি, বিস্কুট, কেচাপসহ অন্যান্য খাদ্যপণ্য এবং ফলের রস ও কোমল পানীয় আমদানিতেও স্থগিতাদেশ দিচ্ছে পাকিস্তান। সরকারি সূত্রের

বিএনপির ইউটার্ন

নিজস্ব প্রতিবেদক: উপজেলা নির্বাচন থেকে কঠোর অবস্থান থেকে ইউটার্ন নিলো বিএনপি। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে, আপাতত যারা উপজেলা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কঠোর

শাশুড়ীকে হত্যার দায়ে পুত্রবধূ ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

একে আজাদ রাজবাড়ীঃ ঘুমন্ত অবস্থায় গৃহবধূ হাজেরা বেগমকে (৫০) গলা কেটে হত্যা মামলায় তার পুত্রবধূসহ পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজবাড়ী আদালত।সেই সাথে প্রত্যেককে

‘আত্মসমর্পণ করতে যাচ্ছে সোমালিয়ার জলদস্যুরা’

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে রাখা সোমালিয়ার জলদস্যুদের চারদিক থেকেই ঘিরে ফেলা হচ্ছে। ফলে দস্যুদের আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা