খুলনার যুবককে যশোরে এনে পিটিয়ে হত্যা’

জেমস আব্দুর রহিম রানা: যশোরে ব্যবসার টাকা চুরির অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএনপি নেতা মুল্লুক চাঁদ ও তার ভাই সঞ্জয় চৌধুরী। আজ সোমবার (২৫ মার্চ) ভোর রাতে যশোর শহরের লোন অফিস পাড়ায় একটি চালের আড়তের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়। আড়ত মালিক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ যশোর নগর বিএনপির সভাপতি ও সঞ্জয় চৌধুরী শহরের কাপুড়িয়া পট্টি রোডের চৌধুরী গোল্ড জুয়েলার্সের মালিক।

নিহত বাইজিদ হাসান খুলনার সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকার নজরুল ইসলামের ছেলে।

নিহতের স্ত্রী তাকিয়া তুছ সাদিয়া জানান, নিহত যুবক বাইজিদ হাসান যশোর শহরের চৌধুরী গোল্ড জুয়েলার্সের অধিনস্থ চৌধুরী কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি সঞ্জয় চৌধুরী নিহত বায়েজিদের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চুরির অভিযোগ তোলেন। এতে তিনি ছুটি নিয়ে খুলনায় চলে যান। এই টাকা আদায়কে কেন্দ্র করে গতকাল বিকেলে যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও শহরের কাপুড়িয়া পট্টি রোডের চৌধুরী গোল্ড জুয়েলার্সের মালিক সঞ্জয় চৌধুরীসহ ৫/৬ জন লোক বায়েজিদকে খুলনা থেকে যশোরে ডেকে এনে মারপিট করে এবং মুল্লুক চাঁদের চালের আড়তের গোডাউনের ভিতরেই তাকে পিটিয়ে হত্যা করে। পরে রাত ১১টার দিকে তার বাড়িতে ফোন দিয়ে ৫ লাখ টাকা আনতে বলা হয় অন্যথায় তার লাশ পাওয়া যাবে বলে হুমকি দেয়া হয়।

এরপর রাত ৩টার দিকে খবর পাওয়া যায় মুল্লুক চাঁদের চালের আড়তের গোডাউনের ভিতরে অজ্ঞাত একটি লাশ পাওয়া গেছে।

এখবর প্রচারের পরই লাপাত্তা হয়ে যান যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও শহরের কাপুড়িয়া পট্টি রোডের চৌধুরী গোল্ড জুয়েলার্সের মালিক সঞ্জয় চৌধুরী।

খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বায়োজিতকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মুল্লুক চাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। সে পাওনা টাকার বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু হত্যা কে বা কারা করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এছাড়া মুল্লুক চাঁদ যশোরের বাইরে রয়েছে বলে জানিয়েছেন। এ ঘটনার নেপথ্যের কাহিনী খুঁজতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বায়োজিদ নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আড়তের নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। লাশ উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার ভারত সীমান্তে ‘চিন’ প্রদেশ দখলে নিল মিয়ানমারের বিদ্রোহীরা

অনলাইন ডেস্ক: ভারতের মণিপুর রাজ্যের লাগোয়া মিয়ানমারের ‘চিন’ প্রদেশ দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী যোদ্ধারা। বাংলাদেশের সীমান্তঘেঁষা রাখাইন রাজ্য দখলের পর এবার ভারতের সীমান্তঘেঁষা রাজ্য চিন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত

“এই যেন এক নতুন বাংলাদেশ দেখছি”

একটা সময় ত্রাণের চাল-ডাল চুরি করতো খোদ্ জনপ্রতিনিধি ও সরকারদলীয় লোকজন! আমি একজন সংবাদকর্মী হিসেবে অনেক চোরকে এমনটা করতে দেখেছি, বাঁধা দিয়েছি, উদ্ধার করেছি। এখন

জামিনে মুক্ত ইবির ৫ শিক্ষার্থী, শাস্তির প্রশ্নে জটিল সমীকরণ!

সংবাদের আলো: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ৯ জনের মধ্যে আটককৃত ৫ জন জামিনে মুক্তি দিয়েছে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ

ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায়: সেই ছাত্রদল নেতা জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর মীর্জাগঞ্জে ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় অংশ নেয়া ছাত্রদল নেতা নাজমুল মৃধা জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি’) সন্ধ্যায় পটুয়াখালী জেলা কারাগার থেকে

নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আছে। আমরা দেখছি, কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন