
নিজস্ব প্রতিবেদক: কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার-রিমান্ডের তালিকায় রাজনৈতিক নেতাকর্মী, ছাত্রসহ সব শ্রেণীর মানুষ রয়েছেন। সে তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক বিচারপতির ছেলেও।’
তার নাম মাহমুদুস সালেহীন। যিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের ছেলে। এরই মধ্যে দুই দফায় তাকে ১০ দিনের রিমান্ডেও নেয়া হয়েছে।
গত ২১ জুলাই মাহমুদুস সালেহীনকে বিটিভি ভবেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এরপর আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। সে রিমান্ড শেষে গত ২৬ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর মেট্রোরেল স্টেশনে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় কাফরুল থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে গত ২৮ জুলাই ফের তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে, যা এখনো চলমান।
এ ছাড়া রাজধানীর হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে বলে জানান তার আইনজীবীরা। তিনটি মামলাতেই এজাহারভুক্ত আসামি করা হয়েছে মাহমুদুস সালেহীনকে।’
মাহমুদুস সালেহীনের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বুধবার বলেন, বিএনপি নেতাদের সাথে মাহমুদুস সালেহীনকেও নাশকতার এ তিনটি মামলায় আসামি করা হয়েছে। তিনি হাইকোর্ট বিভাগে দায়িত্বরত একজন বিচারপতির ছেলে। তিনি কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত নন। তারপরও পুলিশ তাকে এসব মামলায় আসামি করে ও গ্রেফতার করেছে। এরই মধ্যে দুই মামলায় তাকে ১০ দিনের রিমান্ডেও নেয়া হয়েছে। এ থেকেই বুঝা যায় আসলে অবস্থা কতটা ভয়াবহ। রাজনৈতিক নেতাকর্মীতো বটেই, কেউই গণগ্রেফতার থেকে রেহাই পাচ্ছে না।