কবরস্থানের সভাপতির পদেও নির্বাচন: চাটমোহরে যুবদল-শ্রমিকদলের মুখোমুখি লড়াই!

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক উত্তাপ এবার ছড়াল কবরস্থানেও! পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) গ্রামের মানুষের ব্যবহৃত ‘জান্নাতুল বাকি’ কবরস্থানের সভাপতি নির্ধারণে প্রথমবারের মতো হতে যাচ্ছে সরাসরি ভোট। এতে প্রার্থী হয়েছেন দুই রাজনৈতিক দলের নেতা-যুবদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস (ছাতা) এবং শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম (চেয়ার)।

এই নির্বাচন ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা বলছেন, জাতীয় নির্বাচনেও এমন আমেজ দেখা যায় না অনেক সময়। পোস্টার লাগানো, বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চাওয়া, চায়ের দোকানে আপ্যায়ন, এমনকি বিড়ি-সিগারেট খাওয়ানোর ঘটনাও ঘটছে! ভোটারদের মন জয় করতে দুই প্রার্থীর প্রতিশ্রুতির তালিকায় রয়েছে কবরস্থান ঘিরে উন্নয়নের নানা পরিকল্পনা।

নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণা

কবরস্থান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হলে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয় এলাকাবাসী। তবে সভাপতির পদ নিয়ে সৃষ্টি হয় মতবিরোধ ও উত্তেজনা। বিষয়টি গড়ায় থানা পর্যন্ত। পরে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলমের পরামর্শে সিদ্ধান্ত হয়-ভোটের মাধ্যমে সভাপতি নির্ধারণ করা হবে।

এ লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় কবরস্থানের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টারকে। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন দুই প্রার্থী। বাছাই শেষে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়-আব্দুল কুদ্দুসকে ছাতা ও শরিফুল ইসলামকে চেয়ার প্রতীক দেওয়া হয়েছে।

ভোটার তালিকা ও নির্বাচন আয়োজন

তিন গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন পুরুষ সদস্যকে ভোটার করে তৈরি করা হয় তালিকা। সর্বমোট ৮০০ জন ভোটার আগামী ২৪ মে, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কবরস্থান-সংলগ্ন ঈদগাহ ময়দানে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। নির্বাচন পরিচালনায় ব্যয় হবে মনোনয়ন বিক্রি বাবদ প্রাপ্ত ৬০ হাজার টাকা।

এলাকাবাসীর প্রতিক্রিয়া

স্থানীয় যুবক সুজন হোসেন বলেন, “জাতীয় নির্বাচনের মতো আমেজ তৈরি হয়েছে। আত্মীয়-স্বজনরাও বলছে, নির্বাচন দেখতে আসবে। ভালো লাগছে এমন উৎসব দেখতে পেয়ে। আশা করি, নির্বাচিত সভাপতি কবরস্থানের উন্নয়ন করবেন।”

অনেকে বলছেন, এটি যেমন ব্যতিক্রম, তেমনি সমাজে গণতান্ত্রিক চর্চার একটি অনন্য উদাহরণ। তবে কেউ কেউ কবরস্থান নিয়ে এমন রাজনীতি বা প্রতিযোগিতাকে অশোভন বলেও মন্তব্য করেছেন।

প্রশাসনের প্রস্তুতি

ওসি মঞ্জুরুল আলম বলেন, “নির্বাচনের দিন যদি মনে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

কবরস্থানের মতো ধর্মীয় ও পবিত্র বিষয়ে এই ধরনের সরাসরি ভোট একদিকে সামাজিক অংশগ্রহণ বাড়ালেও, অন্যদিকে এতে রাজনৈতিক মেরুকরণ এবং প্রতিদ্বন্দ্বিতার নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়-কে হবেন জান্নাতুল বাকি কবরস্থানের পরবর্তী সভাপতি, এবং তিনিই বা কতটুকু রাখতে পারবেন উন্নয়নের প্রতিশ্রুতি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিম্নমানের খাতা বিতরণে ক্ষোভ প্রতিবাদ করায় অপপ্রচারের শিকার শিক্ষক

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষান্মাসিক পরীক্ষার খাতার মান নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। পরীক্ষার জন্য ব্যবহৃত

রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আ’লীগ নেতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের

মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, স্বজনদের ক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে। শহরের কলেজ রোডে অবস্থিত ‘নিরাময় প্রাইভেট ক্লিনিক’-এ চিকিৎসাধীন অবস্থায়

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বিশেষ বিজ্ঞপ্তিতে যা জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত

কয়েদখানা নোবেলের ঈদ,বন্দিদের শোনালেন গান

নিজস্ব প্রতিবেদক: কারাগারে নোবেলের ঈদ, বন্দিদের শোনালেন গানগায়ক মাইনুল আহসান নোবেল; শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এখন তুমুল বিতর্কিত কেউ একজন। গানের মঞ্চ নয়;

জুলাই আন্দোলনকারী ছাত্রলীগ নেতা আল আমিন হলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি), আহ্বায়ক কমিটি ঘোষণা করা