এবার মিলল ছাত্রলীগের আয়নাঘরের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: এবার ছাত্রলীগের সন্ত্রাসীদের ‘আয়নাঘর’ এর সন্ধান মিলেছে পার্বত্য জেলা রাঙামাটিতে। এ আয়না ঘরটি জেলা শহরের লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সড়কের আলম ডক ইয়ার্ড এলাকায় অবস্থিত বলে সন্ধান পাওয়া গেছে।

এ আয়নাঘরে সাধারণ মানুষদের বন্দি করে চাঁদা আদায়, মাদক কারবার, ভারতীয় অবৈধ সিগারেটের ব্যবসা, ইভটিজিংসহ নানা অপকর্ম পরিচালনা করা হত।

আয়নাঘরটি পরিচালনা করতেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান বাপ্পী, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কায়সার এবং বাপ্পীর দুই সহোদর ছাত্রলীগ নেতা মো. রাব্বী এবং মো. রাকিবসহ অজ্ঞাত আরও কয়েকজন।’

এ গ্যাংটি পুরো এলাকায় অর্ধকোটি টাকারও বেশি চাঁদাবাজি করেছে, যেখানে নতুন ভবন গড়ে ওঠে সেখানেই হানা দিতেন তারা এবং চাঁদা না দিলে কাজ বন্ধ রাখা হত বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, গ্যাংটি ওই এলাকায় সাবা টাওয়ারের মালিক প্রবাসী মো. ইউনুছকে ভয়ভীতি দেখিয়ে দশ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। শুধু তাই নয়; ওই ভবনের নিচতলায় আয়না ঘর বানিয়ে সাধারণ মানুষদের আটক করে মারধর করে চাঁদা আদায় করে যাচ্ছে।

সাবা টাওয়ারের কেয়ারটেকার মো. নাজিম উদ্দিন বলেন, আমার মালিকের থেকে সন্ত্রাসীরা চাঁদা আদায় করলেও কত টাকা দিয়েছে তা আমি জানি না। আমরা ভয়ে কাউকে কিছু বলতে পারিনি।

এ গ্যাংয়ের অত্যাচারের শিকার শ্রমিক মো. জাহাঙ্গীর। তিনি বলেন, ‌‌‘২০২৪ সালের ২৮ জুন ঠেলা গাড়ি করে মাশরুম নিয়ে যাওয়ার সময় তাকে এবং তার দুই সঙ্গী মো. মনির ও মো. হাফিজকে আটক করে সন্ত্রাসী বাপ্পী এবং তার ক্যাডাররা তাদের আয়না ঘরে নিয়ে বেধড়ক মারধর করে। প্রাণে বাঁচতে তিনি আটক থাকা অবস্থায় তার স্ত্রীকে ফোন করে চার লাখ টাকা দিয়ে ওইদিন রাতে মুক্তি পান।’

জাহাঙ্গীর বলেন, ‘চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি চক্রটির বিরুদ্ধে রাঙামাটির কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

আরেক ভুক্তভোগী মো. করিম এবং রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম শাহ আলমের কেয়ারটেকার রবিউল হোসেন বাবলু বলেন, সন্ত্রাসী বাপ্পীর গ্যাংয়ের সদস্যরা আয়নাঘরে আমাদের ভবন তৈরির মিস্ত্রিদের তুলে নিয়ে বেধড়ক মারধর এবং নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে। এরপর চাঁদা দাবি করে। থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি বলে জানান তিনি।’

একজন ভুক্তভোগী রং মিস্ত্রী আকতার হোসেন বলেন, ‘এই এলাকায় নির্মিত একটি ভবনে রং করার কাজে বাধা দেয় সন্ত্রাসী বাপ্পীর ছোট ভাইরা। ভবন মালিক পাঁচ লাখ টাকা চাঁদা দিলে কাজ করা যাবে বলে জানিয়েছেন তারা।’

স্থানীয় দোকানদার আব্দুল হক বলেন, ‘চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী বাপ্পী গংরা আমার দোকানের জিনিসপত্র ভাঙচুর করেছে।’

স্থানীয় ব্যক্তি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক নেতা জয়নাল আবেদীন জুনু সওদাগর এবং রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়িক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এর সাবেক সভাপতি হাজী কামাল উদ্দিন চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলনের পাশাপাশি এসব কুখ্যাত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

সম্প্রতি আনোয়ার হোসেন কায়সারকে চট্টগ্রাম থেকে পুলিশ আটক করলেও গ্যাংটির সন্ত্রাসী কার্যক্রম এখনো বহাল আছে বলে অভিযোগ পাওয়া যায়।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)। মারুফ আহমেদ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক এ অভিযান অব্যাহত আছে। যারা ভুক্তভোগী রয়েছে তারা অভিযোগ দিলে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিটিআরসির চিঠির জবাব দেয়নি ফেসবুক-ইউটিউব

নিজস্ব প্রতিবেদক: গুজব প্রতিরোধসহ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির চিঠির জবাব দেয়নি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইউটিইউব। কেবল টিকটক চিঠির জবাবে ইমেইল পাঠিয়েছে। মঙ্গলবার

শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বেধড়ক পেটুনি, মাইক ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের কালীগঞ্জে স্বাধীনতা দিবসে মাইকে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেছে। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কেয়ারটেকার

তাড়াশে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাড়াশ পৌর শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ

‘আরও পাঁচ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা’

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আরও পাঁচ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। আমেরিকার স্থানীয় সময় শুক্রবার এ সম্পর্কিত ঘোষণা আসার

মোল্লা কলেজে ভয়াবহ হামলা-সংঘর্ষ, ৩ শিক্ষার্থী নিহতের দাবি কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক: ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এতে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন

পোশাক রপ্তানি নিয়ে মার্কিন শুনানিতে প্রশ্নের মুখে বাংলাদেশ’

বাংলা পোর্টাল: তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে এমন ৫ দেশের বিষয়ে শুনানি সোমবার ভার্চ্যুয়ালি আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইউএসআইটিসি) যার