আপনার জানার ও বিনোদনের ঠিকানা

উপজেলা নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাবেক পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর সেরাজুল ইসলামের জন্য পথসভা ও মতবিনিময় করেন বড় ভাই ঢাকা মহানগর উত্তর বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫ টার দিকে বেলকুচি উপজেলার গাবগাছি গ্রামের এ পথসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পথসভায় ডাঃ সিরাজুল ইসলামের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সেক্রেটারি ছাত্তার সরকার, সামান আলী, সচ্চিদানন্দ, আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও অত্র এলাকার সাধারণ ভোটারা।

এসময় তিনি বলেন, আমার ভাই সেরাজুল ২০১৯ সালেও চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচন করেছিল এমনকি সর্বোচ্চ ভোটও পেয়েছিল কিন্তু কোন এক কারণে ডিকলার নিতে পারেনি। আর সেটা ছিল ২০১৯ সাল আর এখন ২০২৪ সাল।

এসময় তিনি সাধারণ জনগনকে উদ্দেশ্য করে আরো বলেন, ২০২৪ সাল কখনো ২০১৯ সালে ব্যাক করবে না, তাই হতাশ হওয়ার কিছু নেই আপনাদের কাজ আপনারা করে আমার ভাই সেরাজুলকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এবার ডিকলার কিভাবে নিতে সেটা আমাদের ভাল জানা আছে ইনশাআল্লাহ।

এ সময় আরোও বলেন, উন্নয়ন হলো নতুন কিছু তৈরি করা। আজকে কিছু বলতে গেলে আমার দলের কথাই আমার উপরে আসে। আজকে রাস্তা ভেঙ্গে গেছে রাস্তা মেরামত করলাম এটা উন্নয়ন না। উন্নয়ন হলো এখানে অডিটোরিয়াম করতে হবে, একটি ভাল স্কুল-কলেজ করতে হবে, মার্কেট করতে হবে, শিশুদের পার্ক হবে। যেখানে চিত্র-বিনোদন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারে। বেলকুচি এত নামিদামি কিন্তু আজকে আমরা অবহেলিত। আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম তিনজন প্রার্থী আছে। তিনজনই অনেক ভালো প্রার্থী। আপনারা যাকে ভাল মনে করবেন তাকে আপনারা ভোট দিবেন।

তবে আমার ভাই মীর সেরাজুল ইসলাম আনারস মার্কায় আমি ভোট চাই। আজকে আমার টাকা দিয়ে আমি ভোট কিনতে পারবো না। আপনাদের হাতে আমি কোন মসলা দিতে পারবো না। ইদানিং দেখেছি যে প্রত্যেকজন প্রার্থী হাতে হাতে মসলা দিচ্ছে। আমার সেই মসলা দেয়ার মত ক্ষমতা নেই আমার ভাইয়ের জন্য ভোট ভিক্ষা চাচ্ছি।

উক্ত পথ সভাটি শেষ করে তিনি দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামে শ্রী শ্রী বলরাম দেবের দোল যাত্রা মতবিনিময় করেন।

উক্ত পথ সভায় বেলকুচি উপজেলা কামারপাড়া গ্রামে ক্যারাম প্রতিযোগিতার জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হাতে তুলে দেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মন্ত্রীর পিএসের গৃহকর্মীর বাসায় কোটি কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এক মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর (পিএস) গৃহকর্মীর বাসায় পাওয়া গেল কোটি কোটি টাকা। সোমবার (৬ মে) দেশটির আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

ব্যবহারিকে নম্বর দেওয়ার নামে নেন টাকা ও ক্লাসে বসে পড়ান প্রাইভেট!

সিরাজগঞ্জ প্রতিনিধি। ব্যবহারিকে নম্বর দেওয়ার নামে নেন টাকা, ক্লাসে বসে প্রাইভেট পড়ানোর অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের সরকারি আকবর আলী কলেজের গণিত বিভাগের শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে।

মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের ন্যাক্কারজনক মারামারি

আন্তর্জাতিক ডেস্ক: সব কিছুর সীমা যেন অতিক্রম করে ফেলেছে মালদ্বীপের পার্লামেন্টের সদস্যগণ। পার্লামেন্টের ভেতরেই নাকি মারমারিতে জড়িয়ে গিয়েছিলেন মালদ্বীপের ক্ষমতাসীন জোট ও বিরোধীরা। আর এই

‘হাইকোর্টে হেরে গেলেন ড. ইউনূস’

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসকে ১১৯ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০১১ সাল থেকে পরবর্তী ৫ পাঁচ

‘আফরিনের সফর নিয়ে সরব সুশীল সমাজ’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের পর প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কূটনীতিক প্রতিনিধি আসছেন আগামী ২৪ ফেব্রুয়ারি। তিনদিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সফরকে ঘিরে

কানাডায় পালিয়েছেন বিমানের কর্মকর্তা, তথ্য পাচারের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কানাডায় গিয়ে পালিয়েছেন বিমানের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন। এছাড়া প্রতিষ্ঠানটির বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৬