আপনার জানার ও বিনোদনের ঠিকানা

আগুনের ঝুঁকিতে গোটা যশোর, কোন ভবনেই মানা হচ্ছে না ফায়ার সেফটি প্লান

জেমস আব্দুর রহিম রানা: অগ্নিকান্ডের ঝুঁকিতে রয়েছে গোটা যশোর। শহরের প্রায় কোন ভবনেই মানা হচ্ছে না ফায়ার সেফটি প্লান। বহুতল ভবন, বাণিজ্যিক সুপার মার্কেট, হোটেল ও রেস্তোরায় নেই কোন ফায়ার সেফটি ব্যবস্থা। ইতিমধ্যে যশোর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ শহরের ৭শ’ ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার জন্য নোটিশ দিয়েছে। কিন্তু তাদের এ নোটিশে কর্ণপাত করছেন না ভবন মালিকসহ ব্যবসায়ীরা।

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার বেইলি রোডে গ্রিন কজি কটেজে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ভবনের সাততলা জুড়েই ছিল রেস্তোরা আর উঠানামার একমাত্র সিড়িতে ছিল সারি সারি এলপিজি গ্যাসের সিলিন্ডার। নিচতলার চা চুমুক রেস্তোরার সিড়িতে রাখা এলপিজি সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। এতে মুহূর্তে আগুন সিড়িতে রাখা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে গোটা ভবনে ছড়িয়ে যায়। এসময় নিচে নামতে বা ছাদে উঠতে না পেরে আটকা পড়ে ৪৬ জন নিরীহ নারী, শিশু ও পুরুষ মৃত্যুবরণ করেন। নৃশংসতম এ আগুন ট্রাজেডি ও মৃুত্যর ঘটনা গোটা দেশের মানুষকে নাড়া দিয়েছে।

এ ঘটনার পর থেকে গোটা দেশের প্রশাসন ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। তারা ঢাকাসহ সারাদেশে বহুতল ভবন, বাণিজ্যিক মার্কেট ও রেস্তোরায় অভিযান চালাচ্ছে এবং পদক্ষেপ গ্রহণের জন্য নোটিশ প্রদান করছে। ইতিমধ্যে ঢাকায় কয়েকটি অপরিকল্পিত রেস্তোরা সিলগালা, মালিক ও ম্যানেজার আটকসহ কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।

এদিকে, যশোর রয়েছে ভয়াবহ অগ্নিকান্ডের ঝুঁকিতে। শহরের বিভিন্ন বহুতল ভবন, সুপার মার্কেট এবং হোটেল রেস্তোরায় নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা। বর্তমান পরিস্থিতিতে খোঁজ নিতে গিয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছে এ জাতীয় নানা অনিয়মের চিত্র। শহরের বহুতল প্রায় কোন ভবনে নেই ফায়ার সেফটি প্লান। ঢাকায় ভয়াবহ অগ্নিকান্ডের পরও যশোরের বহুতল ভবন মালিক ও ব্যবসায়ীরা এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। ফলে তালিকা করে একের পর এক নোটিশ দিয়ে যাচ্ছেন যশোর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

যশোর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বর্তমানে অগ্নি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে যশোর শহরের ৬৯২টি ভবন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরমধ্যে বিভিন্ন ভবনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ৮৭ টি, হোটেল ও রেস্তোরা রয়েছে ৫৫টি, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসিসহ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ৫০৫টি এবং ঝুকিঁপূর্ণ বহুতল ভবন রয়েছে ৪৫টি। এসব ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেটগুলোতে ইতিমধ্যে ফায়ার সার্ভিস বিভাগ থেকে নোটিশ পাঠানো হয়েছে। একইসাথে ভবন মালিক কর্তৃপক্ষ পরবর্তী কি ব্যবস্থা গ্রহণ করেছে সে বিষয়ে খোঁজ নিচ্ছে ও ঝুঁকিপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান এবং ভবনের নতুন তালিকা করা হচ্ছে।’

ফায়ার সার্ভিসের নোটিশের অগ্নি ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে, যশোর আইটি পার্ক ভবন, হোটেল জাবির যশোর, হোটেল ওরিয়ন, হোটেল হাসান, নিটল নিলয় আর্কেড, জেনেসিস হসপিটাল, সানোয়ার টাওয়ার, ইবনে সিনা হাসপাতাল, নোভা মেডিকেল সেন্টার, পঙ্গু হাসপাতাল, বিসিএমসি কলেজ, লিবার্টি টাওয়ার, নওরিন টাওয়ার, সিভকন টাওয়ার, ইকবাল মঞ্জিল, হোটেল নয়ন আবাসিক, ড্রিমজ আলাউদ্দীন টাওয়ার, রনন টাওয়ার, শুভেচ্ছা ফেব্রিকসহ অর্ধশতাধিক স্থাপনা। এসব স্থাপনায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বার বার তাগিদ দেয়ার পরও মালিক কর্তৃপক্ষ ভবনগুলোতে অগ্নি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ উঠেছে।

এছাড়া, শহরের হোটেল রেস্তোরাগুলোর অবস্থা আরো বেহাল। তারা রীতিমত আগুনের পাশে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়েই খেলা করছে। হোটেলে প্রবেশের মুখেই তারা রান্নার ব্যবস্থা রেখেছে ও চুলোর পাশেই রাখছে এলপিজি সিলিন্ডার। যা মানুষকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে। শহরের এমকে রোডের পাঁচ ফোঁড়ন হোটেল, স্টার হোটেল, ভৈরব ও নিউ ভৈরব হোটেলে প্রবেশ মুখেই বড় বড় এলপিজি গ্যাসের সিলিন্ডার সাজিয়ে রেখে চুলায় রান্না করা হচ্ছে। একই অবস্থা বিরাজ করছে অন্যান্য চাইনিজ ও মিনি চাইনিজ হোটেলে। এসব হোটেলগুলোতে অগ্নি নিরাপত্তার কোন বালাই নেই বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এসব বিষয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সোহেল রানা বলেছেন, তারা যশোর শহরের ৬৯২টি ভবন ও প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করে বার বার নোটিশ দিলেও মালিক পক্ষ তাতে কর্ণপাত করছেন না। এ বিষয়ে তারা দ্রুতই আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।’

এ ব্যাপারে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, দেশের সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠানে ফায়ার লাইসেন্স বাধ্যতামূলক থাকতে হবে। অথচ এ নিয়ম মানছেন না যশোরের অনেকেই। এছাড়া বহুতল ভবনে ফায়ার লাইসেন্স, ফায়ার পাম্প ও পানির রিজার্ভ থাকতে হবে। যেটা এই শহরে মানা হচ্ছে না। এসব ভবন মালিকদের নোটিশ দেয়া হয়েছে, অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অগ্নিকান্ড প্রতিরোধে যশোর শহরে তারা সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নারীদের মধ্যে বাড়ছে পরকীয়া, কারণ জানাল সমীক্ষা

ঠিকানা টিভি ডট প্রেস: মানুষ যখন একটি সম্পর্কে থাকার পরও অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়ে তখন তাকে পরকীয়া বলে। সম্পর্কে বিকল্পের খোঁজ কিংবা একঘেয়েমি মানুষকে

জি এম কাদের আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না, তদন্তের নির্দেশ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে নেমে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছে

পাকিস্তানগামী চীনা জাহাজ ভারতে আটক’

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহারের জন্য সরঞ্জাম পরিবহন করছে সন্দেহে মুম্বাইয়ের নাভা শেভা বন্দরে পাকিস্তানগামী একটি জাহাজ আটক করেছে ভারত। চীন থেকে

‘আসামে আইএসআইএসের তালিকাভুক্ত ২ অপরাধী গ্রেপ্তার, একজনের স্ত্রী বাংলাদেশি’

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএসের ওই দুই শীর্ষ নেতার ভারতে নাশকতার

মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে কবে’

নিজস্ব প্রতিবেদক: গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ,

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ আটক ২

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি), শুক্রবার (১৪ জুলাই)