আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: পদত্যাগের ইঙ্গিতে ড. ইউনূস, উদ্বেগে দেশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। শনিবার তিনি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। পরিস্থিতি এতটাই নাজুক যে, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এই সময়টিই মোড় ঘোরাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে চার ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার আলোচনায় ড. ইউনূস স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। বৈঠকে তিনি বলেন, যে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি তিনি জাতিকে দিয়েছেন, তা বর্তমান প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই তিনি দায়িত্বে থাকতে অনিচ্ছুক।

উপদেষ্টা পরিষদে বিভাজন

বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাল্টাপাল্টি করে ছয়জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। বিএনপি দাবি তুলেছে খলিলুর রহমান, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার অপসারণের; অন্যদিকে এনসিপি চেয়েছে ড. আসিফ নজরুল, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ড. সালেহউদ্দিনের পদত্যাগ।

সেনাপ্রধানের বক্তব্যে উত্তেজনা

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাম্প্রতিক বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত সরকারই মানবিক করিডোর ও বন্দরের মতো ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে উপযুক্ত। এই বক্তব্য সরকারের জন্য বিব্রতকর হয়ে উঠেছে এবং রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।

সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত?

ভারতীয় কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সেনাপ্রধানের বক্তব্যকে অভ্যুত্থানের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে প্রচার করেছে। আনন্দবাজার, ইন্ডিয়া টুডে, দ্য উইকসহ একাধিক মিডিয়া সেনা ও সরকারের মধ্যকার সম্ভাব্য দ্বন্দ্ব নিয়ে নানা ব্যাখ্যা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।

রাজনৈতিক দলগুলোর অবস্থান

বিএনপি: সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়ে তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে।

জামায়াতে ইসলামী: আলোচনার মাধ্যমে সমাধান চেয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে।

ইসলামী দলগুলো: বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

জুলাই বিপ্লবীরা: প্রধান উপদেষ্টাকে সমর্থনের আশ্বাস দিয়ে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।

বিশ্লেষকদের অভিমত

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এম মনিরুজ্জামান সেনাপ্রধানের বক্তব্যকে ‘জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ’ বলে আখ্যা দিলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শহীদুজ্জামান একে সংবিধান ও সেনাবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেন। তিনি বলেন, “এ ধরনের বক্তব্য সেনাবাহিনীর মধ্যে রাজনৈতিক প্রভাব বিস্তারের ঝুঁকি তৈরি করতে পারে।”

বর্তমান পরিস্থিতিতে ড. ইউনূস পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ ও নির্বাচনের রূপরেখা নতুন করে প্রশ্নের মুখে পড়বে। শনিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করছেন সবাই।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মৌ-খামারে ভাগ্য বদলে গেছে 

নিজস্ব প্রতিবেদক: উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের মোঃ তফাজ্জল এর ছেলে ওমর আকন্দ ২০২০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে বাড়ির আঙ্গিনায় ১৩টি মৌমাছির বক্স নিয়ে মৌচাষ শুরু

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও

গাজায় মৃত্যুর মিছিলে কবরের জায়গাও নেই

অনলাইন ডেস্ক: টানা ২২ মাস ধরে এক অবিরাম মৃত্যুর ছায়ায় দিন কাটাচ্ছে ফিলিস্তিনিরা। প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা, আর সেই সঙ্গে বাড়ছে কবরের সংকট। হাসপাতালের করিডোর,

কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণায় মাঠে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও আগাম প্রচারণায় মাঠে নেমেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি

বড়াইগ্রামে ৬ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২ শতাধিক নিষিদ্ধ ঘোষিত মাছ ধরার চায়না দুয়ারী জাল উদ্ধারের পর পুড়িয়ে

সাবেক এমপি চয়ন ইসলাম স্ত্রী সহ কারাগারে 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা.