আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন ভুক্তভোগী

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে কেউ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন। অনেকে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। আয়না ঘরে আটকে রেখে মাসের পর মাস শারীরিক নির্যাতন করা হয়েছে অসংখ্য ব্যক্তিকে । কারো হাতের ও পায়ের নখ তুলে ফেলা হয়েছে, শরীরে দেয়া হয়েছে ইলেকট্রিক শক। চোখ বাঁধা অবস্থায় পেশাব করতে গেলে বৈদ্যুতিক সংযোগ থাকা বালতি এগিয়ে দেওয়া হয়েছে। হাত-পা বেঁধে মুখের উপর গামছা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা পানি ঢালা হয়েছে। এতে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেছেন।

ছোট্ট একটি রুম-তার মধ্যে রয়েছে টয়লেট, সেই টয়লেটের ওপরেই পা রেখে দিনের পর দিন পার করতে হয়েছে গুমের শিকার ব্যক্তিদের। গুমের শিকার অনেক নারীর নির্যাতনের মুখে পিরিয়ড হয়ে গেলে উপহাস করেছে কর্মকর্তারা।,

এভাবেই গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির জিজ্ঞাসাবাদে নির্যাতনের বর্ণনা দিয়েছে অসংখ্য ভুক্তভোগী।

বুধবার রাতে গুমের স্বীকার ব্যক্তিদের নির্যাতনের লোমহর্ষক বর্ণনার তথ্যচিত্র প্রকাশ করেছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

এটি ইতিহাস, অনুসন্ধান ও ন্যায়বিচারের পথে এক প্রামাণ্য দলিল বলে মনে করছেন গুম সংক্রান্ত কমিশন।

তথ্যচিত্রটিতে দেখা গেছে, গুমের শিকার অনেককেই তুলে দেওয়া হয় ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। তাদের কেউ কেউ অবৈধ অনুপ্রবেশের অপরাধে কারা ভোগ করেছেন। এছাড়া ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া অনেকে বেঁচে আছেন না মারা গেছেন- তা এখনো আবিষ্কার করতে পারেনি সংক্রান্ত কমিশন।,

তথ্যচিত্রে নির্যাতনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে এক ভুক্তভোগী অঝোরে কেঁদেছেন। তিনি জানিয়েছেন, তার ওপর চালানো নির্যাতনের একপর্যায়ে হাতের ও পায়ের নখ তুলে ফেলা হয়।

এছাড়া নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা এক শিশুকে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির উদ্যোগে উদ্ধারের ঘটনারও বর্ণনা দেয়া হয়েছে।

গুমের শিকার ব্যক্তিদের বেশিরভাগ ক্ষেত্রেই জঙ্গি সাজানো হতো। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা নিখোঁজের জিডি করতে বাধ্য হন। থানা পুলিশ গুম বা অপহরণের মামলা নেয়নি। গুম কমিশনের অনুসন্ধান চলাকালে এমন অভিযোগ করেছেন বেশিরভাগ ভুক্তভোগীর স্বজনরা।

তথ্যচিত্রটিতে কমিশন কীভাবে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে প্রচেষ্টা চালিয়ে গেছে এবং সত্য উদ্ঘাটনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে কার্যকর পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরা হয়েছে।

বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে গোপন বন্দীশালা আবিষ্কার, নষ্টপ্রায় প্রমাণ সংগ্রহ এবং তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারপ্রাপ্তির সুযোগ সৃষ্টি, যা একটি দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্রের প্রতিচ্ছবি। কমিশন পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে এবং নিখোঁজদের পরিণতি নির্ণয়ে নিরবচ্ছিন্ন অনুসন্ধান পরিচালনা করেছে। একইসঙ্গে গুম হওয়া ব্যক্তিদের জন্য ‘ডিসঅ্যাপিয়ারেন্স সার্টিফিকেট’ ইস্যুর সুপারিশ এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আইনের সংশোধনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিষয়ে নীতিগত পরামর্শ প্রদান করেছে।

গুম সংক্রান্ত কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কমিশন দুইটি অন্তর্বর্তী প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমেরিকা-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে একজোট থাকবে ইরান-তুরস্ক!

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন এক কৌশলগত সমীকরণের আবির্ভাব ঘটেছে। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে একজোট হচ্ছে মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী শক্তি-ইরান ও তুরস্ক। বিশেষজ্ঞদের

দেশ ছেড়ে পালিয়েছেন সারজিস আলম…সর্বশেষ যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি,“৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সারজিস আলম” শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

লালমনিরহাটে থানায় হামলা, সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম থানায় বুধবার (২ জুলাই) রাতের ঘটনা যেন রীতিমতো রুদ্ধশ্বাস নাটক। সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে। এ সময়

সিরাজগঞ্জে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আজিজ কারাগারে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে আব্দুল আজিজকে

বাঁশখালীতে ঘরের ভেতর খেলতে খেলতেই সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আস্করিয়া নতুন পাড়ায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘরের ভেতরে খেলতে খেলতে সাপের

বংশাই নদীর পূন্যস্থান পূণ্যার্থীদের ঢল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের বংশাই নদীর বাসাইল কাঞ্চনপুর ইউনিয়নের সয়দামপুর গ্রামের অংশে দিনব্যাপী পূণ্যস্থান পূণ্যার্থীদের ঢল নামে। পূণ্যস্থন উপলক্ষে মেলা বসেছিল। ব্রিটিশ শাসনামল থেকে