অভিযোগের কাঠগড়ায় চার নেতা,‘ক্যাম্পাসছাড়া’ ছাত্রলীগের ক্যাম্পাসে ফেরা স্বাভাবিক হবে তো?

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ নেতাদের রাজনৈতিক ও সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি আগামী দিনে সরকার সমর্থিত এই ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রম কীভাবে চলবে-তা নিয়েও তৈরি হয়েছে নানামুখি চ্যালেঞ্জ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সহিংসতায় জড়ানো এবং পরবর্তীতে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিতাড়নের পর থেকেই এই প্রশ্ন।

সূত্রের তথ্য, কোটা আন্দোলনের শুরুর দিকে আওয়ামী লীগের শীর্ষ মহল থেকে প্রকাশ্যে-অপ্রকাশ্যে ছাত্রলীগকে ভূমিকা রাখার আহ্বান জানানো হলেও তাতে ব্যর্থ হয়েছে সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ। প্রশ্ন উঠেছে তীব্র আন্দোলন চলাকালীন তাদের (ছাত্রলীগ) রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়েও। এ নিয়ে দল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের কাছ থেকে ইতোমধ্যেই তিরস্কার শুনতে হয়েছে শীর্ষ নেতাদের। ক্যাম্পাস নতুনভাবে রাজনীতি করার আগে আত্মসমালোচনার পরামর্শও দিয়েছেন কেউ কেউ। দাবি রয়েছে আন্দোলনকালীন সময়ের ভূমিকা তদন্তেরও। শুধু তাই নয়, কর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা না দিয়ে হল থেকে বের হয়ে যাওয়ায় সংগঠনের চার নেতা তথা সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত-কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সংগঠনের অনেক নেতাকর্মী।

সরেজমিন কোটা আন্দোলনকারীদের দমনে মাঠে নামা এক সহ-সভাপতি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সংঘর্ষ চলাকালীন অন্তত তিনবার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে কর্মীদের সামনে এগিয়ে দিয়ে পেছন থেকে চলে যেতে দেখেছেন তিনি। এর মধ্যে শহীদুল্লাহ্ হল ও মধুর ক্যান্টিন এলাকার ঘটনা দুটি ছিল চোখে পড়ার মত। আর শেষবার মোটর সাইকেলযোগে চম্পট দিয়েছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিষয়টি নিয়ে দলের মধ্যেও সমালোচনা রয়েছে। তবে প্রকাশ্যে কেউ কথা বলছেন না।

এ নিয়ে নাম প্রকাশ না করা শর্তে শীর্ষ পর্যায়ে কয়েক নেতার সঙ্গে দ্যা ডেইলি ক্যাম্পাসের কথা হয়েছে। তারা বলেন, তীব্র আন্দোলনকালীন বৃহস্পতিবার (১৮ জুলাই’) ২টা পর্যন্ত তারা শীর্ষ নেতাদের থেকে কোনো নির্দেশনা পাননি। কেউ কেউ উল্টো ফোন করে হল ছাড়ার নির্দেশনা পেলেও তা সব পর্যায়ের নেতাকর্মী পর্যন্ত পৌঁছায় শীর্ষ নের্তৃবন্দ। স্বভাবতই সাধারণ শিক্ষার্থীদের হামলার শিকার হতে হয়েছে অনেককে। এর মধ্যে সবচেয়ে বেশি মারধরের শিকার হয়েছেন স্যার এ এফ রহমান, মাস্টারদা’ সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের ছাত্রলীগ কর্মীরা। বেশ কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বিজয় একাত্তর হলে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ অধিকাংশ প্রতিষ্ঠান এবং হলগুলোতে ছাত্রলীগের শীর্ষ নেতাদের নির্দেশনা না পৌঁছায় হামলা-মারধরের শিকার হয়েছেন অনেক নেতাকর্মী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মৃত ভিক্ষুকের দাফন-কাফনের ব্যবস্থা করে মানবতার দৃষ্টান্ত দেখালেন বাঁশখালী থানা পুলিশ 

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ নাসির উদ্দিন (৬০) নামে এক ভিক্ষুক গত রোববার (১০ মার্চ) শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে নিজেই ভর্তি হন বাঁশখালী উপজেলা

‘আপনার স্বামী আর্মিতে, আমার স্ত্রীও ডাক্তার-চলেন পরকীয়া করি’ ছাত্রীকে ঢাবি শিক্ষক

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক খালেদ বিন আমিরের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা, কুৎসা রটানো, অপেশাদার আচরণসহ নানা অভিযোগ

সাবেক মন্ত্রীর বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর কলেজের ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর’) রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

ঢাকার রাস্তায় জুমার নামাজ পড়লেন আতিফ আসলাম

ঠিকানা টিভি ডট প্রেস: পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। রাজ করেছেন বলিউডে। ভারত-পাকিস্তানের গণ্ডি পেরিয়ে এশিয়া উপমহাদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অসংখ্য দর্শক। বাংলাদেশেও নেহাত

ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি নেতা লাল মামুদ খাঁনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (৫ মে) বিকাল সাড়ে ৫ টায়