২ লাখ কোটি টাকা ভ্যাট হারিয়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংক

ঠিকানা টিভি ডট প্রেস: ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ প্রায় দুই লাখ কোটি টাকা বঞ্চিত হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট বা বাংলাদেশ উন্নয়ন হালনাগাদ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক।

প্রতিষ্ঠানটি বলছে, ওই বছর বাংলাদেশ যে পরিমাণ ভ্যাট বঞ্চিত হয়েছে, তা ওই বছরের আয়ের দ্বিগুণের বেশি, যার পরিমাণ ৮৫ হাজার কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক কাঠামো, উন্নয়নের স্তর এবং উন্মুক্ত বাণিজ্যের কারণে বাংলাদেশ বর্তমানে তার সম্ভাব্য রাজস্বের প্রায় অর্ধেক আদায় করছে। নীতিগত ঘাটতি ও আইন মেনে না চলার প্রবণতা বা কমপ্লায়েন্স ঘাটতি না থাকলে তিনগুণের বেশি ভ্যাট রাজস্ব আদায়ের সম্ভাবনা আছে।

এছাড়া অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের কমপ্লায়েন্স ঘাটতি তুলনামূলক বেশি।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের আনুমানিক কমপ্লায়েন্স ঘাটতি ৪২ শতাংশ, যেখানে দক্ষিণ আফ্রিকার ৫ থেকে ১০ শতাংশ এবং কোস্টারিকার ২৮ থেকে ৩১ শতাংশ।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নীতিগত ঘাটতি ২৫-৩২ শতাংশ এবং শ্রীলঙ্কার ৬৪ শতাংশ, যেখানে বাংলাদেশের নীতিগত ঘাটতি রাজস্বের ৪৯ শতাংশ বলে অনুমান করা হচ্ছে।’

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যক্তিগত আয়কর বাবদ পূর্বাভাসের মাত্র দুই-তৃতীয়াংশ এবং করপোরেট কর বাবদ পূর্বাভাসের ৬০ শতাংশের কম আয় করে।

প্রতিবেদনে বলা হয়, অর্থপাচার, কর ফাঁকি ও অবৈধ পুঁজি প্রবাহের কারণে সরকার বড় অঙ্কের কর রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এই সমস্যাগুলো চিহ্নিত হলেও বেশিরভাগই অন্তত গত দশক ধরে চলে আসছে, কিন্তু এখনো সমাধান হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া করপোরেট কর কমপ্লায়েন্সের অবস্থা খুবই খারাপ। এনবিআরের তথ্য অনুযায়ী, ৫৬ শতাংশের বেশি প্রতিষ্ঠানের টিআইএন নেই এবং ৫৫ শতাংশের বেশি টিআইএনধারী কোম্পানি করপোরেট কর দেয় না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সুফলভোগীদের মানববন্ধন 

লুৎফর রহমান: অনৈতিক সুবিধা নিয়ে সিরাজগঞ্জ তাড়াশে নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের গুয়ারাখি ‘বড় পুকুর’ নামে একটি পুকুরের প্রকৃত সুফলভোগীদের বাদ দিয়ে রাতারাতি সুফলভোগী

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টায় চালু হল মেটা এআই, থাকছে যে সুবিধা

ঠিকানা টিভি ডট প্রেস: আত্মপ্রকাশ করেছে মেটার নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাটবট। যার নাম মেটা এআই। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সবগুলো প্ল্যাটফর্মেই মিলবে এই পরিষেবা।

সিরাজগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাতৃত্বকালীন ভাতার কার্ড ও টিসিবির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মো. হযরত আলী নামের এক ইউপি সদস্যর বিরুদ্ধে। হযরত আলী সদর

উল্লাপাড়ায় স্বল্পমূল্যের চাল বিতরণে অনিয়ম, ভ্যান চালকের কাছেই ২০ বস্তা

সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ব্রাহ্মকপালিয়া কোরবান আলী ডিলারের গোডাউনে (২৫ আগষ্ট) শুক্রবার সন্ধায় স্বল্পমূল্যের ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে ব্যাপক অনিয়ম

কক্সবাজারে ঝড়ের কবলে বাঁশখালীর ফিশিং বোট: নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

শিব্বির আহমদ রানা বাঁশখালী প্রতিনিধি: গত বুধবার রাতে শেখেরখীল টেক পাড়া ফাঁড়ির মুখ থেকে আবদুল খালেকের মালিকানাধীন আল্লাহ মালিক ফিশিং বোটটি ১৭ জন মাঝিমাল্লা নিয়ে

প্রস্তুতি সম্পন্ন করা গেলে রোজার আগে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ শুক্রবার সাক্ষাৎ করেছেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত