আপনার জানার ও বিনোদনের ঠিকানা

২৪ ঘণ্টায় না ফেরার দেশে চার ছাত্রী, তিনজনেরই ঝুলন্ত লাশ’

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে চার ছাত্রী চলে গেছেন না ফেরার দেশে। এর মধ্যে তিনজন ছাত্রীই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অন্য এক ছাত্রী দীর্ঘ দুই মাস চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার দুপুর থেকে আজ রোববার সকাল পর্যন্ত এই চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে।

আত্মহত্যায় নিহত তিন শিক্ষার্থী হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আদ্রিতা বিনতে মোশারফ (২১), নাটোর এনএস সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮), যশোরের মনিরামপুরের দ্বাদশ শ্রেণির ছাত্রী সাবিহা (১৯)

এছাড়া সড়ক দুর্ঘটনা আহত হয়ে ২ মাস ৭দিন চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেছেন রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের (২০১৯-২০) ছাত্রী সানজিদা অর্নি (২২) শনিবার (৩০ মার্চ) রাত ৯ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ২৪ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় সানজিদা অর্নিকে বহনকারী রিকশা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিক তিনি রিকশা থেকে পড়ে গেলে ওই ট্রাকটি সানজিদার পায়ের উপর দিয়ে চলে যায়। পরে পথচারীরা ওকে উদ্ধার করে পার্শ্ববর্তী স্কয়ার হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে রোববার (৩১ মার্চ) ভোরে রাজধানীর দক্ষিণ ফুলার রোডে ঢাবির আবাসিক কোয়ার্টারের ১৯ নম্বর ভবনের তৃতীয় তলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আদ্রিতা বিনতে মোশারফের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আদ্রিতার বাড়ি কুমিল্লার লাকসাম থানার মজলিশপুর গ্রামে। তার বাবা অধ্যাপক ড. মোশারফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক। বাবা-মায়ের সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকতেন তিনি।’

জানা যায়, রাত সাড়ে চারটার দিকে সেহরি খেতে আদ্রিতার বাবা অধ্যাপক মোশারফ হোসেন তার কক্ষের সামনে গিয়ে ডাকছিলেন। কিন্তু তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তিনি কক্ষে প্রবেশ করেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

এর আগে শনিবার (৩০ মার্চ) দুপুরে ও রাতে আত্মহত্যা করেন দুই ছাত্রী। এর মধ্যে নাটোর শহরের একটি ছাত্রীনিবাস থেকে নাটোর এনএস সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নুসরাত জাহান মারিয়া বৈশাখীর (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর বরগাছা জোলারবাতা এলাকার হাফসা ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় ছিল বলেও জানা গেছে।

জানা যায়, শনিবার রাত ৯টার দিকে ছাত্রীনিবাসের তৃতীয় তলার ছাত্রীরা বৈশাখীর রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকলেও কোন সাড়া পায় নি। এরপর তার পরিবার ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে বৈশাখীর রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এছাড়া যশোরের মনিরামপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী সাবিহা। পরীক্ষায় নকলের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ক্ষমা চান তিনি। কিন্তু ক্ষমা না পেয়ে পরীক্ষার হল থেকে বাড়িতে এসে আত্মহত্যা করেন এই কলেজছাত্রী। আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে যান সাবিহা। সেখানে তিনি উল্লেখ করেন ক্ষমা চাওয়ার পরও দীর্ঘ দেড় ঘণ্টা তার খাতা ফেরত দেননি দায়িত্বে থাকা শিক্ষক, তাই লজ্জায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শনিবার (৩০ মার্চ’) দুপুরে মনিরামপুরের বাগডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। সাবিহা ওই দিন সকালে গ্রামের বাড়ি বাগডাঙ্গা থেকে গোপালপুর স্কুল এন্ড কলেজে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপ’

আন্তর্জাতিক ডেস্ক: তিন দেশের ১৯৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার (২১ ফেব্রুয়ারি’) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী-এমপিদের স্বজনদের প্রতিহত করল তৃণমূল

নিজস্ব প্রতিবেদক: উপজেলা নির্বাচন শেষ হয়েছে। চার ধাপে অনুষ্ঠিত এই উপজেলা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে, আওয়ামী লীগের মধ্যে এই উপজেলা নির্বাচনে এক

আরো এক শিক্ষক দম্পতি উধাও

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৬ মাসের ব্যবধানে সমর কান্তি রায় (৪৫) ও তৃপ্তি রানী মন্ডল (৪০) নামে আরেক শিক্ষক দম্পতি নিখোঁজের ঘটনা ঘটেছে। গত

বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান নিউইয়র্ক টাইমসের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেনশিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করায় জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমসের সম্পাদক

সিরাজগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১২)র সদস্যরা। এ সময় মাদক ক্রয়

‘বিবাহ নিবন্ধন ‘নিকাহনামা’ ফরমে সংশোধনী আসছে’

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশে মুসলিমদের বিয়ের ক্ষেত্রে নিবন্ধনের ফরম সংশোধনের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। প্রায় ৫০ বছর পর নিকাহনামার এই সংশোধনে বাদ যাচ্ছে নারীর