হঠাৎ চাপে সরকার

নিজস্ব প্রতিবেদক: কোটা আন্দোলন, শিক্ষকদের আন্দোলন,দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক সংকট। সবকিছু মিলিয়ে হঠাৎ যেন চাপে পড়েছে টানা চতুর্থ মেয়াদে থাকা আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের প্রথম ছয় মাস অতিবাহিত হচ্ছে আজ। কিন্তু এই ছয় মাসে নানা রকম সঙ্কট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সরকার।

সরকারের সামনে এখন যে চ্যালেঞ্জ গুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে।

১) শিক্ষার্থীদের আন্দোলন:

শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর। বহু সরকার শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ঝুঁকির মধ্যে পড়েছিল। এমনকি সেনা সমর্থিত এক এগারোর সরকারও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিপর্যস্ত হয়েছিল।’ সরকার এখন পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনকে ভালোভাবেই সামাল দিচ্ছে। একদিকে যেমন সংযত অবস্থানে থাকা, অন্যদিকে আদালতের মাধ্যমে বিষয়টিকে মীমাংসা করার চেষ্টা করছে। কিন্তু এটি যে সরকারের জন্য একটি সুস্পষ্ট চাপ তা সহজেই অনুমান করা যায়। কোটা সংস্কার নিয়ে নিয়ে হাইকোর্টের রায়কে স্থিতাবস্থায় এনেছে। আর এই রায়ের পরেও আন্দোলন থামেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন যে, এ নিয়ে কমিশন করা এবং স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এটি সামনের দিনগুলোতে সরকারের জন্য বড় চাপের কারণ হতে পারে। আগামী দু-একদিনে বোঝা যাবে যে, এই আন্দোলনকে সরকার কী ভাবে নিয়ন্ত্রণ করতে পারে।

২) শিক্ষকদের আন্দোলন:

সারা দেশে পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন এখনও চলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা হচ্ছে না। একদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন, অন্যদিকে শিক্ষকদের পেনশনের আন্দোলন একটি নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছে। শিক্ষকদের মধ্যে যারা আন্দোলন করছে তা রা বেশিরভাগই আওয়ামীপন্থি শিক্ষক আছে। একারণেই শিক্ষকদের এই আন্দোলন নিয়ে সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। সরকার সামান্য হলেও একটি চাপের মুখে পড়েছে। এই চাপ সরকার কীভাবে সামলাবে সেটিই দেখার বিষয়।

৩) দুর্নীতি:

দুর্নীতি নিয়ে যেন দেশে এখন একটা হুলস্থুল চলছে। প্রতিদিন কোনও না কোনও দুর্নীতিবাজের ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মকর্তাদের দুর্নীতির লোমহর্ষক কাহিনী জনগণকে উদ্বিগ্ন করেছে। আওয়ামী লীগ টানা ক্ষমতায় রয়েছে ১৫ বছর ৷ কাজেই এই দুর্নীতির ব্যাপক বিস্তার এবং দুর্নীতিবাজদের এই লম্ফনের দায় আওয়ামী লীগ কোনভাবেই এড়াতে পারে না। দুর্নীতিটি ইস্যুটি সরকার কীভাবে সমাধান করে সেটি এখন একটি বড় দেখার বিষয়।’

৪) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের জন্য একটি বড় ধরনের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার বিভিন্নভাবে চেষ্টা করেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং কাঁচাবাজারে নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধি জনগণের মধ্যে একধরনের ক্ষোভ তৈরি করছে। এই অবস্থায় এখনই সরকারের জন্য ব্যবস্থা গ্রহণ করা জরুরী বলেই অনেকে মনে করছে।

৫) অর্থনৈতিক সংকট:

সরকার একটি কঠিন অর্থনৈতিক সময় পার করছে। এই অবস্থায় অর্থনৈতিক সংকট সমাধানের জন্য সরকারি কি করবে তার উপর নির্ভর করছে সরকারের আগামী দিনের পথচলা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ। ইনসেট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশত্যাগ করায়

শেখ পরিবারের নামে থাকা ১৪ হাসপাতালের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নামে থাকা ১৪টি হাসপাতাল ও মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। রবিবার

জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকার অফিসে অফিসে ৯ দফা পৌঁছে দেয় শিবির’

ঠিকানা টিভি ডট প্রেস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘোষিত ৯ দফা নিয়ে এবার মুখ খুললেন সমন্বয়ক আব্দুল কাদের। ৯ দফা কিভাবে ঘোষণা হয়েছিল সে বিষয়ে

ভিক্ষা করে দেড় মাসে আয় আড়াই লাখ, আছে জমি-দোতলা বাড়ি-মোটরসাইকেল

আন্তর্জাতিক ডেস্ক: কোনও ধরনের বিনিয়োগ লাগে না, কিন্তু উপার্জন ধনীদের মতো। তার ওপর দিতে হয় না কোনও করও। বলা হচ্ছে ভিক্ষাবৃত্তি পেশার কথা। শুনে অবাক

প্রথম কর্ম দিবসে কঠোর বার্তা দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম দিন দপ্তরে গিয়ে আহসানুল ইসলাম টিটু দেশের সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বার্তা

ড.ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় ইউনেস্কো কমিশন’

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর নাম ব্যবহার করে মিথ্যাচার করায় শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূস ও ইউনূস সেন্টারের বিরুদ্ধে