আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে-সিরাজগঞ্জ সদর উপজেলার সদর অংশে যমুনা নদীতে এক সাড়াশি অভিযান চালিয়ে অবৈধ
১৩৮ টি চায়না জাল জব্দ করার পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২২ আগস্ট) সকাল হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ সদর অংশে যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
এসময়ে উক্ত অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন,সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি এবং নৌ-পুলিশ, সিরাজগঞ্জ এর সদস্যগণ উপস্থিত ছিলেন।