সিরাজগঞ্জে শহীদ ক্যাডেট স্কুলে ছাত্রকে পিটিয়ে জখম দায় এড়াতে ক্ষমা প্রার্থনা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শহীদ ক্যাডেট একাডেমী এন্ড মডেল স্কুলের ৫ম শ্রেনীর স্বদ্য নামের এক ছাত্রকে পিটিয়ে জখম করেছে ওই প্রতিষ্ঠানের এক সহকারী শিক্ষক। ঘটনার দায় এড়াতে ও ধামাচাপা দিতে তড়িঘড়ি করে  বৈঠক করে ওই শিক্ষার্থীর অভিভাবকের নিকট ক্ষমা প্রার্থনা করেন অভিযুক্ত শিক্ষক ইয়ামিন ও প্রতিষ্ঠানের পরিচালক হাসানুজ্জামান রঞ্জু। তবে এঘটনায় অভিভাবকদের মধ্যে  ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, বুধবার দুপুরে

সিরাজগঞ্জ শহীদ ক্যাডেট একাডেমী এন্ড মডেল স্কুলের ৫ম শ্রেনীর (ক) শাখার ছাত্র সারতাজ খান স্বদ্য সহ কয়েকজন ছাত্র টিফিনের পর এক সাথে  ওয়াশরুমে যায়। এসময় ওই প্রতিষ্ঠানের ইসলাম ধর্ম বিষয়ক সহকারী শিক্ষক ইয়ামিন ক্লাস রুমে প্রবেশ করে তাদের না পেয়ে ক্ষিপ্ত হয়ে ক্লাস রুমে ডেকে নিয়ে

সারতাজ খান স্বদ্য সহ কয়েক শিক্ষার্থীকে স্কেল দিয়ে হাতে পিঠে পিটিয়ে জখম করে। বিকেলে স্কুল ছুটির পর ওই শিক্ষার্থী বাসায় ফিরে গোসল করতে গিয়ে জামা খুললে জখমের চিহ্ন দেখে ফেলে তার মা অঞ্জনা খাতুন আশা। পরে তাকে জিজ্ঞাসা করলে সে এ ঘটনার বর্ণনা দেন। পরেরদিন বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের বাবা বেলাল হোসেন সবুজসহ তার আত্নীয়স্বজন এঘটনার বিচার দাবি করতে শহীদ ক্যাডেট স্কুলে গেলে ঘটনাটি জানাজানি হয়। পরে পুলিশ, কাউন্সিলর ও কতিপয় কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে তড়িঘড়ি করে বৈঠকে বসে অভিযুক্ত ওই শিক্ষক ইয়ামিন ও পরিচালক হাসানুজ্জামান রঞ্জু ক্ষমা চেয়ে ও দুঃখ প্রকাশ করে দায় এড়ান। এমন ঘটনায় ওই ছাত্রের বাবা বেলাল হোসেন সবুজ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ছেলে কোন অন্যায় করে থাকলে আমাদের ডেকে এনে বিষয়টি জানাতে পারতেন তা না করে এভাবে পিটিয়ে জখম করে দিবেন এটা তো হয় না। আমাদের ছেলে মেয়ে এমন প্রতিষ্ঠান ও শিক্ষকের নিকট অনিরাপদ। তিনি এর উপযুক্ত বিচার দাবি করেন। এবিষয়ে সিরাজগঞ্জ শহীদ ক্যাডেট একাডেমী এন্ড মডেল স্কুলের পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, আমি অসুস্থতার কারনে গতকাল প্রতিষ্ঠানে থাকায় এমন ঘটনা ঘটেছে। তবে ছাত্র অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ,কাউন্সিলর ও কতিপয় কয়েকজন সাংবাদিকের  উপস্থিতিতে ওই শিক্ষকসহ আমি ক্ষমা চেয়ে বিষয়টি মিমাংসা করা হয়েছে। এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) সুমন দাস বলেন, এরকম একটি ঘটনার কথা  শুনে ২নং ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক কে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল পরে কি হয়েছে তা বলতে পারবো না।এবিষয়ে ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই  ফারুক এর সাথে যোগাযোগ করলে  তিনি বলেন এখন ব্যস্ত আছে একটু পরে কথা বলি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৫ আগস্টের আনন্দ মিছিল থেকে নিখোঁজ, ১১ দিন পর হিমঘরে মিলল লাশ

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর আনন্দ মিছিলে গিয়েছিলেন সুনামগঞ্জের মো. আয়াতুল্লাহ (২২)। সেখানে নিখোঁজ হন তিনি। ১১ দিন

ইউএনওর বাসভবনে মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, তিনি নিজ শটগান দিয়ে মাথায় গুলি

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপি নেতাদের ছবি নিয়ে নানা গুঞ্জন

সিরাজগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেন সুইটের সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে এ অগ্নিকাণ্ডের

মহররম মাসের যেসব দিন রোজা রাখবেন

হিজরি বছরের প্রথম মাস মহররম। মর্যাদা ও শ্রেষ্ঠত্বেও মাসটি অন্যতম। তাইতো রমজানের রোজার পর আশুরার রোজা শ্রেষ্ঠ ইবাদত। মহররমের ১০ তারিখ রোজা রাখতে হয়। নবিজি

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে জানালেন উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শুক্রবার (৯ আগস্ট’) বিকেলে রাষ্ট্রীয়