সিরাজগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবিতে মানববন্ধন

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন মেরিন ও শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রাঙ্গণে শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনেও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর ও বাগেরহাটের ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই দাবিতে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “প্রবাসী কল্যাণ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের যৌথ সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি মেরিন ইঞ্জিনিয়ারিং ও শিপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জরুরি পদক্ষেপ নিতে হবে। চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানের কোর্স সম্পন্ন করেও আমাদের পেশাগত অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।”

তারা আরও বলেন, “আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করার পরও যথাযথ কর্মসংস্থানের সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যা অত্যন্ত হতাশাজনক।”

তিন দফা দাবির মধ্যে রয়েছে: ১. সমুদ্রগামী জাহাজে চাকরির সুযোগ নিশ্চিত করা

২. স্থলভাগে কর্মসংস্থানের বিধান

৩. প্রশিক্ষণের মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

এসময় সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সব বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক: অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে ফের ধস নামার লক্ষণ দেখা যাচ্ছে। বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল (১ ব্যারেল=১৫৯ লিটার) অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে,

বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে সরকার-এমপি মমিন মন্ডল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি -চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল বলেছেন, দেশের শিক্ষার ক্ষেত্রে সব উন্নতি করেছে শেখ হাসিনা সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু

শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দ

অনলাইন ডেস্ক: দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে

রাখাইন থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে মিয়ানমারের জান্তা’’

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চল থেকে সেনাদের প্রত্যাহার করে নিচ্ছে জান্তা সরকার। একই সঙ্গে রাজ্যের দক্ষিণাঞ্চলে বেসামরিক জনগণের ওপর হামলা জোরদার করছে

গণঅধিকারের কর্মীদের পিটিয়ে ‘ডাস্টবিনে’ ফেলার অভিযোগ যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: টুঙ্গিপাড়ায় নিজ দলের নেতা-কর্মীদের ওপর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২৭ জানুয়ারি)।

মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত, ঘনীভূত সংকটের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বর্তমানে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে প্রায় ১৪ লাখ টন জ্বালানি তেলের মজুত রয়েছে, যা দিয়ে দেশের মাত্র ৪৫ দিনের চাহিদা পূরণ সম্ভব।