সিন্ডিকেট ভাঙতে বাঁশখালীতে ছাত্রসমাজের ন্যায্যমূল্যে সবজি বিক্রি, টনক নড়ছে ব্যবসায়ীদের

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে চাম্বল বাজারে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চাম্বল ইউনিয়ন ব্লাড ফোরাম এবং বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী চাম্বল ইউনিয়ন ছাত্রসমাজ। গত শনিবার থেকে চাম্বল বাজার মসজিদ গেইটে ন্যায্যমূল্যে সবজি বিক্রি শুরু হয়। বাজার থেকে কম দামে পণ্য কিনতে পারায় অনেককেই অস্থায়ী বাজারে ভিড় করতে দেখা গেছে। ছাত্রসমাজের এ কার্যক্রমকে অনেকে সাধুবাদ জানিয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি ব্যবসায়ী (চাষী) থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে সবজি বিক্রি শুরু হয়েছে। বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতে এই কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রম তাদের সেবামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে সিন্ডিকেট না ভাঙ্গা পর্যন্ত চলমান থাকবে বলে জানান তারা।

সোমবার বিকেলে অস্থায়ী বাজারে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় সবজির ন্যায্যমূল্যের তালিকা টানানো হয়েছে। সেখানে প্রতি কেজি চিচিঙ্গা (কৈয়ড়া) ৪০ টাকা, বেগুন ৭০ টাকা, কাচা মরিচ (ছোট) ১৯০ টাকা, কাঁচা মরিচ (বড়) ১৪০ টাকা, শশা ৩৫ টাকা, বরবটি ৬০ টাকা,  কচুর চরা ৫০ টাকা, লাউ প্রতি পিচ সাইজ অনুসারে ৪০,৩০,২০ টাকা, আলু ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

তবে এ ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাজার মনিটরিং টিমের সহায়তা চেয়েছেন তারা। কয়েকজন সাধারণ ক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, ছাত্ররা কম দামে সবজি বিক্রি করতে পারলে ব্যবসায়ীরা পারবে না কেন। আমরা সাধারণ ক্রেতারা বারবার সিন্ডিকেটের কবলে পড়ি। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখে দিতে ছাত্রসমাজের স্বেচ্ছায় ন্যায্যমূল্যে সবজি বিক্রিকে সাধুবাদ জানান তারা।

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের চাম্বল ইউনিয়নের কর্মী  জিসান বলেন, ‘সাধারণ মানুষকে কম দামে নিত্যপণ্য সরবরাহ করতে চেষ্টা করছেন তারা। সিন্ডিকেট ভাঙতে আমাদের এ কার্যক্রমের তিনদিন অতিবাহিত হলে চাম্বলের ব্যবসায়ীরা ন্যায্যমূলে সবজি বিক্রির প্রতিশ্রতি দেওয়ায় আমাদের কার্যক্রম স্থগিত রাখছি। আমরা বাজার মনিটরিং করবো। ব্যতিক্রম দেখলে আবারও এ কার্যক্রম চালু করবো। আমরা চাই সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় সবজি ক্রয় করতে পারেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনী কী কী করতে পারবে

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন এই

মন্ত্রী হবার অফার: মান্নার নতুন স্টান্টবাজি

নিজস্ব প্রতিবেদক: রাজনীতিতে প্রায় পরিত্যক্ত আবর্জনার ডাস্টবিনে পড়ে থাকা মাহমুদুর রহমান মান্না নিজের ওজন বাড়াতে এবং রাজনীতিতে নিজের অবস্থান জানান দেওয়ার জন্য নতুন স্টান্টবাজি গ্রহণ

‘নির্বাচন ঘিরে সুপ্রিম কোর্টে দুই শতাধিক পুলিশ মোতায়েন’

ঠিকানা টিভি ডট প্রেস: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের শেষ দিন আজ বৃহস্পতিবার (৭মার্চ’) নির্বাচন ঘিরে এর মধ্যেই অতিরিক্ত দুই শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

৮৫৯ শহীদের তালিকা যাচ্ছে মন্ত্রিপরিষদে

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ৮৫৯ জনের তালিকা হয়েছে। আগামী সোমবারের মধ্যে এ তালিকা মন্ত্রিপরিষদে পাঠানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে

চতুর্থ সংলাপেও নেই বড় যে দুই দল

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টা থেকে

ড.ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বানাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন এখন নতুন রূপ গ্রহণ করেছে। বিশেষ করে গতকাল দ্রোহের পদযাত্রার মাধ্যমে কোটা আন্দোলন আর শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নেই। বিভিন্ন শ্রেণি পেশার