আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘সংরক্ষিত আসনে মনোনয়নের জন্য তিনশ নারীর গোয়েন্দা তদন্ত চলছে’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ৭ জানুয়ারি। জাতীয় সংসদের পূর্ণতা পেতে আরও ৫০ টি সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত হবে আগামী মাসে। সংবিধান অনুযায়ী ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন। এই নির্বাচন প্রক্রিয়া হয় সংসদে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের ভোটে। সংবিধান অনুযায়ী যে রাজনৈতিক দল যত আসন পেয়েছেন, সেই আসন অনুযায়ী সামানুপািতক হারে নারী সংসদ সদস্য চূড়ান্ত করা হয়। সে হিসাবে এ বার সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগ মনোনয়ন দিতে পারবেন ৩৭ জন সংসদ সদস্য। অন্যদিকে জাতীয় পার্টি পাবে দুটি। স্বতন্ত্ররা ১১ জন নারী সংসদ সদস্য মনোনয়ন দিতে পারবেন। আর এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আগে নির্বাচন কমিশনকে একটি নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন সূত্র জানাচ্ছে, আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের জন্য নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তফসিলের পরে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আগ্রহীদের জন্য।

বিভিন্ন সূত্র বলছে, স্বতন্ত্রদের জন্য ১১টি আসন বরাদ্দ থাকলেও স্বতন্ত্র হিসাবে কারা নির্বাচিত হবেন সেটাও চূড়ান্ত করবে আসলে আওয়ামী লীগ। কারণ এবার যারা স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন তারা প্রায় সকলেই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা।আর সেই বিবেচনা থেকে ৪৮ টি সংরক্ষিত আসনে এবার নির্বাচিত করবে আওয়ামী লীগ। এটির প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে’।

আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সংরক্ষিত কোটায় নারী সংসদ সদস্য নির্বাচনের প্রাথমিক কাজ আওয়ামী লীগ ইতোমধ্যে শুরু করেছে। এ ব্যাপারে একটি সংক্ষিপ্ত তালিকাও প্রায় চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এই সংক্ষিপ্ত তালিকায় রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিত্বদেরকেও রাখা হয়েছে। তবে এই সংক্ষিপ্ত তালিকায় যারা আছেন, তাদের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাইয়ের জন্য অন্তত তিনশ জন নারী সংসদ সদস্যের ব্যাপারে গোয়েন্দারা তথ্য সংগ্রহ করছেন। এই সমস্ত তথ্যগুলো আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে।

যে সমস্ত বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে, তার মধ্যে রয়েছে তাদের অতীত রাজনৈতিক রাজনৈতিক ভূমিকা। সাম্প্রতিক সময়ে তাদের ভূমিকা, তাদের পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা ইত্যাদি। এই সমস্ত তথ্যের ভিত্তিতে যারা সংক্ষিপ্ত তালিকায় আছেন, তাদের মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে। তবে ইতোমধ্যে যারা মনোনয়ন প্রত্যাশী তারা দেন দরবার এবং দৌড়ঝাঁপ শুরু করেছেন।’

তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সংরক্ষিত কোটায় যারা নারী সংসদ সদস্য হবে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। তবে আওয়ামী লীগের একজন শীর্ষ স্থানীয় নেতা বলেছেন, মনোনয়নের জন্য যারা আগ্রহ প্রকাশ করে মনোনয়ন ফরম কিনবেন এবং জমা দিবেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। তবে এবার সংরক্ষিত আসনে মনোনয়নের ক্ষেত্রে গোয়েন্দা তথ্য যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে সেটি মোটামুটি নিশ্চিত।

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলছেন, শুধু এবার নয়, প্রতিবারই নারী সংরক্ষিত আসনে মনোনয়নের আগে এ ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয় এবং তার বিভিন্ন কর্মকাণ্ড যাচাই বাছাই করে দেখা হয় যে, তারা দলের জন্য এবং দেশের জন্য কি অবদান রেখেছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেয়েটাকে পাঠাও, কেউ যেন না জানে – ছাত্রলীগ নেতার অডিও ফাঁস

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। চার মিনিট ২৯ সেকেন্ডের ওই অডিওতে শোনা যায়, এক নারী ছাত্রলীগ নেত্রীকে তার

মানসিক স্বাস্থ্যের যত্নে মোবাইল অ্যাপস

ঠিকানা টিভি ডট প্রেস: মানুষের মন যেমন আনন্দিত হয়, তেমনি মন খারাপও হয়। কিন্তু মন খারাপ বা বিষণ্নতাভাব যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন মানসিক

হিটস্ট্রোকে ৩ জনের মৃত্যু

ঠিকানা টিভি ডট প্রেস: হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা ও পাবনায় জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) তাদের মৃত্যু হয়। পাবনা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার

দেশেরে যেসব অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঠিকানা টিভি ডট প্রেস: দেশের দুই জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো, বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার

তুরস্ক গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের এক সরকারি সফরে আজ রাতে আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমায় বেড়েছে লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক: একটি টার্মিনাল বন্ধ থাকায় প্রায় দেড় মাস ধরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি’) সরবরাহ কম। এর মধ্যে মঙ্গলবার রাতে আরেক দুর্ঘটনায় পাইপলাইন ছিদ্র হয়ে