‘সংরক্ষিত আসনে মনোনয়নের জন্য তিনশ নারীর গোয়েন্দা তদন্ত চলছে’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ৭ জানুয়ারি। জাতীয় সংসদের পূর্ণতা পেতে আরও ৫০ টি সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত হবে আগামী মাসে। সংবিধান অনুযায়ী ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন। এই নির্বাচন প্রক্রিয়া হয় সংসদে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের ভোটে। সংবিধান অনুযায়ী যে রাজনৈতিক দল যত আসন পেয়েছেন, সেই আসন অনুযায়ী সামানুপািতক হারে নারী সংসদ সদস্য চূড়ান্ত করা হয়। সে হিসাবে এ বার সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগ মনোনয়ন দিতে পারবেন ৩৭ জন সংসদ সদস্য। অন্যদিকে জাতীয় পার্টি পাবে দুটি। স্বতন্ত্ররা ১১ জন নারী সংসদ সদস্য মনোনয়ন দিতে পারবেন। আর এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আগে নির্বাচন কমিশনকে একটি নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন সূত্র জানাচ্ছে, আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের জন্য নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তফসিলের পরে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আগ্রহীদের জন্য।

বিভিন্ন সূত্র বলছে, স্বতন্ত্রদের জন্য ১১টি আসন বরাদ্দ থাকলেও স্বতন্ত্র হিসাবে কারা নির্বাচিত হবেন সেটাও চূড়ান্ত করবে আসলে আওয়ামী লীগ। কারণ এবার যারা স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন তারা প্রায় সকলেই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা।আর সেই বিবেচনা থেকে ৪৮ টি সংরক্ষিত আসনে এবার নির্বাচিত করবে আওয়ামী লীগ। এটির প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে’।

আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সংরক্ষিত কোটায় নারী সংসদ সদস্য নির্বাচনের প্রাথমিক কাজ আওয়ামী লীগ ইতোমধ্যে শুরু করেছে। এ ব্যাপারে একটি সংক্ষিপ্ত তালিকাও প্রায় চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এই সংক্ষিপ্ত তালিকায় রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিত্বদেরকেও রাখা হয়েছে। তবে এই সংক্ষিপ্ত তালিকায় যারা আছেন, তাদের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাইয়ের জন্য অন্তত তিনশ জন নারী সংসদ সদস্যের ব্যাপারে গোয়েন্দারা তথ্য সংগ্রহ করছেন। এই সমস্ত তথ্যগুলো আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে।

যে সমস্ত বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে, তার মধ্যে রয়েছে তাদের অতীত রাজনৈতিক রাজনৈতিক ভূমিকা। সাম্প্রতিক সময়ে তাদের ভূমিকা, তাদের পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা ইত্যাদি। এই সমস্ত তথ্যের ভিত্তিতে যারা সংক্ষিপ্ত তালিকায় আছেন, তাদের মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে। তবে ইতোমধ্যে যারা মনোনয়ন প্রত্যাশী তারা দেন দরবার এবং দৌড়ঝাঁপ শুরু করেছেন।’

তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সংরক্ষিত কোটায় যারা নারী সংসদ সদস্য হবে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। তবে আওয়ামী লীগের একজন শীর্ষ স্থানীয় নেতা বলেছেন, মনোনয়নের জন্য যারা আগ্রহ প্রকাশ করে মনোনয়ন ফরম কিনবেন এবং জমা দিবেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। তবে এবার সংরক্ষিত আসনে মনোনয়নের ক্ষেত্রে গোয়েন্দা তথ্য যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে সেটি মোটামুটি নিশ্চিত।

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলছেন, শুধু এবার নয়, প্রতিবারই নারী সংরক্ষিত আসনে মনোনয়নের আগে এ ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয় এবং তার বিভিন্ন কর্মকাণ্ড যাচাই বাছাই করে দেখা হয় যে, তারা দলের জন্য এবং দেশের জন্য কি অবদান রেখেছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ১৭ এপ্রিল ২০২৪ রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে মহানগরীর

মডেল মসজিদ নির্মাণে স্বামীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি প্রচারের উদ্দেশ্যে সরকার ২০১৭ সালে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৬৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক

উপজেলা নির্বাচনে কম ভোট পড়ার কারণ জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এতে ভোট নির্দিষ্ট সময় পর্যন্ত ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। অপেক্ষাকৃত কম ভোট

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র: এবার কয়লার ছাই নিয়ে নয়ছয়

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আমদানি দরপত্র প্রক্রিয়া নিয়ে অভিযোগ ওঠার পর এবার বিদ্যুৎকেন্দ্র ব্যবহৃত কয়লা থেকে উৎপাদিতব্য ড্রাই অ্যাশ (পোড়ানো ছাই) বিক্রির

‘উপজেলায় পাঁচ টুকরা হচ্ছে আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের বিভক্তি ও কোন্দল ক্রমশ প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে। ৭ জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তির

বায়তুল মোকাররমের নতুন খতিব আবদুল মালেক

নিজস্ব প্রতিবেদক: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগ পেয়েছেন আল্লামা সলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ মুফতি আবদুল মালেককে (হাফি.)। শুক্রবার (১৮ অক্টোবর)। ধর্মবিষয়ক