হ্যা একটা গল্প পড়েছিলাম – এক ব্যক্তি নাকি তার বউ কে নিয়ে গাঁধার পিঠে চড়ে যাচ্ছিলো। পথিমধ্যে কিছু লোক তার সমালোচনা শুরু করলো এই বলে যে, এতটুকু গাধার পিঠে স্বামী স্ত্রী দুজন চড়েছে এদের বিবেক বলে কি কিছু আছে?
স্বামী বেচারা তা শুনে খুব লজ্জা পেলো। পরে নিজেই গাধার পিঠ থেকে নেমে স্ত্রী কে নিয়ে চলতে লাগলো। কিছুদূর যেতেই আবার কিছুলোক দেখে বললো লোকটা সত্যিই খুবই বলদ প্রকৃতির। বউ কে নিয়েছে গাধার পিঠে আর নিজে যাচ্ছে পায়ে হেঁটে। এদেরকেই বুঝি বউ পাগল বলে।
লোকটা এবারো খুব মাইন্ড করলো। পরে বউ কে নামিয়ে নিজে চড়লো গাধার পিঠে। আবারো কিছু লোকের সাথে তাদের দেখা হলো। এবার তারা বলতে লাগলো লোকটা অবলা নারীকে নিচ্ছে পায়ে হাঁটিয়ে অথচ নিজে আরামের সাথেই গাধার পিঠে চড়ে যাচ্ছে কত বড় বেয়াক্কেল । এবার লোকটা নিজে আবারো নামলো এবং নিজে, বউ এবং গাধা সবাই হেটে যেতে লাগলো।
এবং আবারো একই কান্ড – লোকে বলাবলি করতে লাগলো লোকটা কতবড় পাগল না হলে গাধা থাকতে সবাই হেটে যায় এভাবে??
এবার লোকটা আর রাগলেন না, কারন বাস্তবতা উপলব্ধি করতে পেরেছেন এতক্ষণে। বুঝতে পেরেছে এ জাতী ভাল কিছুতে ভুল খুজতে বেশ পটু। কলিজা কেটে রান্না করে দিলেও খেয়ে বলব লবন কম। আর তাই নিন্দুকেরা নিন্দা করবেই তাতে কি যায় আসে। বরং তাতে লাভই বেশি শুধু শত্রু নয় বন্ধুও বাড়ে।
আর আমিও শিক্ষা নিয়েই চলছি কাঙ্ক্ষিত লক্ষে পোঁছাতে।
গঠনমূলক সমালোচনা আমাদের একান্ত কাম্য।
2 Responses
আসসালামুয়ালাইকুম
ভাই আপনি সুন্দর বলেছেন, সুযোগ দিলে আমরাও আপনার এখসনে নিউজ সহ অনন্য বিষয়ে কাজ করতে পারি।
কপি করলাম