শাহজাদপুরে ৫টি গরু সহ ৪ গরু চোর জনতার হাতে আটক

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: গভীর রাতে গরু চুরি করে চাঁ বিক্রেতার বাড়িতে লুকিয়েও শেষ রক্ষা হয়নি ৩ গরু চোরের। পরে জনতার হাতে আটক হয় ৩ গরু চোর, অপরদিকে একটি বাছুর গরু সহ আরেকজন গরু চোর জনতার হাতে আটক হয়েছে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ পৃথক দুটি স্থান থেকে ৫টি গরু সহ ৪ জন গরু চোরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো- মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার হঠাৎপাড়ার মোস্তফা মোল্লার ছেলে অকব আলী মোল্লা, দেওয়ান তারুটিয়া গ্রামের মৃত দেলবার এর ছেলে জেলহক আলী সরকার, ফকির পাড়ার মৃত রহিমের ছেলে ছোরমান সরকার ও সবুজ হোসেন।,
জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার গালা ইউনিয়নের তারুটিয়া গ্রামের জনৈক চা বিক্রেতা আজিজাল শেখ ঘুম থেকে উঠে দেখতে পান তার গোয়াল ঘরে তিনটি গাভী ও একটি বাছুর গরু সহ মোট ৪টি গরু বাধা রয়েছে।,
পরে ৩জন ব্যক্তি উপস্থিত হয়ে জানান যে গরু ৪টি তাদের, রাত গভীর হয়ে যাওয়ায় ভোর আনুমানিক ৪টায় তার বাড়ির গোয়ালে বেধে রাখা হয়েছে।
ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে গ্রামবাসী এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তারা শিকার করেন যে গরু ৪টি তারা চুরি করে এনেছেন।
পরে স্থানীয় লোকজন বিষয়টি শাহজাদপুর থানায় অবহিত করলে থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল বিকালে ঘটনাস্থলে তারুটিয়া গ্রামে উপস্থিত হয়ে গরু ৪টি উদ্ধার ও গরু চুরির সাথে জড়িত থাকায় ৩জনকে আটক করে থানায় নিয়ে আসেন।,
অপরদিকে বুধবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়ন থেকে চুরি যাওয়া একটি বাছুর গরু উদ্ধার করে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় গরু চুরির সাথে জড়িত থাকার দায়ে সবুজ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
জানা যায়, গরু গুলো উপজেলার শেলাচাপড়ি, আলোকদিয়ার ও পাবনার ফরিদপুর ‍উপজেলার সেলন্দা গ্রাম থেকে চোরেরা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বুধবার ভুক্তভোগী গরুর মালিকেরা থানায় উপস্থিত হয়ে গরুগুলো তাদের বলে সনাক্ত করেন।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে পুলিশের ২টি দল পৃথক দুটি জায়গায় উপস্থিত হয়ে গরু উদ্ধার ও আটককৃতদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গরুর মালিকরা বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় আলাদা ২টি মামলা দায়ের করেছেন। আসামী ৪ জনকে বুধবার বিকালে শাহজাদপুর চৌকি আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অশ্লীল কর্মকাণ্ড কাশবনের ভেতর

সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী এলাকার কাশবনে স্থানীয় লোকজন আগুন লাগিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার পর ওই কাশবনে এ ঘটনা ঘটে। সিলেট-জকিগঞ্জ

চাঁদপুরে ঋণগ্রস্ত বৃদ্ধের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে ঋণের টাকা দিতে না পারায় মৃণাল (৬০) এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার আগে ঐ বৃদ্ধ ছেলে-মেয়েদের উদ্দেশ্যে চিঠি লেখেন এবং

রাজশাহীর হত্যা মামলায় রায়ে দুইজনকে মৃত্যুদন্ড ও এক আসামীর তিন বছরের কারাদন্ড

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ১৫ মে ২০২৪ রাজশাহীর বাঘা থানার চাঞ্চল্যকর এক হত্যা মামলার রায়ে দুইজনকে মৃত্যুদন্ড ও আরেক আসামীকে তিন বছরের সশ্রম কারাদন্ড

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে সিরাজগঞ্জের সৌর বিদ্যুৎ পার্ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ এলাকায় যমুনা নদীর তীরে ২১৪ একর অনাবাদি জমিতে এই সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। যমুনা নদীর তীরে নির্মিত

চট্টগ্রামে বসতবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বলুয়ারদিঘীর পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির একটি কাঁচা বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ জনের মৃত্যু হয়েছে এবং

গ্রামে পর্নোগ্রাফি দেখার প্রবণতা বাড়ছে

ঠিকানা টিভি ডট প্রেস: দেশে মোবাইল ফোন ব্যবহারের দিক থেকে গ্রাম ও শহরের মধ্যে ছিল বিস্তর বৈষম্য। তবে দিন দিন সেই বৈষম্য দূর হচ্ছে। বর্তমানে