রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে উচ্চ শিক্ষার জন্য সাত শিক্ষার্থীকে বিশেষ উপবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে সিডিপি ঘুড়কা কার্যালয়ে সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন।
সহকারী প্রোগ্রাম ম্যানেজার শফিউদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিডিপর সহ-সভাপতি মুনজুরুল ইসলাম, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ। আলোচনা সভা শেষে ৭ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়। একই দিন সারা বাংলাদেশের ১৭৪ জন শিক্ষার্থীকে গুড নেইবারস বাংলাদেশের মাধ্যমে ১০ হাজার টাকা করে শিক্ষা উপবৃত্তি দেয়া হয়।