বিশেষ প্রতিনিধি, রায়গঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে জামায়াতে ইসলামীর রায়গঞ্জ কার্যালয়ে উপজেলা আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর জননেতা আলী মর্তুজা, কর্মপরিষদ সদস্য শওকত আলী মাষ্টার, উপজেলা শাখার অফিস ও বায়তুল মাল সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম ও মাওলানা সোলায়মান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।